নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
সবচেয়ে কম সময়ে একজন সাধারণ মানুষের গড়ে ১ মিলিয়ন ডলারের মালিক হতে চাইলে যে দেশটিতে বসবাস করতে হবে তার একটি লিস্ট তৈরি করেছেন বিশ্ব ব্যাংক। যে দেশটিতে বসবাস করলে সবচেয়ে কম সময়ে (১৫ বছর) মিলিয়নিয়ার হওয়া যায় ঠিক তার দক্ষিণ পার্শ্বে অবস্থিত দেশটির মানুষদের সেই পরিমাণ সম্পদ অর্জন করতে লাগবে ৩০০ বছর। আবার মধ্যবর্তী দেশটির উত্তর পাশে অবস্থিত দেশটির মানুষদের লাগবে ২৫ বছর।
এবার বলেন তো দেশ তিনটি কি কি ??
তথ্য সূত্র: How long does it take to earn $1m in different countries?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: +++
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৩
জেনারেল তাকা বলেছেন: এই রামছাগল বাজিরে এখনও বান মারে নাই সামু
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনার এই মন্তব্যটা কি আমার পোষ্টের সাথে প্রাসঙ্গিক @জেনারেল তাকা
আমি আশাঁকরি পরবর্তীতে এই রকম মন্তব্যগুলো তার পোষ্টে গিয়ে করবেন আর যদি সে আপনাকে ব্লক করে থাকে তবে হয় ব্লগে পোষ্ট দিয়ে জানতে চান না হয় ব্লগ কতৃপক্ষকে মেইল করে আপনার অভিযোগটি জানান।
আমি আশাঁকরি আপনাকে বুঝাতে পেরেছি।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৮
কালোপরী বলেছেন: মানুষে লাখ ডলার কামাইলে আমার কি !!!!!!!!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনি কি ইতো মধ্যেই মিলিওনিয়ার আর যদি সেটি না হয়ে থাকেন তবে সারা জীবনই কি দারিদ্র থাকতে চান?
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৭
আহসান২০২০ বলেছেন: মিলিওনিয়ার অইয়া কি করুম বাহে? তহনো তো আমার ভাত খাওন লাগব, পিশাব-পায়হানা করন লাগব, বিছানায় ঘুমান লাগব। যেইডা এহনও ফহির অইয়াও করি। বুঝছুইন্না?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩০
মোস্তফা কামাল পলাশ বলেছেন: এই বার বুইঝা লন: মিলিয়নিয়ার হইলে কি কি পাইবেন তার একটা দিলাম নিচে:
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৩
এক্সপেরিয়া বলেছেন: আরে , আমার কি হইব । আমি ত মিলিওনিয়ার হইতে পারমু না ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩০
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ক্যা আপনি কি ম্যাক্সিকোতে তাহেন নাকি ???
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
বইয়ের পোকা বলেছেন: কালকেই গাট্টি বোচকা নিয়া USA এর পথে হাটা দিবো। আমার মিলিওনিয়ার হইতেই হইবো
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন: এই জন্যই বলে সব সম্ভাবনার দেশ হলো আমেরিকা। পোলা-পান কানাডা থাইকা পড়া-লেখা কইরা সোজা দৌড় দেয় আমেরিকাতে।
৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
ভবঘুরে ছেলেটি বলেছেন: আপনার ২৫ বছরের কয় বছর পার হইল?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আরও ২২ বছর অবশিষ্ট আছে। তবে আমার হিসাবটা বাংলাদেশের সাপেক্ষে করতে হবে
৯| ০৫ ই জুলাই, ২০১৪ ভোর ৪:০৩
লিখেছেন বলেছেন: nice post
০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৪
বিষন্ন পথিক বলেছেন: এক নম্বরে বাংলাদেশ, পেশা রাজনীতিবিদ