নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ে রাজাকার ও যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবিতে মানব-বন্ধন আয়োজন (একটি ছবি ব্লগ)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৬

শাহবাগ আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে রাজাকার ও যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবিতে গতকাল মানব-বন্ধন আয়োজন করা হয়।



















মানব বন্ধনের পূর্ব রাতে আয়োজকদের কয়কেজন আলোচনা করতে ছিলাম যে বড়জোর ১৫-২০ জন মানুষ উপস্থিত হতে পারে; কিন্তু আমার জন্য চরম বিস্ময় অপেক্ষা করিতেছিল শনিবার দুপুর পর্যন্ত যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ কিচেনার-ওয়াটারলু, গুয়েলফে বসবাসরত বাংলাদেশিরা সপরিবারে সেখানে উপস্থিত হলো। কোলে চার মাস বয়সী বাচ্চা নিয়েও কেউ কেউ উপস্থিত হয়েছেন আমাদের মানব-বন্ধনে। সংখ্যাটা গিয়ে দাঁড়ায়েছিল ৫০ জনের মতো।









































একই বলে দেশপ্রেম। শৈশবে শেখা ডঃ মুহাম্মদ শহিদুল্লার সে বিখ্যাত কথা মা, মাতৃভাষা ও মাতৃভূমি কখনো ভুলবার নয়।









পরিশেষে আমি আমার অন্তরের অন্তস্হল থেকে ধন্যবাদ জানাতে চাই তাদের যারা অল্প কিছু সময়ের মধ্যে অসাধারন কিছু প্লাকার্ড বানিয়েছিলো আমাদের জন্য যা ছিল এই মানব বন্ধনের প্রান ও এই আয়োজনের সাথে জড়িত থেক আমাদের আন্দোলনকে করে বেগবান।

মন্তব্য ২৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
প্রিয়তে, সুপার্ব!!!!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: আপনার ডি এস এল আর এ তোলা? :D ;)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আয়োজক হবার ঝামেলায় নিজেরটা ব্যবহার করার সময়ই পাইনি। এই ছবি গুলো উপস্হিত সকলের ক্যামেরা থেকে সংগৃহিত।

আমরা এই মানব বন্ধনের জন্য একটা ফেসবুকে ইভেন্ট পোষ্ট খুলেছিলাম। অনুষ্ঠানের সকল যোগাযোগ সেখান থেকে করা হয়েছে। সকল আলোচনা ও মানবন্ধনের পরে সকলের ছবি সেখানে শেয়ার করা হয়েছে।

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ওয়াটারলু

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৫

রাফা বলেছেন: অভিনন্দন ,কানাডার বাংলাদেশিদের।

সিমানার বেড়া কোন বাধা নয় একাত্মতা ঘোষনার জন্য।


জয় বাংলা

দড়ি লাগলে দড়ি নে,

রাজাকারদের ফাসি দে।

আপানাকে ধন্যবাদ,মো.কা.পলাশ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: এজন্যই তো আমাদের স্লোগান ছিল,

সীমানা চিনিনা

আছি

শাহবাগে

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৮

মেহেদী পরাগ বলেছেন: চমৎকার !! সারা দুনিয়ার কোথাও যেন রাজাকারের ঠাঁই না হয়। এই লিঙ্কে আপনার পোস্টটি দিতে পারেনঃ Click This Link

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ পোষ্টের লিন্কটা দেবার জন্য।

সেখানে আমার পোষ্টের লিন্ক দিয়েছি।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১১

ফারমার বলেছেন: দুরে থেকেও জাতির সাথে থাকার জন্য শুভেচ্ছা!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "দেশপ্রেমই যথেষ্ট দেশের প্রতি কাজ করবার জন্য। দেশমাতৃকার টানে উদ্ধ্বুদ্ধ হয়ে যে যার অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করে গেলে সাফল্য সুনিশ্চিত।"

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২১

কান্ডারি অথর্ব বলেছেন:
"লাখো শহীদ ডাক পাঠালো,সব সাথীদের খবর দে,
সারা বাংলা ঘেরাও করে, রাজাকারের ফাসি দে "

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: সাথী শব্দটা সাধারনত ছাত্র শিবীর ব্যভার করে তাই আমরা ঐ শব্দটা বাঙ্গালী দ্বারা প্রতিস্হাপান করেছি।


আপনাকে ধন্যবাদ এই স্লোগানটি মনে করিয়ে দেবার জন্য

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

স্পাইসিস্পাই001 বলেছেন: পোষ্টে প্লাস++++....উদ্যোগ প্রশংসনীয়...।

রাজাকারের ফাসি চাই ...ফাসি ভিন্ন দাবী নাই......

সকলের চোখে বিজয়ের নেশা দেখতে পাচ্ছি

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

সাদা রং- বলেছেন: যতবার তোরা রাজাকার হবি, ততবার আমরা মুক্তিযোদ্ধা হব।
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "যার সেটা প্রাপ্য তাকে সেটাই দেওয়া হউক"


আপনাকেও ধন্যবাদ আমাদেরকে উৎসাহ দেবার জন্য।

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

মাহবু১৫৪ বলেছেন: অসাধারণ!

জয় বাংলা

++++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৩

তৌহিদুল ইসলাম রাসেল বলেছেন: আমরাও ছিলাম জার্মানী থেকে।
Click This Link

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাদের মানব বন্ধনের ছবি দেখেছি নেটে আপনাদের ওখানে থাকা এক ছোট ভাইয়ের বদৌলতে।


আপনাদেরকে স্যালুট ও ধন্যবাদ সাথে থাকবার জন্য।

সেই সাথে আপনাকে ধন্যবাদ লিন্কটি দেবার জন্য।

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০২

কামরুল হাসান শািহ বলেছেন: আপনার কাছ থেকে এমনই আশা করছিলাম :)
সাবাস

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ কামরুল ভাই।

যুদ্ধাপরাধ ইস্যুতে আমার কাছে দলের চেয়ে দেশ বড়। যে মানু্ষরা বাংলাদেশ চায় নাই এমনকি এখনও স্বীকার করেনা যে তারা ভূল করেছিল পাকিস্তান কে সহযোগিতা করে তাদেরকে আমি কোন ভাবেই মেনে নিতে পারি না আমার শিক্ষা আমাকে তা করতে দেয় না।

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৪

এস্কিমো বলেছেন: শাবাশ!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ @এস্কিমো দা।

অনেক দিন পরে আপনাকে আমার ব্লগে দেখলাম। আপনার ব্লগে তো আমাকে ব্লক করে রেখেছেন তাই এখানেই জিজ্ঞাসা করতে হল,

আমাকে কেন ব্লগ করেছেন আপনার ব্লগে দয়া করে যানাবেন কি?

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪

হাবিব০৪২০০২ বলেছেন: আপনাদের সবাইকে স্যালুট, সকল রাজাকারের অনতিবিলম্বে ফাঁসি চাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ হাবিব। আপনার সাথে আমিও একমত

"সকল রাজাকারের অনতিবিলম্বে ফাঁসি চাই"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.