নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
আমার এখানে এখন রাত সোয়া ২ টা বাজে। ভাবলাম ঘুমাতে যাবার পূর্বে এমন কোন একটা দেখি যাতে করে ভাল ঘুম হয় । যেই ভাবে সেই কাজ প্রথম-আলো খুললাম যে বিভিন্ন খবরের নিচে যে মন্তব্যগুলো ছাপা হয় সেগুলো পড়ার চেয়ে বড় বিনোদন আর হতে পারে কি?
যেই না প্রথম-আলো খুললাম আামার তো চক্ষু চড়ক গাছ । একি দেখি ? একি সত্যি না কি চোখে ভুল
বাংলাদেশ সরকার নাকি পদ্মায় বিশ্বব্যাংককে না করে দিল
*************** মঙ্গল বারের কৌতুক ছিল ***************
"অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কথা বলার জন্য সাক্ষাৎ চেয়েছেন।"
**************বুধবার সকালে কৌতুক ছিল **************
"জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে রফা চলছে।"
**************বুধবার সন্ধার কৌতুক ছিল **************
শর্ত পূরণ না হলে অর্থ দেবে না বিশ্বব্যাংক: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট
আজকের দিনের তরতাজা কৌতুক:
পদ্মায় বিশ্বব্যাংককে না করে দিল সরকার
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
গত কাল পেপারে পড়লাম মহান অভিনেতা এটি এম সামসুজ্জাম কোর্টে গিয়ে বর্ননা দিয়েছে কিভাবে এক সন্তান অন্যটিকে হত্যা করেছিল। সে খুব ভাল করেই জানে যে তার এক সন্তান তো মারা গেছেই তার এই সত্য সাক্ষের জন্য যেটি বেঁচে আসে সেটির কম করে হলোও যাবত জীবন কারাদন্ড হবে না হয় ফাঁসির আদেশ হবে। পিতা হয়ে ন্যায় বিচারের স্বার্থে যদি পু্ত্রকে ফাঁসির দড়ির দিকে পাঠাতে পারে তবে শেখ হাসিনা কি ১৬ কোটি বাংলাদেশীর স্বার্থে আবুল কে ২/৩ মাসের জন্য জেলে পাঠাতে পারল না ?
কে তার কাছে বড় হলো ১৬ কোটি বাংলাদেশি নাকি আবুল?
এর পরেও কি কোন মোরাল রাইট থাকে শেখ হাসিনার পক্ষে কোন ব্লগারের কথা বলার?
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪
মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: ব্রো এখন রাতের বরাবর ৫ টা বাজে।। জাইগা আছি ঘুমাইতে যাওয়ার আগে ভাল একটা কৌতুক পইড়া গেলাম।। এবার ঘম ভালা অইবো।। আমনে জাগি আছেন না পোস্ট দিয়েয় ঘমাই গেছেন??
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
মোস্তফা কামাল পলাশ বলেছেন: এর রকম সংবাদ পরবার পরে ঘুমের চাপে আর কম্পিউটারের সামনে বসে থাকা সম্ভব :-<
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০২
কামরুল হাসান শািহ বলেছেন: এইটা পড়েন আসল কাহিনী বুঝবেন View this link
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাই এইডা কি দিলেন আবারও হাঁসতে হাঁসতে পইড়া গেলাম
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
শূন্য পথিক বলেছেন: ভালো কৌতুক!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন: শুধু কৌতুকই না ঘুমেরও ভাল ওষুধ :-<
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
*কুনোব্যাঙ* বলেছেন: এখন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নামে নতুন কইরা আমার চাঁদাবাজি শুরু নাই হইলে হয়।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০
মোস্তফা কামাল পলাশ বলেছেন: গতবার তো একটা পড়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আল্লায় জানে এবার কয়টা পড়ে।
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
কামরুল হাসান শািহ বলেছেন: কথায় বার্তায় পাল্টি লওয়ার ক্ষেত্রে হাম্বা নেত্রী ও তার গূহপপালিত নেতাদের আর কেউ হতে পারে না।
পাগলে কখন কি বলে তার কোন ঠিক নাই