নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
অনেক দিন পূর্বে পড়া খুশবন্ত শিং এর একটি বিখ্যাত (১৮+) জোকসের কথা মনেপড়ে গেল আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর শিকারোক্তি শুনে যে পুলিশের এডিসি হারুনকে রাষ্ট্রপতি পদক দেওয়া হয়েছে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে পেটানোর জন্য। জোকস টা হলো:
"ভারতীয় কূটনৈতিকের পশ্চাৎ দ্বার দিয়ে যখন তরমুজ ঢুকানো হচ্ছিল তখন প্রচণ্ড কষ্টে তার চোখ দিয়ে পানি ঝরতে থাকলেও হাঁসতে ছিলেন পাকিস্তানী কূটনৈতিকের কথা ভেবে করণ তার জন্য তখনও অপেক্ষা করিতেছিল কাঁঠাল"
"বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে পেটানোর ঘটনায় বিতর্কিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদ কী করে রাষ্ট্রপতির পুলিশ পদক (সেবা) পেলেন, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘তাঁকে পদক দেওয়ার ক্ষেত্রে এ ঘটনাও বিবেচনায় আনা হয়েছে।’"
২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৯
অচিন.... বলেছেন: asolei
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন: কি আসলেই ভাইডি সেটাতো বলে গেলেন না??
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৯
মনির১০ বলেছেন: কাঠালের অপেক্ষায়............
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন: এই লন উনার বাড়িতে পৌছাইয়া দেন
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪২
ধৈঞ্চা বলেছেন: মখা কাঠাঁল সহ্য করতে পারবে তো.............
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন: কাঠাঁল সহ্য করতে না পারলে চাইনিজদের সবচেয়ে জনপ্রিয় ফল ডুরিন দেওয়া হবে।
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৫
জাহিদ গাছবাড়ী বলেছেন:
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২০
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৮
দেশপ্রেমিক পোলা বলেছেন: হা হা হা, আমার তো মনে হয় তরমুজের জায়গায় আম হবে। আম আর ডুরিয়ানের মাঝে যেমন পার্থক্য জয়নুল আবদিন ফারুক তেমন একটা কিছুই করার কথা। এতো তাড়াতাড়ি কি ভোলা যায় এসব। ঐ পুলিশের জন্যও ডুরিয়ান অপেক্ষা করছে।
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২২
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনার সাথে একমত,
জয়নুল আবদিন ফারুকের টা আমও হইতে পারে তয় ফারুকে মন্ত্রী হইবার পারলে ম খা রে যে ডুরিয়ান থেরাপি দিব সেটা চোখ বন্ধ করেই বলা যায়
৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৮
বিডি ফুল বলেছেন: মখা রাজাকার, কাদের সিদ্দিকী।
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ম খা রাজাকারেও ম্যানিলা দড়িতে ঝুলানো হবে বাচ্চু রাজাকারের মত। সময়টা আইতে দেন।
৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৫
আহসান২০২০ বলেছেন: ডুরিয়ান কেমনে দিবেন, যে কাটা থাকে। তার চেয়ে মুলা দেন।
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০০
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ম খা তত্বাবধায়কের আমলে উট পাখির ডিম সয্য করেছিল বলে কথিত আছে সুতরাং এবার ডুরিয়ানও কম হবে বলে মনে করি আমি।
৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩
প্রকৌশলী আতিক বলেছেন: হাসতেই আছি। কাঠাল খুজলাম, আশেপাশে পাইলাম না।
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ডুরিয়ান লাগলে বইলেন আমার এখানে চাইনিজ দোকান ভর্তী থাকে সবসময়
১০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯
গুমরাজ বলেছেন: সেই সিন আমি দেকবার চাই হুম
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: হপে হপে লাইনে দাড়ান
১১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১
মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: যেই পেপার স্প্রে এই মখা বাংলাদেশে আমদানী করছে এইডা এর পশ্চাতদেশ দিয়ে ঢুকানো হবে।। আর মাত্র ১ বছর.........।
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: বার্তমান বিরোধীদল এই মরিচের গুড়া খাবে আগামী এক বছর আল্লা না করুন যদি আগামীবার বিএনপি ক্ষমতায় আসে তবে ৫ বছর কেমনে সয্য করবে এই মরিচের গুড়া সেটা ভবলে নিজের চোখে পানি এসে যায়
১২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩
ঢাকাবাসী বলেছেন: মখারে আন্ডা থেরাপি দেয়া হইছিল ১/১১ এর সময়। তার পোলায় মরছে একসিডেন্টে বাপের পাপে। এরপর কি দেয়া হপে তাতো আপনেই বইলা দিলেন।
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: বাপটা বিশ্ব শয়তান হলেও পোলাটা গুনি মানুষ ছিল তাই তার মৃত্যূতে আমি কষ্টই পেয়েছি।
১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: মন্তব্যগুলোও আপনার কৌতুকের চেয়ে কম আনন্দদায়ক নয়। আপনারা পারেনও ভাই।
ধন্যবাদ।
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১২
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমি ভাবতাছি লেখা-পড়া বাদ দিয়া অহন থাইকা বাংলাদেশে ডুরিয়ান সাপ্লাইয়ের জন্য একটা লাইসেন্স সংগ্রহের চেষ্টায় লাইগা যামু কি না
১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫
তিক্তভাষী বলেছেন: লাগসই কৌতুক!
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২১
মিত্রাক্ষর বলেছেন: ডুরিন
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনি কি অন্য কিছু দিবার চান নাকি
১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
সিয়ন খান বলেছেন: ‘তাঁকে পদক দেওয়ার ক্ষেত্রে এ ঘটনাও বিবেচনায় আনা হয়েছে।’"
হাইরে আমাদের সররাস্ত মন্ত্রী
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ম খা রে নীচেরটা দেবার সময়ও তা বিবেচনা করে হপে
১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২
ফরিদ হাসান বলেছেন: অসাধারণ একটি সংগ্রহশালা (না দেখলে মিস করবেন)
সম্প্রতি প্রথম আলো পত্রিকায় দেশে ও দেশের বাইরে বাংলাদেশের মুখ উজ্জ্বলকারী ব্যক্তিদের নিয়ে নিয়মিত ”আমিই বাংলাদেশ” নামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করছে। যা কিনা ইতিমধ্যে পাঠকমহলে বেশ উৎসাহ সৃষ্টি করেছে। সেই প্রেরণায় আমরা এযাবত যতগুলো প্রতিবেদন প্রকাশিত হয়েছে সবগুলো প্রতিবেদন একসাথে জড়ো করে চলেছি। প্রতিদিনই পেজটি আপডেট করা হয়। অনবদ্য এই সংগ্রহশালাটি দেখতে এখানে ক্লিক করুন
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাই আপনার উদ্যোগটা খুবই প্রশংসনীয় কিন্তু এই পোষ্টের মন্তব্য হিসাবে প্রাসংঙ্গিক কি ??
১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
পথহারা সৈকত বলেছেন: লেখক বলেছেন: বার্তমান বিরোধীদল এই মরিচের গুড়া খাবে আগামী এক বছর আল্লা না করুন যদি আগামীবার বিএনপি ক্ষমতায় আসে তবে ৫ বছর কেমনে সয্য করবে এই মরিচের গুড়া সেটা ভবলে নিজের চোখে পানি এসে যায় লেখক বলেছেন: বার্তমান বিরোধীদল এই মরিচের গুড়া খাবে আগামী এক বছর আল্লা না করুন যদি আগামীবার বিএনপি ক্ষমতায় আসে তবে ৫ বছর কেমনে সয্য করবে এই মরিচের গুড়া সেটা ভবলে নিজের চোখে পানি এসে যায় লেখক বলেছেন: বার্তমান বিরোধীদল এই মরিচের গুড়া খাবে আগামী এক বছর আল্লা না করুন যদি আগামীবার বিএনপি ক্ষমতায় আসে তবে ৫ বছর কেমনে সয্য করবে এই মরিচের গুড়া সেটা ভবলে নিজের চোখে পানি এসে যায় লেখক বলেছেন: বার্তমান বিরোধীদল এই মরিচের গুড়া খাবে আগামী এক বছর আল্লা না করুন যদি আগামীবার বিএনপি ক্ষমতায় আসে তবে ৫ বছর কেমনে সয্য করবে এই মরিচের গুড়া সেটা ভবলে নিজের চোখে পানি এসে যায় লেখক বলেছেন: বার্তমান বিরোধীদল এই মরিচের গুড়া খাবে আগামী এক বছর আল্লা না করুন যদি আগামীবার বিএনপি ক্ষমতায় আসে তবে ৫ বছর কেমনে সয্য করবে এই মরিচের গুড়া সেটা ভবলে নিজের চোখে পানি এসে যায় লেখক বলেছেন: বার্তমান বিরোধীদল এই মরিচের গুড়া খাবে আগামী এক বছর আল্লা না করুন যদি আগামীবার বিএনপি ক্ষমতায় আসে তবে ৫ বছর কেমনে সয্য করবে এই মরিচের গুড়া সেটা ভবলে নিজের চোখে পানি এসে যায় লেখক বলেছেন: বার্তমান বিরোধীদল এই মরিচের গুড়া খাবে আগামী এক বছর আল্লা না করুন যদি আগামীবার বিএনপি ক্ষমতায় আসে তবে ৫ বছর কেমনে সয্য করবে এই মরিচের গুড়া সেটা ভবলে নিজের চোখে পানি এসে যায়
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাই জান মন্তব্যের ফ্লাডিং কেন
১৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
বইয়ের পোকা বলেছেন: হাসতে হাসতে শেষ হইয়া গেলাম
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন: হসতে থাকেন ডুরিয়ান লাগলে আওয়াজ দিয়েন
২০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
মাক্স বলেছেন:
২১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮
কামরুল হাসান শািহ বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৮
খেয়া ঘাট বলেছেন: LOL