নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

৩২ বছর পূর্বে করা জিয়ার সেই বিখ্যাত উক্তি

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬



আজ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন। জিয়া কেমন মানুষ ছিল সেটা নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই তবে তার একটা বিখ্যাত উক্তি "Money is not a problem" যা এত দিন শুনে এসেছিলাম সেটা যে তার মৃত্যুর ৩২ বছর পরে নিজের জীবনে সত্য হয়ে উঠবে কখনও সেটা ভাবিনি।



তার সেই উক্তির যথার্থতা প্রমাণ পেলাম বাংলাদেশের শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করার আমার উদ্যোগে সাড়া দিয়ে কানাডার কিচেনার-ওয়াটারলুর প্রবাসী বাংলাদেশীদের ১ সপ্তাহের মধ্যে ১ লাখ ৬০ হাজার টাকা (2000 ডলার) আমার হাতে তুলে দেওয়া।



জিয়ার সেই বিখ্যাত উক্তিটি আবারও প্রমাণ হলো যে উদ্দেশ্য যদি সৎ হয় তবে টাকার কোন সমস্যা হয় না সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য।



"বাবা গো শীতে কাহিল হইয়া গেছি,

সামনের শীত পর্যন্ত মনে হয় আর বাঁচমু না"



উপরোক্ত মন্তব্যটি করেছেন এবারের রেকর্ড ভাঙ্গা শীতের প্রকোপে আক্রান্ত বরিশালের 70 বছর বয়সী নোয়াব আলী। নবাব আলী যেন শীতের প্রকোপে কাহিল লাখ-লাখ বাংলাদেশি বৃদ্ধ-বৃদ্ধার মনের কথাটিই বলেছেন অবচেতন মনে। এই রকম কিছু দারিদ্র শীর্তাত মানুকেই বাঁচাতে এগিয়ে এসেছে ফারুক-হালিমা ফাউন্ডেশন ও কানাডার কিচেনার ও ওয়াটারলুর প্রবাসী বাংলাদেশিরা।





উপরোক্ত দুটি প্রতিষ্ঠানের সহযোগিতায় গত ১৩ই জানুয়ারি ২০১৩, নীলফামারী জেলার গোড়-গ্রাম ইউনিয়নের দারিদ্র মানুষদের মাঝে ২৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে।





আজকে নতুন করে ৩৫০ টি কম্বল কেনা হয়েছে। আগামী ২ দিনের মধ্যে কুড়িগ্রাম জেলার চিলমারীতে ১০০ টি, পন্চগড় জেলার দেবিগন্জে ১১০ টি ও দিনাজপুর জেলার খানসামা উপজেলায় ১৪০ টি কম্বল বিতরন করা হবে।







যে বয়স গ্রুপের মানুষদের মাঝে আমরা কম্বল বিতরণ করেছি (মূলত বিধবা, স্বামী পরিত্যক্তা, ছেলে-মেয়ে যত্ন নেয় না, ভিক্ষুক, শারীরিক ভাবে অকর্মণ্য অথবা বয়সের ভারে নূয্য)







আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই কানাডার কিচেনার ও ওয়াটারলুর প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য স্থানের বাংলাদেশী ভাই-বোনদের যারা আমার উদ্যোগের উপর অস্হা স্থাপন করে এগিয়ে এসেছেন অসহায় বাংলাদেশি মানুষদের সাহায্যার্থে।



মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

তোমোদাচি বলেছেন: অভিনন্দন আপনাদের !

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রশংসার জন্য।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: "Money is not a problem"

অভিনন্দন আপনাদের !

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: হ্যা আমি প্রায়াত প্রেসিডেন্টের সেই বিখ্যাত উক্তিটির যথার্থতা আর একবার প্রামন করলাম কজের মাধ্যমে।

আপনাকেও ধন্যবাদ।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

শিপন মোল্লা বলেছেন: চমৎকার সমাজসেবা মূলক পোস্ট।আসলেই তাই বাংলার ছেলে মেয়েরা যদি জিয়াকে তাদের আইডল ভাবে তাহলে দেশ থেকে সব রকমের সমস্যা দুর হয়ে যাবে।

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: স্কুল জীবনে ভাবসম্প্রসারন পড়েছিলাম "ইচ্ছে থাকলে উপায় হয়"

তাই আমি মনে করি যে সেবার করার জন্য সর্বাগ্রে প্রয়োজন একজনের ইচ্ছা।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
চমৎকার B-) অভিনন্দন।

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ প্রশংসার জন্য।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

জেনারেশন সুপারস্টার বলেছেন: জিয়া চতুর রাজনীতিবিদ ছিলেন কথাসত্য।তবে এরশাদ তারচেয়েও বেশী স্মার্ট ছিলেন সেই সময়ে।একজন জিয়ার সমগ্রবাণীসমূহের সংকলন করে তার অনুসারীদের ধরে ধরে পড়ানো উচিৎ নাইলে তার উদ্ভূত জাতীয়তাবাদ দিনকে দিন হাস্যরসে পরিণত হবে আর তা দেশের শান্তিবিনষ্ট করবে।

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনি একটা কাজের কথা বলেছেন।

আপনাকে অনেক ধন্যবাদ।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

মামুন,চৌ:হাট বলেছেন: সব কাজ যেন সরকারের। আমরা নিজের অবস্থান থেকে সামান্য কিছু কাজ করলেও তা অনেক বড় আকারে দেখা ‍দিবে। আপনাকে অনেক ধন্যবাদ।

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ একটি গঠনমূলক মন্তব্য করবার জন্য।

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২

কামরুজ্জামান খান বলেছেন: আপনাদের অভিনন্দন :) :) :)

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

আল ইফরান বলেছেন: শহীদ জিয়ার আদর্শ আমাদের সবসময় অনুপ্রাণিত করুক আপনার মত গঠনমুলক ও জনহিতৈষি কাজে নিজেদের উৎসর্গ করতে।
আজকে জিয়া বেচে থাকলে যা করতেন, সেই কাজগুলো আমাদেরই করতে হবে প্রকৃ্ত জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে।

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: অনেক কষ্ট পাই যখন দেখি জিয়ার মত মানুষের হাতে গড়া দলটির লোকরা ঘুষ-দূর্নিতীতে জড়িত হয়। যে মানুষটি প্রেসিডেন্ট হিসাবে মৃত্যূর পরের তার ঘরে পাওয়া গিয়েছিল ভাঙ্গা সুটকেস।

একটা মানুষ কি রকমের সৎ হলে যেটা সম্ভব।

৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

সিয়ন খান বলেছেন: অভিনন্দন এই মহৎ উদ্যোগের জন্য

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ আমাকে উৎসাহ দেবার জন্য।

১০| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: অভিনন্দন ভাই।। আমাদের আমেরিকা প্রবাসীদের মাঝে ঐক্য থাকলে এরকম কিছু করা সম্ভব হত।। :( এনিওয়ে আমার মনে হয়, পরবর্তীতে এ ধরণের কোন প্রোগ্রাম হাতে নিলে অনলাইনে বিশেষ করে ব্লগেও একটু প্রচারণা চালাবেন।। তাতে আরো অনেকের পক্ষে সম্ভব হবে এই ধরণের ভাল কাজে শরীক হওয়া।। আর আপনার সাথে এক মাস আগে কিছুটা পরিচিত হয়েছিলাম " অপ্রতিরোধ্য অভিযাত্রী তারেক" নামের আইডি থেকে।। কিছুদিন আগে সেটা ব্যানড হয়ে যায়।। সেই আইডির নতুন রূপ এটা।।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ জনাব তারেক। আমার নিজেরও ইচ্ছে প্রবাসী ব্লগারদের উদ্যোগে একই রকম আয়োজন করি কিন্তু আমি ব্লগে সিন্ডিকেট গ্রুপ বা ব্লগ কতৃপক্ষের পছন্দের গ্রুপের মানুষদের মাঝে পড়িনা। তাই আমি উদ্যোগ নিলেও সেটা সফল না হবার চান্স অনকে বেশি।

তবে আমি আমার ব্যাক্তিগত প্রচেষ্টা বজায় রাখব। আর্থিক ভাবে না হলেও মানসিক ভাবে সাথে থাকিয়েন এটাই হবে আমার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরনা।

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫২

খেয়া ঘাট বলেছেন: সুদৃড় ইচ্ছাশক্তির কাছে কোনো কিছুই অসম্ভব না।
আপনার এ মহতি উদ্দ্যোগকে অভিবাদন।

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ উৎসাহ দেবার জন্য।

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

একজন ঘূণপোকা বলেছেন: +++++

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২

মাহির কাবির বলেছেন: valo laglo......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.