নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
পৃথিবীটা বড়ই বিচিত্র জায়গা। পৃথিবীর একপ্রান্তে যখন কোটি-কোটি মানুষ প্রটিনের অভাবে অপুষ্টিতে ভুগতেছে সেখানে অস্ট্রেলিয়া সরকার ১৯ মিলিয়ন ডলার বরাদ্দ করেছেন সেই দেশর প্রায় ১২ লাখ বন্য উট এর ৩ ভাগের এক ভাগ অর্থাৎ ৪ লাখ গুলি করে মারার জন্য। হায় বিধাতা তোমার মহিমা বুঝা আসলেই বড় দায়: যাদের সম্পদ দিয়েছ তাদের মানবতা দেওনি আর যাদের মানবতা দিয়েছ তাদের সম্পদ দাওনি।
আপনাদেরকে অনুরোধ করব আল জাজিরা টেলিভিশনের নিম্নোক্ত ভিডিও ডকুমেন্টারিটি দেখবার জন্য
Click This Link
০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমিও তো সেটাই বলি বাবারা একবার শুধু বলে দেখ আমাদের দেশ থেকে এগুলা নিয়া যা। কেমনে ১ মাসে ৪ লাখরে সেখান থেকে ভেনিস করে দেই চাইয়া চাইয়া দেখবা।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৩
চাঁপাডাঙার চান্দু বলেছেন: সত্যি কইছেন ভাই
০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: মাঝে মাঝে মনে হয় সৃষ্টকর্তাও নিরপেক্ষ না। নাহলে যাদের সম্পদ দিয়েছ তাদের মানবতা দিলা না কেন আর যাদের মানবতা দিয়েছ তাদের সম্পদ দাওনি কেন???
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২২
পরিবেশ বন্ধু বলেছেন: দৃষ্টি
লেখক বলেছেন: নবীজীর বেলাদত শরিফ ১২ই রবিউল আওয়াল উদযাপন
ঈদে মিলাদুন্নবি সা যথা যুগ্য মর্যাদায় উদযাপন ও আনন্দ প্রকাশ
ইমানদার মুমিন গনের জন্য অসংখ্য রহমত ও সৃষ্টির সর্বশ্রেষ্ঠ এবাদত ।
তার জুতা মোবারকের ছোঁয়ায় আল্লাহর আরশ মহল্লা সম্মানিত
তিনি যে আমাদের জন্য দুনিয়ায় রহমত স্বরূপ প্রেরন হইয়াছেন
তার জন্য আনন্দ ও খুশি প্রকাশ করা সর্ব শ্রেষ্ঠ নেয়ামত । বিখ্যাত
সাহাবা কেরাম গন তাবেয়িন তাবে তাবেয়িন গন এবং অলি আউলিয়া পির মাশায়েখ কামেল আলেম গন দিনটি মর্যাদার সহিত উদযাপন করতেন ।
আমরা রহমত হইতে বঞ্ছিত হইব কেন ?
রিবেশ বন্ধু বলেছেন: ফরজের চাইতেও বেশি বললে ভুল হবেনা
আল্লাহ যার নামের সাথে নাম মিশিয়ে দিয়েছেন এবং যার খাতিরে সৃষ্টি
সমুদয় পয়দা করেছেন , হেদায়েতের ভার দিয়েছেন , শাফায়াতের কাণ্ডারি বানিয়েছেন এবং সদা সর্বদা দরুদ ছালাম ভেজে থাকেন
অসংখ্য ফেরেস্তা গনকে নিয়ে সেই দয়াল নবীজীর প্রতি বেলাদত ও
তাজিম ঈমানের শক্ত আকিদা
ঈদে আজম ঈদে মিলাদুন্নবি সব ঈদের সেরা
তার রহমত আদায় কর পড় দরুদ জানাও ছালাম মদিনা মনোয়ারা ।
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫
মনে নাই বলেছেন: হয়ত সম্পদ বাড়ার সাথে সাথে মানবতাবোধ কিছুটা কমে যায়।
সম্পদ না থাকলে মানবতার অনেক বড় বড় বুলি কপচানো যায়, এটা দেখেও অনেক সময় মনে হতে পারে এই গ্রুপটার মানবতাবোধ বেশী!!!!
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
রিওমারে বলেছেন: বাংলাদেশ সরকার এগুলো এনে গরিবদের মাঝে বিতরন করতে পারত,
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭
ভিটামিন সি বলেছেন: গুলি কইরা না মাইরা কিছু বাংলাদেশী বা আফ্রিকান ৩ মাসের জন্য ইমপোর্ট কর, ৩ মাস পরে দেখবা খালি উটের হাড় পইরা আছে। উট নাই। উট দেখতে চিড়িয়াখানায় যাইতে হইব।