নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
******************
বিষয়: পড়া-লেখা
******************
==========
শৈশব কাল:
==========
শৈশব কালে নতুন বছরের প্রথম দিনে অন্যান্য দিন গুলির চেয়ে কিছুটা পূর্বে ঘুম থেকে উঠে বই নিয়ে বসতাম। সেই সাথে দারুণ রকমের একটা পড়া-লেখা দিতাম যাতে করে সারাবছর একই ভাবে পড়া-লেখা করতে পারি ।
যৌবন বয়সে নতুন বছরের প্রথম দিনে ভুল করেও মনে হয় কেউ বইয়ের ধারের কাছেও ভিড়ে না
**********************
বিষয়: ঘুম থেকে উঠা
**********************
==========
শৈশব কাল:
==========
শৈশব কালে বছরের প্রথম দিনটিতে ঘুম থেকে উঠতে হত অন্যান্য দিন গুলির চেয়ে কিছুটা পূর্বে। মা-বাবা বলত আজ যদি বেশি করে ঘুমাস তবে সারা বছরটি ঘুমিয়ে ঘুমিয়েই কাটাবি। অগত্য কি আর করা মা-বাবার বেতের বাড়ি পিঠে পড়ার ভয়ে উঠতে হত সূর্য উঠার অনেক পূর্বে। কাজী নজরুলের "আমি হব সকাল বেলার পাখি" কবিতার মত
"আমি হব সকাল বেলার পাখি
সবার আগে কুসুম বাগে
উঠব আমি ডাকি।
"সুয্যি মামা জাগার আগে
উঠব আমি জেগে,
'হয়নি সকাল, ঘুমোও এখন',
মা বলবেন রেগে।
বলব আমি- 'আলসে মেয়ে
ঘুমিয়ে তুমি থাক,
হয়নি সকাল, তাই বলে কি
সকাল হবে নাক'?
আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে ?
তোমার ছেলে উঠবে মা গো
রাত পোহাবে তবে।
===============
যৌবন কাল :
===============
যৌবন বয়সে সারা রাত বন্ধু-বান্ধবদের সাথে হৈ হুল্লা করে নেচে-গেয়ে ক্লান্ত হয়ে নতুন বছরের প্রথম দিনের দুপুর পর্যন্ত ঘুমিয়ে কাটিয়ে দেওয়াটাই হলো স্বাভাবিক আর সেটার ব্যতিক্রম হলে তা হবে অস্বাভাবিক ।
*******************
টাকা-পয়সা
*******************
===========
শৈশব কাল :
===========
বাবার পকেট থেকে ১ টাকা ২ টাকা মেরে সেখান থেকে চার আনা দিয়ে ১ টা চকলেট/আইস-ক্রিম/চাটনি কিনে বার-আনা পকেটে পুরে মনের আনন্দে বাসায় ফিরে সেটা মাটির ব্যন্কে সঞ্চয়ের করতাম। মনের মধ্যে সবসময় চিন্তা থাকে যে আজ যদি বেশি বেশি খরচ করি তাহলে সারা বছরই বেশি খরচ হবে। সুতরাং সাধু সাবধান।
===========
যৌবন কাল
===========
২/৩ মাস পূর্বে থেকে টাকা-পয়সা জোগাড় করতে থাকি সেই সাথে পরিকল্পনা প্রেমিকা বা বন্ধু-বান্ধবকে নিয়ে কোথায় বেড়াতে যাব। কোন ব্রান্ডের মোবাইল, DSLR ক্যামেরা, গাড়ি কিনব। বছরের প্রথম দিনটিতে সঞ্চয়ে তো দূরের কথা প্রায় সময়ই ব্যান্কের সঞ্চয় কার্ডের Overdraft Limit এ হাত দিতে হয় না হয় Credit Card থেকে ঋন নিয়ে খরচ করতে হয়।
*****************************
ভালবাসা
*****************************
==============
শৈশব কাল:
==============
শৈশব কালে বছরের প্রথম দিনটিতে মা বাড়ীর সবচেয়ে বড় মুরগাটি জবাই করে পোলাও-মাংস রান্নাকরে বসে থাকত কখন তার ভালবাসার মানুষটি স্কুল থেকে বাসায় ফিরবে। মা নিজের হাতে খাওয়ত তার প্রানের চেয়ে প্রিয় মানুষটিকে।
==============
যৌবন কাল:
==============
যৌবন কালে বছরের প্রথম দিনটিতে প্রেমিকা বসে থাকে পিৎজা হাটে বা KFC বসে থাকে প্রেমিক পুরুষটি কখন কুরবানির গরুর মত মোটা-তাকা একটা ম্যানিব্যাগ নিয়ে সেখানে প্রবেশ করবে (আপুমণিরা মাইন্ড খাইয়েন না)।
মায়ের হাতের পরিবর্তে এখন প্রেমিকাটি নিজের প্লেটে থাকা চিকেনের কথা ভুইলা গিয়া ২/১ টা ফ্রেন্চ ফ্রাই মুখে তুলে দেয় । খাওয়া-দাওয়া শেষে বিল খানা যখন হাতে আসিল প্রেমিক পুরুষটির ততখনে ............
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:০৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: এখনও তো বুড়া হইনাই তাই নিজের অবিজ্ঞতার আলোকে সেটা লিখতে পারলাম না :-< :-< :-< আর একটা কারনে লিখিনাই কারন আমি জানি যে স্বার্ণা বুইড়া কালটা লিখব
২| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৩
সবুজ মহান বলেছেন: ভাইজান আমারে এখনো পড়ালেখাই করতে হয় , এইতো কয়েক ঘণ্টা পর পরীক্ষা দিতে যাব।
গত বছরও সেইম কাহিনী , এর আগের বছরও ,,,,,,,এর আগেও ..........!
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনি তাহলে এখনও নাবালকই আছেন
৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯
সিয়ন খান বলেছেন: এটাই মনে হয় জীবনের নিয়ম।
ভাল লাগলো।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: তা বৈ কি। এটাই জীবনের নিয়ম। আপনাকে ধন্যবাদ ভাললাগার জন্য।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৫
বাংলার হাসান বলেছেন: ভাই বিয়ের পরের কথা বাদ দিলেন ক্যান ?
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন: এই নেন দিলাম
এইবার খুশিতো
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:০১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বুড়া কাল কই?