নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরজা খোলা আছে, চলে আসুন

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

লাল দরজা

"ও আমার উড়াল পঙ্খিরে, যা যা রে উড়াল দিয়া যা..." পাগলা কিছিমের মানুষ কোন ইষ্টিশন নাই, গাইল জানি কিন্তু গাইল পাড়ি না। দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

লাল দরজা › বিস্তারিত পোস্টঃ

ফেস্টিভাল দ্যেজ ফিষ্মস্ দু্য মন্দ, মরিয়াল ২০১৩

২২ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৫

আজ থেকে কানাডার মন্ট্রিয়ল শহরে শুরু হচ্ছে ৩৭তম মন্ট্রিয়ল বিশ্ব চলচ্চিত্র উৎসব



আজ থেকে কানাডার মন্ট্রিয়ল শহরে শুরু হচ্ছে ৩৭তম মন্ট্রিয়ল বিশ্ব চলচ্চিত্র উৎসব (THE WORLD FILM FESTIVAL MONTREAL 2013)। বিশ্বের আশিটি'র ও বেশী দেশের ২১৮টি পূর্ণ দৈর্ঘের ১৪টি মাঝারি দৈর্ঘের ও ২০০টি স্বল্প দৈর্ঘের মিলিয়ে সর্বমোট ৪৩২ টি চলচ্চিত্র নিয়ে কানাডার সাংস্কৃতিক রাজধানী মন্ট্রিয়লে আজ ২২ আগষ্ট থেকে শুরু হচ্ছে ১২ দিন ব্যাপী উত্তর আমেরিকার বনেদি চলচ্চিত্র উৎসবের মধ্যে অন্যতম মন্ট্রিয়ল বিশ্ব চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবের স্লোগান হচ্ছে, দি ওয়ার্ল্ড ইজ ইয়োর্স।



সর্বমোট ২৭৩ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে মন্ট্রিয়ল বিশ্ব চলচ্চিত্র উৎসবের ৩৭ তম এই আসরে। উল্লেখ্য এবছর থেকে এই উৎসবটি সম্পূর্নরূপে ডিজিটাল রূপ ধারন করল। উদ্দোক্তারা জানাচ্ছেন এখন থেকে ৩৫ মিলিমিটারের ফরমেটটি এন্টিক দোকানে স্থান পাবে। তাঁরা ছবি নির্বাচন পদ্ধতিটিই সম্পূর্ন ভাবে পাল্টে ফেলেছেন। এ বছর উৎসবের ছবি নির্বাচনের জন্য কোন ৩৫ মিলিমিটারের প্রিন্ট জমা পড়ে নাই তার বদলে উৎসব কতৃপক্ষ পেয়েছেন অনেক অনেক ছবির ওয়েব লিংন্ক। এবং এ পদ্ধতিতে ছবি প্রিভিউ করতে তাঁদের মোটেও কোন ঝামেলা পোহাতে হয় নাই।



এবছরের উৎসবে বাংলাদেশী কোন ছবি দেখা না গেলেও ফোকাস অন ওয়ার্ল্ড সিনেমা বিভাগে উৎসবে প্রদর্শিত হচ্ছে বেদাব্রত পাইন পরিচালিত ভারতীয় ছায়াছবি চিটাগাং। (Click This Link) কুইবেকের পরিচালক ম্যাথিউ রোয়া'র প্রথম চলচ্চিত্র ল'অঁত্র মেজন (এনাদার হাউজ) দিয়ে ২২শে অগাষ্ট সন্ধ্যে সন্ধ্যে সাড়ে সাতটায় ৩৭তম মন্ট্রিয়ল বিশ্ব চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে মন্ট্রিয়ল ডাউন টাওনের থিয়েটর মেজনেভ এ। অস্কার বিজয়ী চেক চিত্র পরিচালক জিরি মেঞ্জাল হচ্ছেন এবারের উৎসবের জুরী প্রধান। ২২শে অগাষ্ট শুরু হয়ে এ উৎসব চলবে সেপ্টেম্বর মাসের ২ তারিখ পর্য্যন্ত। উৎসবের বিস্তারিত জানতে ওয়েব ঠিকানা (http://www.ffm-montreal.org/)



- সাইফুল ওয়াদুদ হেলাল

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৫১

খেয়া ঘাট বলেছেন: গতরাতেই চিটাগং ছবিটি দেখেছিলাম ইউটিউবে.........
খুশী হলাম ছবিটি প্রদর্শিত হবে জেনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.