![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
ভারত-বাংলাদেশে আলাদা দিনে বাংলা নববর্ষ কেন?
বাংলাদেশে পহেলা বৈশাখ আসে ইংরেজি মাসের ১৪ এপ্রিল। অন্যদিকে পশ্চিম বাংলায় ১৫ এপ্রিল উদযাপন করা হয় উৎসবটি। যদিও ১৯৫২ সন পর্যন্ত বাংলাদেশের মানুষ এবং পশ্চিম বাংলা সহ ভারতের আরও কয়েকটি রাজ্যে বর্ষবরণ করতেন ১৫ এপ্রিল।
মূলত চন্দ্র সন হিজরিকে সৌর গণনা হিসেবে এনে মুঘল সম্রাট আকবরের আমলে বাংলা সনের উদ্ভব ঘটে। তবে সন গণনার দিন থেকে ইংরেজি ক্যালেন্ডারের সঙ্গে বিভিন্ন অমিল দেখা দেয়। এ কারণে ১৯৫২ সালে জ্যোতিপদার্থবিদ ড. মেঘনাদ সাহা ভারতে প্রচলিত প্রাচীন বর্ষপঞ্জির বিজ্ঞানভিত্তিক সংস্কার করেন। এর মাধ্যমে ইংরেজি তারিখ ১৪ এপ্রিল বাংলা বৈশাখ মাসের প্রথম দিন নির্ধারিত হয়।
ড. মেঘনাদ সাহার এই পঞ্জিকা সংস্কারকে সমর্থন করেন ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ। কিন্তু দীর্ঘদিন ওই বর্ষপঞ্জিকা দুই বাংলার কোনোটিতেই কার্যকর হয়নি। পরবর্তী সময়ে ১৯৮৭ সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি হু. মু. এরশাদ সংস্কার করা সেই বিজ্ঞানভিত্তিক পঞ্জিকাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন। ফলে পহেলা বৈশাখ ১৪ এপ্রিল নির্ধারিত হয়। সেই থেকে পহেলা বৈশাখ উদযাপন করা হয় ১৪ এপ্রিল। কিন্তু পশ্চিম বাংলার সনাতনপন্থীরা মেঘনাদ সাহার সংস্কার করা ওই প্রস্তাব মেনে নেননি। তারা আগের পঞ্জিকাকেই বহাল রাখেন। এজন্যই বাংলাদেশে ১৪ এপ্রিল আর পশ্চিমবঙ্গে ১৫ এপ্রিল পহেলা বৈশাখ।
অর্থাৎ, প্রাচীন ঐতিহ্যকে সম্মান জানিয়ে ও নতুন সংস্কারকে গ্রহণ না করে পশ্চিমবঙ্গসহ ভারতের কয়েকটি রাজ্যে এখনও ১৫ এপ্রিল নববর্ষ উদযাপন করা হয়।
(২০১৯ সালে ব্লগের লেখা পোস্ট)
ছবিঃ সংগৃহিত।
১৪ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:০৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
২| ১৪ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:৩১
কামাল১৮ বলেছেন: ভারত পাকিস্তানের এক দিন পর স্বাধীন হয়ে ছিলো।
১৫ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:০৪
জুল ভার্ন বলেছেন: সেটা ভিন্ন বিষয়, যার সাথে পহেলা বৈশাখের কোনো যোগসূত্র নাই।
৩| ১৫ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৩৭
কামাল১৮ বলেছেন: যোগসূত্র নাই সেটাতো আপনি বলেই দিয়েছেন।নতুন করে আর কি বলবো।
১৫ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:৩৬
জুল ভার্ন বলেছেন:
৪| ১৫ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: এক হিন্দু মহিলা আমাকে আজ শুভ নববর্ষ জানালে আমি বলি সেটা তো গতকাল চলে গেছে। তখন সে বলে গতকাল তো এরশাদের নববর্ষ ছিলো।
১৬ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:১০
জুল ভার্ন বলেছেন: যার যেমন বুঝ!
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫৩
Winly বলেছেন: এ বিষয় কখনও লক্ষ্য করি নি, আপনার লেখায় আজ জানলাম। ধন্যবাদ।