নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

মুসলিম বিহীন বিশ্ব গড়ার চেষ্টা বিশ্ব জনসংখ্যা অনেক কমিয়ে দিবে

২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:৫০



নেতানিয়াহু বলেছে তাদের সাথে অনেক শক্তিশালী রাষ্ট্র আছে। সে মুসলিম বিশ্বকে বড় রকমের হুমকি দিয়েছে। সে গণহত্যা চালাচ্ছে। আত্মরক্ষায় মরিয়া মুসলিমরাও গণহত্যা চালাবে। তখন আর সভ্যতার বাণীতে কাজ হবে না। তখন অসভ্যতার বদলে অসভ্যতা চলবে। ইসরাইল ও তার বন্ধুরা অসভ্যতাই কামনা করছে বলে মনে হয়। ভারতে এর কিছু আলামত দেখা যাচ্ছে। মুসলিমরা এককালে দূর্বল থাকে, তারপর তারা সবল হয় এমন দেখা গেছে। তাদেরকে অংকুরে বিনাশের একটা প্রচেষ্টা হয়েছিলো। তারপর তারা একটা বড় সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত টিকে ছিল। এখন তারা বিশ্ববিস্তৃত। এখন তাদেরকে বিনাশের চেষ্টা মানে তাদের বিশ্ব জয়। তারপর তারা গণহত্যা চালানো মানে বিশ্বে তারা ছাড়া আর কেউ থাকবে না। সুতরাং টিকে থাকার জন্য অমুসলিমদেরকে মুসলিম বিনাশের প্রচেষ্টা বাদ দিতে হবে।

দেড় হাজার বছরের ইতিহাস বলছে মুমসলিমরা লড়াই থেকে ফিরে আসে না। কারণ তারা বিশ্বাস করে তারা শহীদ হয়ে জান্নাতে চলে যায়। কোন কাজে লেগে থাকলে সাফল্য আসে। সেজন্যই আত্মরক্ষার সংগ্রামে তাদের বিজয় আসবেই- ইনশাআল্লাহ। আফগান যুদ্ধ থেকে অমুসলিমরা শিক্ষা নিতে পারে। ফিলিস্তিনীরাও লড়াই চালিয়ে যাচ্ছে। চারভাগের তিনভাগ যখন চারভাগের একভাগের বিনাশে নামবে তখন চারভাগের একভাগ জয়ী হলে জনসংখ্যা আটভাগের একভাগ থাকবে। তাহলে বিশ্ব জনসংখ্যা কি হারে কমবে? মোহাম্মদ (সা.) এর কথা থেকে এ হিসাব বুঝা যায়।

মোহাম্মাদ (সা.) এর কথা অমুসলিমরা বিশ্বাস করবে না। তারা মুসলিম বিনাশের চেষ্টা চালাবেই। তারা গণহত্যা ও মসজিদ ভাঙ্গার মাধ্যমে মুসলিমদেরকে লড়াইয়ে আমন্ত্রণ জানাচ্ছে। একটা ঝামেলার কথা হলো অনেক মুসলিম নাস্তিক মরবে মুসলিম নামের কারণে। পাল্টা-পাল্টি গণহত্যায় বিশ্বের আট ভাগের সাত ভাগ মানুষ মরে যাবে। তারপর বিশ্বে শুধু মুসলিম থাকবে। এটা যুদ্ধের কারণে হবে। বিশ্বের জনসংখ্যা বেশী পরিমাণে বেড়ে যাওয়ায় বেশী পরিমাণে জনসংখ্যা কমে বিশ্ব হালকা হবে। তারপর যারা থাকবে তাদের অভাব থাকবে না।

পরের কথা আগে অনুমাণে বলা যায়। অস্ত্র থাকলেই জয় আসে না। অস্ত্র বেদখল হয়ে শত্রুর হাতে চলে গেলে নিজের অস্ত্রে নিজেকেই মরতে হয়। অমুসলিমদের পক্ষ ত্যাগের কারণে তাদের অস্ত্রের দখল হারানোর কারণ হবে। এটা অতীতেও ঘটেছে। তাদের টিকে থাকার জন্য উত্তম পদ্ধতি মুসলিমদের সাথে সমঝোতা। এখনো সময় আছে। যুদ্ধ বেশী দূর গড়ালে সমঝোতার পথ থাকবে না। কিন্তু ব্যাপক জয়ে অমুসলিমরা যুদ্ধে উৎসাহী হচ্ছে। আর এভাবে তারা তাদের বিনাশের পথে এগিয়ে যাচ্ছে।

মন্তব্য ৩৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:১৩

অগ্নিবাবা বলেছেন: কহেনা ক্যা চাহতে হো? একেবারে দেওয়ালে মারলাম বোম? আন্দোলনের নামে দুই চাইরটা দোকান লুটপাট ছাড়া মুমিনরা কি আর করতে পারে? হেডাম থাকলে ইসরাইল যান, না পারলে আল্লারে রিকোয়েস্ট করে কিছু আলবাল পাখি পাঠান, তাহারা গিয়ে নেতান্নিয়াহুর মুখে হেগে দিয়ে আসুক। আর ভারতের মুসলিম টেররিষ্টদের রাম ডলা দিয়ে হিন্দু টেররিষ্টরা রেডি হয়ে আছে, বাঁচতে চাইলে খুচাখুচি বন্ধ করেন। এখন ডানপন্থীদের জামানা, সেকু মাকুরা আর হালে পানি পাবে না।

২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালো কথা বলছি। তাদের মনে না ধরলে আমার আর কিছু বলার নাই। তিন গোল খাওয়ার পরেও জিতার বহু রেকর্ড আছে। বাস্তবতা বুঝতে শিখুন। এই দিন দিন না আরো দিন আছে।

২| ২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:২০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



নেতানিয়াহু খারাপ কাজ করছেন। শিশুদের মেরে ভালো কাজ করছে না তার বাহিনী।

২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: নেতানিয়াহু ও তাদের বন্ধুদের খারাপ দিন অচিরেই আসবে।

৩| ২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




রানী এলিজাবেথ কোন ইস্রায়েলীকে তাঁর প্রাসাদে ঢুকতে দেন নাই। তিনি মনে কতেন, ইসরায়েলীরা সন্ত্রাসী।

২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইসরাইলীরা নিকৃষ্ট জাতি। তাদের কারণে তাদের বন্ধুরাও শেষ হবে।

৪| ২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:২০

কথামৃত বলেছেন: মারতে মারতে তারা নিজেরাই একদিন শেষ হয়ে যাবে

২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাদের অস্ত্র শেষ হলে তারা পিছু হটতে বাধ্য হবে।

৫| ২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:২৬

ধুলো মেঘ বলেছেন: ইহুদীরা নাকি বড় বড় আবিষ্কার করে নবেলের পর নোবেল পকেটে ঢুকিয়ে দুনিয়াটাকে অনেক এগিয়ে নিয়ে গেছে? কোন দুনিয়া? এই ভোগবাদী দুনিয়া? এই দুনিয়া লইয়া আমরা কি করিব? তাদের আবিষ্কৃত চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে আশি বছর বেঁচে লাভ কি যদি জীবনকে অর্থবহ করতে না পারি? তাদের তৈরি করা ফেসবুক ইউটিউব আমাদের কি এমন উপকার করেছে, যা দিয়ে আমরা আত্মতৃপ্তিতে ভুগতে পারি?

২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইহুদী এবং তাদের বন্ধুরা অসভ্য।

৬| ২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১০

যামিনী সুধা বলেছেন:



আপনার পোষ্টে আপনি যেই বিশ্বাস ও ধারণা তুলে ধরেছেন, মুসলিম এলাকাগুলোর বেশীরভাগ মানুষের ধারণা এই রকম হওয়ায়, ইয়েমেন, সিরিয়া, ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, লেবাননে "সরকারের বাহিরে" হেজবুল্লাহ, আলকায়েদা, তালেবান, ইসলামিক জ্বিহাদ, শিয়া মিলিশিয়া, বোকা হারাম, আইএস জন্ম নিয়ে, নিজেদের দেশ ধ্ংস করেছে।

আমাদের জাতিকে ধ্বংস করার জন্য জামাত-শিবির, এনসিপি কাজ করছে; এরা আপনার মতো ধারণা পোষণ করে।

২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার ধারণার লোক কারা? তারা কি করছে? তারা ইহুদী হয়ে থাকলে তারা অতিশয় অসভ্য।

৭| ২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১৪

যামিনী সুধা বলেছেন:




গতকাল পোপ ফ্রানসিসের মৃত্যু হয়েছে; তিনি বলেননি "খৃষ্টানেরা জয়ী হোক", তিনি চেয়েছেন বিশ্বের সবাই সুখী হোক। তিনি সকল প্রকার যুদ্ধের বিরোধীতা করেছেন।

আপনার মনোভাবটা ভুল শিক্ষার ফসল।

২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪১

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর ধর্মের আমেরিকাই নাকি আমাদের দেশে গন্ডগোল পাকিয়েছে বলে আপনি জোর গলায় বলছেন। তাহলে ফ্রানসিসের সুশিক্ষার ফসলটা আসলে কি?

৮| ২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




চৌধুরী ভাই, ক্লু ক্লাক্স ক্ল্যানের নাম শুনেছেন?

হোয়াইট সুপ্রিম্যাসি কোথা থেকে শুরু জানেন?

ব্ল্যাকদের কারা ক্রীতদাস বানিয়েছিল, তা একটু উপরের তেনাকে বুঝিয়ে দিন।

২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: তেনার কাজ বেহুদা ত্যানা প্যাঁচানো। তাঁকে ব্যান করতে করতে ব্লগ কর্তৃপক্ষ ক্লান্ত হয়ে পড়েছে। অবশ্য এতে তেনার কোন ক্লান্তি নাই।

৯| ২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




Ku Klux Klan দিয়ে একটু খুঁজে দেখুন, চৌধুরী ভাই।

২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: কু ক্লাক্স ক্লান : আমেরিকার সবচেয়ে ঘৃণ্য সন্ত্রাসী সংগঠন।

১০| ২২ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:০৬

যামিনী সুধা বলেছেন:




লেখক বলেছেন: তাঁর ধর্মের আমেরিকাই নাকি আমাদের দেশে গন্ডগোল পাকিয়েছে বলে আপনি জোর গলায় বলছেন। তাহলে ফ্রানসিসের সুশিক্ষার ফসলটা আসলে কি?

-আমেরিকা অনেকভাবে উনার কথা শুনছে, অনেক সময় শুনেনি; কিন্তু তাতে উনার জ্ঞানের অভাব ও চেষ্টার ত্রুটি ঘটেনি।

২২ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: গাছের পরিচয় ফলে। ফল ভালো না হলে গাছকে ভালো গাছ বলা বেকুবী।

১১| ২২ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:০৮

যামিনী সুধা বলেছেন:



আপনাকে যখন ব্যান করেছিলো, সামু অন্যায়ভাবেই তা করেছিলো। আমাকেও অন্যায়ভাবে ব্যান করছে বারবার।

২২ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: সামু আমাকে ব্যান করেনি। পাস ওয়ার্ড সমস্যায় আমি আগের আইডি ব্যবহার করতে পারছি না। আমার এ আইডি একাধারে প্রায় চার বছর চলছে। সামু এর নীতিমালা অনুযায়ী চলে। আপনি নীতিমালার বাইরের কাজ করে ব্যানের মধ্যে পড়েন। নীতিমালা মেনে চলাকে অন্যায় বলা যায় না।

১২| ২২ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:০৯

যামিনী সুধা বলেছেন:



আপনার পুরো শিক্ষাটা ছিলো ভুল; কোরিয়ানরা আপনার জগতে সামান্য আলো জ্বেলেছে মাত্র।

২২ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি কোনটাকে ভুল বা কোনটাকে শুদ্ধ বলবেন সেটা আপনার বিষয়। কিন্তু কিছু ব্লগার আপনার তীব্র বিরোধী। তারমানে কিছু লোক আপনাকে সমর্থন করলেও সব লোক আপনাকে সমর্থন করেন না। আপনার সমর্তক সংখ্যা থেকে আপনার বিরোধী সংখ্যা বেশী।

১৩| ২২ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:১৪

জুল ভার্ন বলেছেন: আন্তর্জাতিক ভাবে জাতিগত নিধন!

২৩ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: মুসলিমদের সাথে অন্য অনেকের আচরন অতিসয় নিম্নমানের।

১৪| ২৩ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: আমি কোনো মন্তব্য করবো না।
আমার মন্তব্য আপনি সহ্য করতে পারবেন না।

চাচাজ্বী আসসালামু আলাইকুম।

২৩ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: সহ্য করতে না পারলে মুছে দেব।

১৫| ২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ৩:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



এখানে প্রচুর্ পরিমাণে বাচ্চা হলে সরকার সুবিধা দেয়।
এশিয়ান-আফ্রিকান মুসলমান মাইগ্রান্টরা এ সুবিধা নিচ্ছে।

২৮ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: কোনখানে প্রচুর্ পরিমাণে বাচ্চা হলে সরকার সুবিধা দেয়?

১৬| ২৭ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


মুসলিমরা বেশী বেশী বাচ্চা পয়দাতে বিশ্বাসী।
এতে করে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে।

২৮ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:২২

মহাজাগতিক চিন্তা বলেছেন: অন্য ধর্ম ও মতের লোকদেরও বেশী বেশী বাচ্চার রেকর্ড আছে।

১৭| ৩০ শে এপ্রিল, ২০২৫ ভোর ৫:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমি এক বছর ধরে যুক্তরাজ্যে আছি।
মানুষকে বোঝার চেষ্টা করছি।
এশিয়ার ও আফ্রিকানরা স্কোর কম পায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.