নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

এনসিপিনামা - যে যায় লংকায় সেই হয় রাবণ ?

২২ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৩১


জুলাই অভ্যুত্থানের পর দেশে অসংখ্য রাজনৈতিক দল আত্নপ্রকাশ করেছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) কে নিয়ে। জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিয়ে এই দল গঠিত হয়েছে। প্রচলিত রাজনৈতিক দল আম্লিক-বিএনপির প্রতি মানুষের আস্থা অতীতের যে কোন সময়ের তুলনায় কম। অন্যদিকে এনসিপির প্রতি দেশের মানুষের প্রত্যাশা অনেক। বাংলাদেশে যে লুটপাটের রাজনীতি চলছে এনসিপির মাধ্যমে তা হয়তো অবসান ঘটবে। মানুষ অধীর আগ্রহ নিয়ে বসে আছে তরুণদের রাজনৈতিক দলের উপর যে তারা দেশকে নতুন পথের দিশা দেখাবে। কিন্তু ভুল রাজনীতির জন্য তা আজ ভেস্তে যেতে বসেছে।

যখন উপদেষ্টা পরিষদ ঘটন করা হয়েছিলো তখন থেকে ভুলের শুরু । একাধিক ছাত্রদের উপদেষ্টা বানিয়ে ছাত্রদের আন্দোলন কে কলুষিত করার মেটিকুলাস ডিজাইন তৈয়ার করা হয়েছিলো। পাশাপাশি ছাত্রদের দিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ থেকে আমলাদের অপসারণ ও কোর্ট থেকে বিচারপতি অপসারণের মতো কাজ করানো হয়েছে। প্রশাসন রদবদলে একছত্র ক্ষমতা প্রদান করা হয়েছে ছাত্রদের। ডিসি নিয়োগ ও বদলির দায়িত্ব দেয়া হয়েছে ছাত্রদের। সংস্কার কমিশনের মধ্যে একজন ছাত্র প্রতিনিধি বাধ্যতামূলক করা হয়েছিলো। এভাবেই পুরো সিস্টেমের মধ্যে অবাধ বিচরণের সুযোগ পেয়ে ক্ষমতার অপব্যবহার শুরু করে তারা।

বাংলাদেশের আমলা ও ব্যবসায়ীরা নিজের স্বার্থ রক্ষার্থে যে কারো সাথে হাত মিলাতে পারে। তারা যখন দেখতে পেল ছাত্রদের হাতেই তাদের লাইফলাইন তখন তাদের অতীতের সেই ঘৃণিত কর্ম পুনরায় আরম্ভ করে। ছাত্রদের তারা এক্সট্রা ইনকামের সুযোগ করে দেয়। তদবীর বাণিজ্য, টেন্ডার বাণিজ্য থেকে ব্যবসায়ীদের থেকে অনৈতিক সুযোগ সব কিছুতেই ছাত্ররা জড়িয়ে পড়েছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে ছাত্রদের নবগঠিত রাজনৈতিক দল এনসিপির উপর। তাদের জনসমর্থন দিন দিন কমে যাচ্ছে। দল হিসাবে আগামী নির্বাচনের আগ পর্যন্ত টিকে থাকতে পারবে কিনা অনেকেই সন্দিহান।

এনসিপি ও বৈবিছার অনেক নেতাকর্মীর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। অন্যদিকে উপদেষ্টা মন্ডলীর অন্তত দুইজন এপিএসকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অব্যহতি দেয়া হয়েছে। তার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের এপিএস জুলাই অভ্যুত্থানের অগ্রগামী নেতা তুহিন ফারাবীর বিরুদ্ধে ডাক্তারদের বদলী বাণিজ্যের অভিযোগ রয়েছে। এনসিপির যুগ্মসচিব তানভীরের বিরুদ্ধে ডিসিদের বদলী ও এনসিটিবির কাজে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। এনসিপির দলীয় বৈঠকে নাহিদ ইসলাম নিজেই বলেছেন, এনসিপির রাজনীতি ষাট ভাগ শেষ হয়ে গেছে। দলের নেতাকর্মীরা সচেতন না হলে বাকি ৪০ ভাগও শেষ হয়ে যাবে। দলের অনেক শীর্ষ নেতাদের বিলাস বহুল নির্বাচনী প্রচারণা ও চলাফেরায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এই সভায় এনসিপির নেতা তানভীর কে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। নিসন্দেহে ভালো কাজ হিসাবে তা বাহবা পাওয়ার যোগ্য । একই ভাবে দলের অন্যান্য সদস্যরা করাপশনে জড়িত হয়ে পড়লে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অব্যহতি প্রাপ্ত এপিএস দুইজনের বিরুদ্ধে মামলা করতে হবে কারণ তারা অনেক অনিয়মের সাথে জড়িত হয়ে পড়েছে। তারা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

এনসিপি এবং বৈবিছার রাজনীতি ঘুরপাক খাচ্ছে কেবল বিএনপির সমালোচনা করে। নিজেরা কিভাবে ভোটব্যাংক বাড়াবে সেদিকে তাদের নজর কম। তারা সংস্কার ছাড়া নির্বাচন হতে দিবে না কিন্তু তাদের নির্বাচনী প্রচারণায় সংস্কার কে ম্যান্ডেট হিসাবে তারা দাবী করছে না। তারা বলে প্রশাসন পুরো বিএনপির দখলে কিন্তু জামায়াতে ইসলামী কে তারা চোখে দেখে না। এনসিপির অনেক নেতাদের পিছনে জামায়াতের ব্যবসায়ীরা ইনভেস্ট করছে যা এনসিপি নেতা হান্নান মাসউদের কথায় বুঝা যাচ্ছে। বিনা প্রতিদানে কেউ কারো পিছনে ইনভেস্ট করে ? সরকার ও এনসিপির নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগের আমলাদের পুনর্বাসনের প্রমাণ ফাঁস হচ্ছে প্রতিদিন । এভাবেই স্বৈরাচার পুনর্বাসনের পথ সুগম হচ্ছে।

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৫৪

যামিনী সুধা বলেছেন:




এক জল্লাদ ধরা খেয়েছে? অনেক জল্লাদ নিজমাীর মতো শহীদ হবে।

২২ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: এদের আত্নীয় স্বজনের মধ্যে ছাত্রলীগ বেশি। :)

২| ২২ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৫৪

কামাল১৮ বলেছেন: তারা সবাই জমিদারের ছেলে।তাদের দিয়ে আর যাই হোক রাজনৈতিক দল হবে না।দল গঠিত হয় কি ভাবে তাই তারা জানে না।

২২ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:০২

সৈয়দ কুতুব বলেছেন: তাদের নষ্ট করে দিয়েছে সরকারে ঢুকাইয়ে। যদি রাজনৈতিক দল করার ইচ্ছা ছিলো তবে অভ্যুত্থানের পরপর দল করা উচিত ছিলো। আমলা এবং ব্যবসায়ীদের বড়ো বড়ো রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করতে পারে না আর এরা তো ছাত্র ! এরা সবাই বেকার ছিলো। সহজেই লোভে পড়ে গেছে৷

৩| ২২ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১১

যামিনী সুধা বলেছেন:



আমি ছাত্রলীগ বিরোধী, আমি জামাত-শিবির-এনসিপি জল্লাদ বিরোধী।

২২ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১৬

সৈয়দ কুতুব বলেছেন: এনসিপি এবং সরকার মিলে আওয়ামী লীগ কে পুনর্বাসন করছে। আপনার তো খুশি হওয়ার কথা !

৪| ২২ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৩৪

যামিনী সুধা বলেছেন:



লেখক বলেছেন: এনসিপি এবং সরকার মিলে আওয়ামী লীগ কে পুনর্বাসন করছে। আপনার তো খুশি হওয়ার কথা !

-আপনি অনেক কিছু লিখছেন; কিন্তু সঠিকভাবে ভাবতে না'পারারর কারণে অনেক গার্বেজ আসছে!

ড: ইউনুস ও শিবির আওয়ামী লীগকে পুনর্বাসন করার কথা? কোন ইডিয়ট তা বিশ্বাস করবে? আসল ব্যাপার কি?

২২ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনার ভাবনার মধ্যেও গলদ আছে। আপনি বলেছেন, প্রশ্নফাঁস জেনারেশন শেখ হাসিনার সাগরেদ ছিলো না। ইহাই প্রমাণ করে বিগত ১৫ বছরে বেড়ে ওঠা জেনারেশন নিয়ে আপনার কোনো ধারণা নেই। আপনি মুখে অনেক কথাই বলেন, কিন্তু দিনশেষে নিজের গোত্রের বাহিরে ভাবতে পারেন না। :)

এনসিপি কেন আওয়ামী লীগ কে পুনর্বাসন করতে চায়, দলে ভিড়াতে চায় এই সামান্য কথা না বুঝতে পারলে কিসের ব্লগার আপনি? B-)

৫| ২২ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৫২

যামিনী সুধা বলেছেন:



আসল ঘটনা আপনি বুঝতে সময় লাগবে; ওরা চেষ্টা করছে আওয়ামী লীগকে ভাংতে; কিন্তু ইউরোপীয় ইউনিয়ন চাচ্ছে যে, সমায়িক সরকার যেন আওয়ামী লীগকে ব্যান না'করে।

২২ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ বলতে দল বুঝাচ্ছেন আপনি তাই তো ? আমি প্রশাসনে আওয়ামী লীগের ল্যাস্পেন্সার দের পুনর্বাসনের কথা বলছি। প্রতিদিন প্রমাণ ফাঁস হচ্ছে। তারা আম্লিক ল্যাস্পেন্সার দের কাজে লাগিয়ে নিজের অবস্থান শক্ত করতে চায়। একজন সচিব ও শেখ হাসিনার আশীর্বাদ ছাড়া সচিব হতে পারে নাই।

৬| ২২ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:১৬

জুল ভার্ন বলেছেন: হনুমানের বংশধর

২২ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:২৪

সৈয়দ কুতুব বলেছেন: ভালো বলেছেন।

৭| ২২ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:০১

যামিনী সুধা বলেছেন:



জল্লাদদের পতন হবে শীঘ্রই

২২ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:১৫

সৈয়দ কুতুব বলেছেন: যা কিছু মঙ্গল দেশের জন্য তাই যেন হয়৷

৮| ২২ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:১৪

লুধুয়া বলেছেন: ভাই জামাতিদের জাত ভাইরা (islamistআউটফিট্স) আজকে ভারতের কাশ্মীরে ৩০ জন নিরপরাদ পর্যটক কে বেছে বেছে খুন করেছে। মারার আগে সবার ধর্ম পেন্ট খুলে চেক করে কনফার্ম করে মেরেছে।

২২ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:১৬

সৈয়দ কুতুব বলেছেন: সন্ত্রাসীদের ধর্ম নেই।

৯| ২২ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:১৬

লুধুয়া বলেছেন: ১৯৭১ এ এই রাজাকার জামাতিদের বাপ দাদারা এরকম করে দেশবাসিকে নিধন করেছিলো।

২২ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:১৮

সৈয়দ কুতুব বলেছেন: ১৯৭১ সালে জামায়াত খারাপ কাজ করেছে তার জন্য এখনো ভোট পায় না। তাদের মানুষ পছন্দ করে না। আম্লিক কে মানুষ পছন্দ করবে না সামনে কারণ তারা দেশের সম্পদ লুটপাট করেছে।

১০| ২২ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:২৫

লুধুয়া বলেছেন: এজন্য মনে করিয়ে দিচ্ছি।যে রেজিমকে(জামাতি backed Bnp) আপনারা সাপোর্ট করার জন্য তৈরী হোসছেন তারা আদো বাংলাদেশ কে আগে নিয়ে যাওয়ার না পাকিস্তান ,আফগানিস্তান এর দিকে নিয়ে যাওয়ার তালে আসেন।

২২ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৩০

সৈয়দ কুতুব বলেছেন: জামায়াত কে সাপোর্ট করিনা। এনসিপির সাথে জুলাই অভ্যুত্থান জড়িত। তাদের অস্বীকার করতে পারি না। সমস্যা হচ্ছে এরা অন্য দলের প্রক্সি ! সাধারণ ছাত্ররা তাই এখন তাদের পছন্দ করছে না।

১১| ২২ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৫০

রিফাত হোসেন বলেছেন: এরা সবাই ক্ষমতার স্বাদ পেয়ে ঘোড়ার আন্ডা পেরেছে। আর সেখানে তাদের অনুসারীরা ঢোল পিটিয়েছে। আজও পিটিয়েই যাচ্ছে। রাজনীতিতে মনোপলি গণতন্ত্রের জন্য একটি মারাত্মক হুমকি। এটি জনগণের অধিকার হরণ করে, সুশাসনকে দুর্বল করে এবং একটি স্থিতিশীল ও প্রগতিশীল সমাজের বিকাশে বাধা সৃষ্টি করে। জনগণের অংশগ্রহণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমেই রাজনীতিতে মনোপলি প্রতিরোধ করা সম্ভব। বিএনপি,জামাত,আওয়ামীলীগ, জাসদ, জাতীয় পার্টির মনোপলি থেকে বের হতে হবে। এখন যদি ভবিষ্যতে নতুন পার্টি যদি established হবার পর লীগের/জামাত/বিএনপির মত হয় তাহলে আরেকবার ফিরে আসুক সংগ্রাম কিন্তু First Things First! বর্তমান মনোপলি ভেঙ্গেচুরে ফেলতে হবে। না হলে বাজারের মতই আগের সিন্ডিকেট চলবেই।

২২ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের রাজনীতিতে নতুন দলের প্রয়োজন আছে যারা মুক্তিযুদ্ধ-জুলাই অভ্যুত্থানে উভয় চেতনায় বিশ্বাসী হতে হবে। এনসিপি যদি পুরাতন রাজনৈতিক দলগুলোর মতো আচরণ করে তবে মানুষ আপনাকে কেন ভোট দিবে ?

১২| ২৩ শে এপ্রিল, ২০২৫ রাত ১:৩২

কামাল১৮ বলেছেন: যতটুকু জানা গেলো,মূল সমস্যা টাকার ভাগাভাগি নিয়ে।

২৩ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:০৮

সৈয়দ কুতুব বলেছেন: সব কুছ পয়সা ক্যা চক্কর হ্যায় বাবু ভাইয়া!

১৩| ২৩ শে এপ্রিল, ২০২৫ রাত ১:৪৩

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন:. আপনি মুখে অনেক কথাই বলেন, কিন্তু দিনশেষে নিজের গোত্রের বাহিরে ভাবতে পারেন না।

- একমত ,অন্তত বাংলাদেশের রাজনীতি নিয়ে গাজী ভাই লিখতে গেলে ,শেষ পর্যায় গিয়ে তালগাছ আমার মানে আওয়ামীলীগ ডাকাত হোক,খুন করুক,গুম করুক ধর্ষণ করুক ,ভোট ডাকাতি করুক তারপরেও আওয়ামীলীগ ভালো !

২৩ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:১১

সৈয়দ কুতুব বলেছেন: নিজের পছন্দের বাহিরে গিয়ে ভাবনা চিন্তা অনেক কঠিন।

১৪| ২৩ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:৩৩

নতুন নকিব বলেছেন:



এটা সত্য, যে যায় লংকায় সেই হয় রাবণ।

নিজের পছন্দের বাহিরে গিয়ে ভাবনা চিন্তা অনেক কঠিন।

-গুরুত্বপূর্ণ কথা বলেছেন।

২৩ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:০২

সৈয়দ কুতুব বলেছেন: ধধন্যবাদ।

১৫| ২৩ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: যারাই মন্দ কাজ করবে তাদের কপালে দুঃখ আছে।
এদের উচিৎ দূর্নীতিবাজদের কাছ থেকে শিক্ষা নেওয়া।

২৩ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:০২

সৈয়দ কুতুব বলেছেন: এদের তো দুঃখ পেতে দেখি না। এরা বরং আরামে থাকে।

১৬| ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৫৪

এইচ এন নার্গিস বলেছেন: সঠিক

২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:২৬

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।

১৭| ২৭ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:২৯

রোবোট বলেছেন:
৬৬৬ কোটি টাকা কর মাফ করা গেলে...

বিভিন্ন মামালয় হঠাত বেকসুর খালাস পেলে ...

কারণ ছাড়া বিভিন্ন স্থাপনা ভাঙা গেলে ....

কোন প্রমাণ ছাড়া হত্যা মামলার আসামী করা গেলে ....

এদের আর দোষ কি?


সমস্যা হোলো সবাই হাসিনার পতন চেয়েছে, আইনের শাসন চায়নি।

২৭ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: দারুণ বলেছেন। আপনি বরাবর দারুন বলেন।

১৮| ২৭ শে এপ্রিল, ২০২৫ ভোর ৫:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

খন দেশে এসেছে অটোপাস জেনারেশন।
এরা দেশকে উন্নয়নের চূড়ান্ত সীমায় নিয়ে গিয়ে ছাড়বে।

২৭ শে এপ্রিল, ২০২৫ ভোর ৬:০৭

সৈয়দ কুতুব বলেছেন: হয়তো আপনার কথাই সত্য হতে চলেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.