![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"ও আমার উড়াল পঙ্খিরে, যা যা রে উড়াল দিয়া যা..." পাগলা কিছিমের মানুষ কোন ইষ্টিশন নাই, গাইল জানি কিন্তু গাইল পাড়ি না। দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...
ডিভাইড এন্ড রুল অলারা ভারত ভাইঙ্গা হিন্দুস্তান আর পাকিস্তান বানাইয়া দিয়া চইলা গেল। সেই ভাগাভাগিতে আমাদের দেশের মানুষেরা সর্বাত্নক সহযোগীতা কইরা অংশগ্রহন করল। মুসলমানের সেই পাক পবিত্র আজাদ পাকিস্তানে আরবী হরফে যখন জবান চালাইতে কওয়া হইল তখন চাষাভূষা বাঙালির খবর হইল। তারা ত বাংলা ভাষাটাই সবাই ঠিক মত কইতে পারে না থাকত আসমানী হরফে জবান চালাইব! এমত অবস্থায় ১৯৫২ সালে লাগল প্যাচ সেইরকম! রাত না পোহাইতেই পাকিস্তানের পাক জমিনে সিমেন্টের পিলার একটা বানাইয়া পায়ের জুতা খুইলা ফেলাইয়া সেই পিলারের নিচে গিয়া ফুল দিয়া গান গাওয়া শুরু হইয়া গেল। সাথে সাথে এই বেদাতি কান্ডকারখানা ভাইঙ্গা গুড়াগুড়া করা হইল। পাকিস্তানের পাক জমিতে ঠাকুরের গান গাইতে গাইতে ছ্যাড়াবেড়া লাগাইয়া দিল সবাই। তখন এই দেশেরই একদল মানুষ চরম গোস্বা হইলেন। তারা বললেন আওয়ামীলীগ এই দেশের জোয়ান পোলাপাইনের মাথা নষ্ট করতেছে, এরা বদমাইশি কইরা পাকিস্তানের শান্তি নষ্ট করতেছে। এই কয়টা পোলাপাইন মানেই সমস্ত দেশ না, পাকস্তান এ কেউ গন্ডোগল চায়না শান্তি চায় অথচ মুসলমানের দেশ এই পাকস্তানকে বাঁশ দেয়ার জন্য হিন্দু ভারত গভীর চক্রান্ত শুরু করছে। কাজেকাজেই পাকিস্তানের ৯০ হাজার সৈন্য হিন্দুস্তানের হিন্দু চক্রান্ত থেইকা মুসলমানের পাকিস্তান রক্ষার জন্য উড়ালদিয়া হাজির হইল। শুরু হইল বন্দুক, কামান, ট্যাঙ্ক আর ব্যাওনেট দিয়া বিধর্মী নিধন আর লুঙ্গি খুইলা খুইলা মুসলমান আবিষ্কারের যুদ্ধ। সেই যুদ্ধে স্বেচ্ছায় যারা সেবা দিলেন তারাই হইলেন 'রাজাকার'। পাকস্তানের সেই পবিত্র সিপাহি ও তাহাদের স্বেচ্ছাসেবকেরা মিলিয়া বাংলাদেশের যেই মেয়ে জয়বাংলা বলছে তাকেই বিবস্র করেছে হত্যাকরছে আর যেই ছেলে জয়বাংলা বলেছে তাকেই বিধর্মী কইয়া মারা হইছে। এইসব কথাবার্তা আমরা কে না জানি? অথচ ২০১৩ সালে আইসা আমরা কি দেখি! এখন ও যেই মেয়েটা জয়বাংলা শ্লোগান দিতাছে বলা হইতেছে সে বেলেল্লাপনা করতেছে। যেই ছেলেটা শ্লোগান দিতাছে সে নাকি গাজাখোর বদমাইশ। বলা হচ্ছে, এইখানে যেই মানুষ আসছে তারাই শুধু বাংলাদেশ না। শহীদ মিনার ভাঙা হয়েছে। পতাকা ছেড়া হয়েছে। প্রশ্ন ছোড়া হচ্ছে ধর্ম বিশ্বাস নিয়ে। চলছে খাঁটি মুসলমানের পরীক্ষা নেওয়া।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫
নন্দনপুরী বলেছেন: খাটি মুসলমানেরা শিবির কে ঘৃনা করে..........
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
মাহির কাবির বলেছেন: khati musolmanra jemon shibir re juta pita kre temni nastiker janaja daina.
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩
মোঃ আবদুল হাই বলেছেন: বর্তমান সরকার চাইলে সাংবিধানিক ভাবেই ৫ মিনিটেই সংসদে জামাত শিবির নিষিদ্ধ করতে পারে। প্রকৃতপক্ষে সরকারের বিন্দু মাত্র স্বদিচ্ছা নাই-জামাত শিবিরকে নিষিদ্ধ করার।
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭
মাক্স বলেছেন: +
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০
বন্ধুহারা বলেছেন: তারা ত বাংলা ভাষাটাই সবাই ঠিক মত কইতে পারে না থাকত আসমানী হরফে জবান চালাইব!
উদ্দু কি আসমানি হরফ নাকি?
ফাউল কথা।
৭| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:০৭
আলী আরাফাত শান্ত বলেছেন: ভালো পোষ্ট!
৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২০
পরিবেশ বন্ধু বলেছেন: দৃষ্টি চাই , সতেচন এবং প্রতিরোধ চাই , সুন্দর বন বাচান
********************************************
আমরা বিশ্ব সৌন্দর্য পর্যটন প্রধান
সুন্দর বন কে দালাল চক্রের ধৃষ্টতায় ভারতীয় নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে
তিব্র প্রতিবাদ জানাই
এবং দেশের স্বার্থে সবাই কে এর বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ
গড়ে তুলার এক নিষ্ঠ আহবান জানাই ।
বিদ্যুৎ উৎপাদনের নামে ভারতের হস্তক্ষেপ এবং সুন্দর বন ধংশ যজ্ঞ কে না বলুন ।
পেইজ বুক এবং মিডিয়ায় এর প্রতিবাদী আওয়াজ তুলুন ।
ভারত কর্তৃক সুন্দর বন ধংশ কে না বলুন , না না না """"""""""""
Lik
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
একরামুল হায়দার বলেছেন: চালিয়ে যান ঃ আমরা যারা খাটি মুসলমান, যারা জামাতের তইরী ইসলাম এর বিরুদ্ধে তারা সবাই নতুন প্রজন্মের পক্ষে