![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
এই বিশাল মহাকর্ষীয় বস্তু সবকিছু নিজের দিকে টেনে নেয়—এমনকি আলোও পালাতে পারে না। কিন্তু কৃষ্ণ গহ্বরের ভিতরে কী ঘটে? সেখানে সময় ও স্থান কেমন আচরণ করে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখনো জানি না।
কিন্তু আমরা জানি কখন কাকে ঠকিয়ে খেতে হয়.............
আমরা এই দুনিয়ার ৯৯.৯৯ % অজানা রয়ে গেছি। কিন্তু যা যেনেছি তার বেশির ভাগটা খারাপ লালন করে চলেছি। কখনো ভাল বা কল্যাণের কিছু ভাবতেই চাই না। ভাল ভাবে শিখে নিয়েছি নিজের আখের কিভাবে গুছানো যায়।
ভাল কথা বা ভাল কাজ করতে গেছে এখন মনে ভয় ধরে আসে।
স্রষ্টাই বলতে পারবেন ভাল, আসছে দিনে কি রয়েছে আমাদের জন্য।
২| ২১ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৩২
সৈয়দ কুতুব বলেছেন: অল ইজ ওয়েল !
২২ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:২৩
ফেনা বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩| ২১ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৪৮
কামাল১৮ বলেছেন: স্রষ্টা মানুষের সৃষ্টি।
৪| ২১ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৩৭
আমি সাজিদ বলেছেন: ব্রিটিশ বিরোধী, পাকিস্তান বিরোধী, স্বৈরাচার বিরোধী আমাদের চমৎকার সব সংগ্রামের ইতিহাস আছে। সবুজ ও ভাটির মিশেলে কি চমৎকার একটি বদ্বীপ আমাদের ! কিন্তু জাতি হিসেবে বাইরের বিশ্বে শক্ত অবস্থান তৈরী করতে পারি নাই আমরা। সামাজিক সংস্কার সমান তালে না চললে রাষ্ট্রীয় সংস্কার অর্থহীন হবে।
মানুষ সৎ না হলে পাঁচ বছরে সিঙ্গাপুর ও দশ বছরে আমেরিকা হওয়ার স্বপ্ন গালগল্পই থেকে যাবে। আল্লাহ আমাদের দেশের মানুষকে সৎ ও সঠিক কর্মমুখী কাজ ও শিক্ষায় শিক্ষিত করুন।
২২ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:২২
ফেনা বলেছেন: তেলেস্মতি ওয়ালা কিছু মানুষ আছেন যারা নিজের অস্ততিত্তেই নিজে বিশ্বাস করতে পারেন না। ঠিক এমনই কিছু মানুষ আমাদেস্র দেশে আছে। যাদের তিক্ত অকল্যাণকর কথা আর কাজের বিষে অনেক ভাল ও কল্যাণকর কাজ নষ্ট হয়। অন্যরা সামনে যেতে নিরুতসাহিত হয়।
স্রষ্টা তাদের হিদায়েত দিন।
৫| ২২ শে এপ্রিল, ২০২৫ রাত ২:২৬
রানার ব্লগ বলেছেন: আমি সাজিদ@ যে দেশে এক টুপি পরা নিয়ে হাজার খানেক মত আছে সেই দেশ কে বিশ্বে শক্ত অবস্থান তৈরী করতে।
এই দেশের মানুষ জমিনে ল্যাটকা মেরে জ্বীনের কেরামতি আর নারীর অংগের বর্ননা শুনতে বেশি পছন্দ করে। এদের শিক্ষিত করে কোন লাভ নাই। যেই লাউ সেই কদু।
২২ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:২৩
ফেনা বলেছেন: আগে ত নিজেকে সুধরাতে হবে তাই নয় কি??
৬| ২২ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:৩৬
রাজীব নুর বলেছেন: আমরা সবাই সবাইকে ঠকাচ্ছি।
২২ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:১৯
ফেনা বলেছেন: কথা সত্য
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৫০
যামিনী সুধা বলেছেন:
আপনি বলেছেন স্রষ্টাই ভালো জানেন সামনের দিনে কি আসছে!
মানুষ থেকে স্রষ্টা বেশী জানেন? "ব্ল্যাক হোল" যে আছে, তা স্রষ্টা জানতেন না, উনি হকিং'এর লেখা থেকে জেনেছেন; তবে, কতটুকু বুঝেছেন, সেটা বলা মুশকিল।