নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দলান্ধ চেতনার আফিম ঘোর কাটলে, এসো
মা মাটি মানুষেরে ভালবাসলে, এসো
পলায়নপর মনোবৃত্তির মৃত্যু হলে, এসো
সাদাকে সাদা কালোকে কাল বলতে শিখলে, এসো
আবার হোক
লড়াই,
আবার হোক
মুক্তি সংগ্রাম;
মা, মাটি আর মানুষের
গণতন্ত্র, মানবতা আর মনুষ্যত্বের।
লুটপাট আর দূর্নীতি খোলা চোখে দেখলে, এসো
উন্নয়নের মিছে মোহ কাটলে, এসো
মত প্রকাশের স্বাধীনতা চাইলে, এসো
মৌলিক মানবাধিকার স্বীকার করলে, এসো
আবার হোক
একাত্তর,
আবার হোক
মুক্তিযুদ্ধ;
সার্বভৌমত্ব, আত্মমর্যাদা রক্ষা
আর পূর্ণ স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির।।
৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক অনেক দিন ফিরে পেয়ে আপনাকেই প্রথম পেলাম
অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা
এ আহবান যে সময়ের প্রয়োজন।
২| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৩১
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,
আবার স্বরূপে এসে গেলেন।
হারিয়ে যাওয়া ব্লগাররা যেন ব্লগকে ভালোবেসে আবারও এখানে আসেন।
আর আত্মমর্যাদা রক্ষায় সবাই যেন এক হয়ে আসেন.......................
উচ্চকিত আহ্বান।
৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় জীএস ভায়া
এতো সময়ের প্রয়োজন।
হুম। সবাই ফিরুকেআবার ব্লগে।
আবার প্রাণবন্ত হয়ে উঠুক ব্লগ; একপেশে মতে নয়- বহুমতের বহুমাত্রিকতায়।
পারষ্পারিক শ্রদ্ধা, মত প্রকাশের স্বাধীনতা আর গণতন্ত্রের নূন্যতম মৌলিকতায়।
শুভেচ্ছা অবিরাম।
৩| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১০:০২
রাজীব নুর বলেছেন: অনেকদিন পর ব্লগে আপনার কবিতা পেলাম।
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
অনেক দিন আসতে পারিনি যে!
ধন্যবাদ পাঠ ও মন্তব্যে। ভাল থাকুন।
৪| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৩৯
শেরজা তপন বলেছেন: আহা কতদিন বাদে আপনি আবার ফিরে আসলেন ভাই!!! কি আনন্দ আজ আকাশে বাতাসে!
এখন থেকে নিয়মিত আপনাকে পাব বলে আশা করছি ।আপনার মত বিদগ্ধ গুণী ব্লগার ব্লগে খুব বেশি দরকার এখন।
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যিই তাই।
ব্লগের আনন্দই আলাদা। যদিও বঞ্চিত ছিলাম প্রায় বছর ছুঁই ছুঁই..
আপনাদের পেয়ে আরো ভালো লাগছে প্রিয় ভায়া
আশা করি নিয়মিত থাকার। আপনাদের হৃদয় নিংড়ানো ভালবাসা যে অমূল্য
অনেক অনেক শুভেচ্ছা
৫| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০০
পদাতিক চৌধুরি বলেছেন: দ্রোহের কবিতা। কিন্তু কবে এমন লেখনী বাস্তবতা পাবে সেটাই জিজ্ঞাসা...
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: সময়!
একমাত্র সময়ই দেবে সেই উত্তর।
যার উত্থান আছে তার পতনও আছে। সৃস্টি মাত্রই ধ্বংসের চরম বাস্তবতা।
কিন্তু কেউ কেউ বুঝতে চায়না।
অনেক অনেক ধণ্যবাদ প্রিয় পদাতিক দা
৬| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৫৮
ডঃ এম এ আলী বলেছেন:
অনেক দিন পর আসার আহ্নান জানিয়ে
নীজেই ফিরে আসলেন দেখে ভাল লাগল।
আমাদের চলায় নেই সেই উদ্দাম উল্লাস ,
জীবন চলার পথে দুষ্প্রাপ্যতার সমুদ্র -দোলা?
কেমন করে আসব ফিরে ?
আমাদের জীবনে চালিকা শক্তি ক্ষীয়মান ,
বাকি আছে শুধু স্তিমিত হয়ে নিভে যাওয়া,
ফ্যাকাশে রুগ্ন তাই মানবাত্মা !
ঘরে বাইরে চারিদিকে অনাচার ও অনিয়ম
লাগামহীন দুর্নিতীর ঘেরাটোপে বাধা,
ওতপেতে থাকা সাম্রাজ্যবাদী ঔপনেবিশক
মন্ত্রনাদাতাদেরও কৌশলী থাবা , তাই
ফিরে আসার তরে, তব বলা কথামালার
সকল অনুভবের গন্ডি পেরিয়ে স্বমহিমায়
ফিরে আসতে হলে সভ্যতাকেই দিতে হবে সুস্থতা,
জাগাতে হবে তীব্র, তপ্ত, ঝাঁঝালো, বাঁচার স্বাদ,
রক্তিম সূর্যের দিপ্ততা আর উত্তাল সাগরের গর্জনে
যাদের জন্ম, মৃত্যু- মাতাল তাদের রক্তের বিনিময়।
ফিরে আসতে হলে আসতে হবে
হাতে হাত কাধে কাধ মিলিয়ে ৭১ এর
মুক্তি যুদ্ধের চেতনার সে মুল পথ ধরেই -
তা না হলে ফিরে আসা হয়তবা
ফিরে যাবে আরো বহু দুরে।
শুভেচ্ছা রইল
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন কাব্যোত্তর!
স্থবিরতা যখন জগদ্দল পাথর হয়ে যায়, তখন হাতুড়ি শাবল চালাতেই হয়!
প্রকৃতির নিত্যতা যারা যখন যেভাবে রুখতে চেয়েছে
কেউ পারেনি। বরং ইতিহাসের আস্তাকুড়ে তারাই নিক্ষিপ্ত হয়েছে।
তারাও স্মরনীয় হয়- ঘৃনায়।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় ড। এম এ আলী।
আপনাকে ক্ষনিকের পাওয়া যেন আরো অতৃপ্তি বাড়িয়ে দিয়েছে।
আর পরে হওয়া কথাগুলোও আর ধারাবাহিকতায় ছিলোনা। সেই জন্য করজোড়ে ক্ষমাপ্রার্থী প্রিয় ভায়া।
আবার কবে আসছেন বা আসবেন?
স্বপ্নগুলো স্বপ্ন না থেকৈ কবে সত্য হবে সেই আশাই চলা শক্তি..
৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:০০
কাছের-মানুষ বলেছেন: অনেকদিন পর ব্লগে দেখলাম আপনাকে।
বরাবরের মতই প্রতিবাদী কবিতা দারুণ লিখেছেন।
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ।
হুম। বেশ কিছুদিন আসতে পারিনি.। আপনাদের মিস করেছি
অনুপ্রাণতি হলাম।
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৪৪
সোহানী বলেছেন: অনেকদিন পর তোমাকে দেখলাম মনে হচ্ছে বিগু.........
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
ব্লগে অনেকদিন পর।
কিন্তু তোমাকেতো মিস করিই না !!!!
কারণ ফেবুতে নিয়মিত পাই হা হা হা
অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো
৯| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৯
গেঁয়ো ভূত বলেছেন:
যদি
সত্যি এই সামুকে ভালবাসো,
তবে
প্রতি বছর
প্রতি মাসে
প্রতি পক্ষে
প্রতি সপ্তাহে
প্রতিদিন
প্রতি রাতে
প্রতি ক্ষণে
এই খানে এসো
এই খানে এসো
এই খানে এসো
এসো কিন্তু।
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
দারুন করে বললেন তো।
সত্যি এসো। এসো কিন্তু
++
১০| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৮
মিরোরডডল বলেছেন:
এসেছি।
পেয়েছি এবার ভৃগুকে।
এতদিন পর সামুকে মনে পড়লো???
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: উরেরে
এই ভাবে ওয়েল কাম........... হা হা হা
দাড়াও জেরি! বাগে পেয়ে নিই দেখাবো খন
আসলেই অনেক অনেক অনেক দিন অলখেই বয়ে গেলো।
অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা।
১১| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩২
জুন বলেছেন: আবার হোক একাত্তর
আবার হোক মুক্তিযুদ্ধ
কিন্ত সেদিনের মত সেই লোকগুলো কি আছে যারা দেশের জন্য প্রান দেবে অকাতরে !
এদের চোখে মুখে অর্থের আর ক্ষমতার লালসা যে --------
+
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: মিলিয়ন ডলার কোশ্চেন!
তাই মাঝে মাঝে বলি, এই সময়ে যদি একাত্তরের প্রাসংগিকতা আছে মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া কঠিন হবে বৈকি!
সবাই কত্ত চালাক!
ব্যাক্তি কেন্দ্রিকতা সব গিলে খয়েছে
সামষ্টিকতা, সামগ্রিকতার ভাবনাকে বোকামে ভাবে!
ময়লা জল পেরিয়ে ফ্লাটে উঠেই ভাবে -আমিতো বেশ আছি! মরুক অন্যরা!
তবে আশার কথা- আম জনতা এখনো তাদের মতো বদলায়নি!
অনেক অনেক ধন্যবাদ জুনাপি
শুভচ্ছো অফুরান
১২| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৩
মিরোরডডল বলেছেন:
আবার হোক
একাত্তর,
আবার হোক
মুক্তিযুদ্ধ;
সার্বভৌমত্ব, আত্মমর্যাদা রক্ষা
আর পূর্ণ স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির।।
আহবান ঠিক আছে, কিন্তু নেতৃত্ব দিবে কে?
সেসময়ের মতো নেতা কি আছে!
বাই দ্যা ওয়ে, ভৃগু প্রোফাইল পিক চেঞ্জ করার কারণ কি?
ঝুঁটিটা মিস করছি। এটাও ভালো হয়েছে।
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই নেতৃত্বের শুন্যতায়ইতো কাতরায় আমজনতা!
যাপিত জীবনের নাভিশ্বাস ওঠা দীর্ঘশ্বাস লুকিয়ে
মূখে জোর করে হাসি ফুটিয়ে বলে- ভালো আছি।
মাৎসানায় সময়ে কি জানতে চাইতে হয় নাকি! বুঝে নিতে হয়।
এমনিতেই কলমে শেকল
কী-বোর্ডে অদৃশ্য কালো হাতের চাপ
জুলভার্ণ ভায়া কাহিনী শুনলে কেঁপে উঠবে....
যতটা টম-জেরী খেলা যায় আর কি
অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা
১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই মিছিলে আমিও সামিল।
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুবোধ ফিরে আসুক
ভয়কে খাঁচায় পুরে-
মুক্তির সূর্যটা হাতে লয়ে।।
অগণণ প্রাণ নিত্য প্রার্থনায়
হে প্রভু মুক্তি চাই-
আসুক মুক্তি বারতা লয়ে।।
১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: একদম আপনার নামের মত একটি কবিতা । পড়ে সত্যিই তৃপ্তি পেলাম । নিয়মিত হবেন আশা রাখি ।
আপনার কবিতার প্রত্যুত্তর দিলাম ,
" সূর্যের জন্যঅপেক্ষা করুন অগ্রজ
পূর্ণিমায় গৃহতাগী হওয়া যায় বটে
কিন্ত দ্রোহী হওয়া যায় না । "
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
অনুপ্রাণিত হলাম।
নিয়মিত থাকার দারুন আকাঙ্খা বরাবরের মতোই। পারি যেন এই কামনা।
দারুন কাব্যত্তোরে ধন্যবাদ্
মেঘে ঢাকা দিন কাটবেই জানি
প্রহর হয়তো প্রলম্বিত হবে খানিক
সূর্যোদয়ে কাটবে অমানিশা আঁধার
দ্রোহীর দ্রোহে যদিও থাকে সম-সাময়িকতার জয়
গৃহত্যাগীও কিন্তু সাধনায় মোটেই ফেলনার নয়
+++
১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০০
সোনালি কাবিন বলেছেন: বাহ ! চমৎকার ।
১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা রইলো
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:১৩
করুণাধারা বলেছেন: আসলাম...
আপনার আহ্বান যেন কার্যকরী হয়।