নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

ট্রিবিউট টু নাঈম জাহাঙ্গীর নয়ন

১০ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:২৪



এভাবে কেউ চলে যায়?
অমন হুটকরে
কি এত তাড়া ছিল যাবার?
কিংবা হৃদয় ভরা বেদনার ভার!!

তর সইলো না যে বড়!
একেবারে কাউকে না বলে কয়ে
টুক পলান্তি খেলতে গিয়ে
একেবারেই লুকিয়ে গেলে??

দেখো সবাই কত কষ্ট পাচ্ছে
বেদনার নীলে মুহ্যমান
অথচ-হারিয়ে গেলে
সূখ-দু:খ কিছুই ছোঁয়না আর!

মহাকালে আমরা সত্যিই কত অসহায়
দেহ ঘড়ির দম ফুরালে
কত স্বপ্ন, কত অপূর্ণতা..কত আশা...
সব ফেলেই কেমন চলে যেতে হয়!

ইশশ যেতে যেতে যেতে যেতে
কি যে নীল কষ্টরা ছুঁয়ে রয়---
অথচ বলার সময়টুকুও রয় না
অনুভবের গভীরে কেবলই প্রলম্বিত দীর্ঘশ্বাস।।

ওপারে ভালো থেকো `হে বিরহের কবি'
বেদনারা বদলে যাক সুখের ফুল হয়ে,
সবুজ বাগানে নীল পাখিদের ওড়াওড়িতে
লেখো নতুন কাব্য-সূখি জন্মান্তরের প্রার্থনায়।।


মন্তব্য ৩৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:১০

পদাতিক চৌধুরি বলেছেন: নয়ন ভাই আপনি পর পারে শান্তিতে থাকুন। কবিতায় বিষন্ন ভালো লাগা রইলো। ++
এমন একটা স্মরণিকা ব্যথাতুর মনকে কিছুটা হলেও সান্ত্বনা দেয়।
শ্রদ্ধা ও শুভেচ্ছা প্রিয় কবি ভাইকে।

১০ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় দাদা

প্রকৃতির কাছে অসহায় মনতো আর ফিরিয়ে আনতে পারেনা বাস্তবতা
তাই স্মরনে শ্রদ্ধাঞ্জলী দিয়েই সত্যের কাছে সমপর্ণ....

২| ১০ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আল্লা উনাকে জান্নাত দান করুন।

১০ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার প্রার্থনা মঞ্জুর হোক।

সূখে থাকুন ওপারে

৩| ১০ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৫২

খায়রুল আহসান বলেছেন: হৃদয়স্পর্শী শ্রদ্ধান্জলি!
মরহুমের মাগফিরাত কামনা করছি।
কবিতায় ভাললাগা! + +

১০ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনুপ্রানীত হলাম প্রিয় সিনিয়র

সোহানীপুর পোষ্টটা আবার পাঠান্তেই হৃদয় নিংড়ে বেরিয়ে এলো শ্রদ্ধাঞ্জলীটুকু
আপনার কামনা পূর্ন হোক।
কৃতজ্ঞতা অফুরান

৪| ১০ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৭

কাছের-মানুষ বলেছেন: কবিতা মনকে ছুঁয়ে যাবার মত হয়েছে।

চলে যাওয়া সব সময়ই কষ্টের, তবে হুট করে তার চলে যাওয়া ধাক্কার মত লাগুছে। কবির আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ তাকে ভাল রাখুক।

১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় লেখক।

হুম। অমন হুট করে যাওয়া যেন বিশ্বাসই হতে চায় না!
তবু নিয়তির বিধান
প্রার্থনাই সম্বল....
আল্লাহ তাকে ভাল রাখুক।

৫| ১১ ই জানুয়ারি, ২০২২ ভোর ৪:২৩

নেওয়াজ আলি বলেছেন: এমন অকাল মরণ সত্যিই কষ্টদায়ক ।

১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যিই তাই...
আল্লাহ তাকে ভাল রাখুন ওপারে.....

৬| ১১ ই জানুয়ারি, ২০২২ ভোর ৫:৪০

সোহানী বলেছেন: আমি তোমার কবিতাটি এড করে দিয়েছি স্টিকি পোস্টটিতে।

১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

কৃতজ্ঞতা একরাশ।
আসলে তোমার লেখা ২য়বার পড়েই এই ট্রিবিউটের জন্ম।
এর প্রশংসার ভাগটুকু তুমিও নিয়ে নিও :)

৭| ১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কি নিদারুণ কষ্ট। ওপারে ভাল থাকুন নয়ন ভাই।

১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম...
সেই শুভকামনাই নিরন্তর..

৮| ১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৮

মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই একজন ভাল মনের মানুষ ছিলেন।

১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রার্থনাই সম্বল....
আল্লাহ তাকে ভাল রাখুক।

৯| ১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ উনাকে মাফ করে দিন
জান্নাত দান করুন

১১ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিন।

১০| ১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৫

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,




এমন ট্রিবিউট পাওয়ার মতোই ছিলো নঈম নয়ন। কি নির্মোহ আর বিনীত! নয়নের চলে যাবার খবর শোনার পর থেকেই এলোমেলো অনেক কথাই মনে আসছে ব্লগের সবাইকে নিয়ে।
যেখানে গিয়েছে সেখানে ভালো থাকুক নয়ন। তার বেদনারা সব বদলে যাক সুখের ফুলে...................

১১ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিনীত কৃতজ্ঞতা

হুম। মনটা এলোমেলো হবারই কথা!
এক অসহায় সত্যকে ভুলে থাকার চেষ্টা করলে এড়িয়ে যাবার যে উপায় নেই....

শুভকামনাই সত্যি হোক।

১১| ১১ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:১২

শায়মা বলেছেন: এমন একজন মানুষকেও মনে হয় খুঁজে পাওয়া যাবেনা যাকে নয়নভাইয়া একটু হলেও দুঃখ দিয়েছে।

কিন্তু তার মনের দুঃখ লেখার পরতে পরতে এসেছিলো।

অনেক দোয়া আর ভালোবাসা থাকবে ভাইয়ার জন্য।

১১ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

না হারালে আমরা বুঝিনা হারানোর শুন্যতা

সকল লেনাদেনার ওপারে দোয়াই যে সম্বল। অনেক ভাল থাকুন ওপারে।

১২| ১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৩

তারেক ফাহিম বলেছেন: অনেক বিনয়ী ছিলেন নয়ন ভাই।

উনার আত্মার শান্তি কামনা করছি।

১১ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম

উনার বিদেহী আত্মার মাগফিরাতের প্রার্থনা রইলো

১৩| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।

কবিতাটি নয়ন ভাইয়ের রুহের কাছে পৌঁছে যাক।

১২ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: কৃতজ্ঞতা ভায়া

১৪| ১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৯

জুল ভার্ন বলেছেন: তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।

১২ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওপারে ভাল থাকুক নয়ন ভায়া

১৫| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় কবিতা।

১৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা রইল।

১৬| ২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ২:৫৮

ডঃ এম এ আলী বলেছেন:

এ ব্লগে প্রিয়ভাজনদের মধ্যে সে ছিল একজন ।
তার প্রথমদিককার অনেক কবিতায় তাকে
তাকে উৎসাহের কথা বলতাম প্রাণখুলে।
তার মত উচ্ছলপ্রাণের বিয়োগব্যথা
ভুলা খুবই কঠিন । দোয়া করি
আল্লাহ যেন তাকে সেখানে
ভাল রাখেন ।

৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি, দেরীতে উত্তর দেয়ায়।
আসলে নানা কারণে ব্লগে সময় দেয়াই হয়ে উঠছে না আগের মতো।

যথার্থ বলেছেন প্রিয় ভায়া
আপনার প্রার্থনা মঞ্জুর হোক-

আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা

১৭| ২৬ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৪০

মিরোরডডল বলেছেন:




ভৃগুকে অনেকদিন পর দেখছি ।
নাঈমের এভাবে চলে যাওয়া এখনও অবিশ্বাস্য মনে হয় ।
খুব সহজ সরল মনের একজন ভালো মানুষ ছিলো ।
কি সুন্দর গান, কবিতা লিখতো ছেলেটা !



৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। অনেকদিন পরই বটে

দেশটার মতোই অনেক কিছু এলোমেলো হয়ে গেছে
চুয়ান্ন বিষ-নিঃশ্বাস, দ্রব্যমূল্যের উর্ধগতি, গণতন্ত্রহীন পনেরো বছর...

সত্যিই উনার চলে যাওয়া আকস্মিকই বটে।
ওপারে ভাল থাকুন। মুক্তির মহান মাকামে শান্তিতে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.