নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না বিজ্ঞাপনের ভাষা নয়....
ওয়ার্লড ইকোনোমিক ফোরামের ১২-১৩র রিপোর্টে আমাদের অবস্থান ১১০। পরিবর্তন +৮।
আমাদের প্রতিবেশী ভারত ৬০-এ!!!!
আমাদের রাজনীতিবিদরা কি জীবনেও একবার এইসব চার্টএর দিকে তাকাইছে?
কিংবা আদৌ জানে কি এইরকম চার্ট হয়????
তাহলেও এর গতি বৃদ্ধি, বিশ্বে সম্মানজনক অবস্থানের জন্য লড়াই করতো প্রতিনিয়ত- আর আমরা বেঁচে যেতাম কাঁদা ছোড়াছুড়ি থেকে!!!!
এগিয়ে যেত বাংলাদেশ্...
সূত্র: BD In World Media http://greenwatchbd.com/
Click This Link
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: যেই লীংক দিলেন......
পাইড়া তো থ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ধন্যবাদ দেবার সৌজন্যতাটুকুও নাই!!!!!!
তাইতো বলি দেশ কেনু এত পিছে হাটে!! মূখে ঠোঙ্গা দেয়া বিলুইর মতো
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২০
মুগ্ধ মাহি বলেছেন: কি শুনাইলেন
নেতারা তো বলেন আমাদের জিডিপি নাকি অনেক ভাল, আমাদের রিজার্ভ নাকি রেকর্ড পরিমাণ বেশি , উন্নতির জোয়ারে হিমালয় উপত্যকা থেকে বে অফ বেঙ্গলে আমরা নাকি ভেসে যাইতেছি
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: তা যা বলেছেন...
তবে সেই উন্নতি দলবাজ আর সুবিধাবাদী নেতাগো পকেট ছাড়া আর কুতাও নাই!!!
আর তারা নিজেগো পকেটে আগে ছিলনা কানাকড়ি এখন দেখে কাড়ি কাড়ি- তো উন্নতি তো তাদের হইছেই , হইছে না। স্রেফ নিজের আর দলের...
দেশতো দৌড়ে ১১০, ১৪৮ এর মাঝে!!
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬
ঢাকাবাসী বলেছেন: কাদের কথা বলছেন আমাদের তথাকথিত নেতা বা রাজনীতিবিদদের? আরে এরা তো বলবে ওয়ার্লড ইকনমিক ফোরাম কি জিনিস, ঐডা খায় না মাথায় দেয়!!!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা।
যথার্থই বলেছেন!!!
আমাদের রাজনৈতিক দলগুলোই পারে এ অচলাবস্থার অবসান ঘটাতে!!!
কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?
শুদ্ধি অভিযান
যোগ্য লোকদের দলে স্থান
মেধা এবং বিষয়ভিত্তি বিশেষজ্ঞদের মন্ত্রীত্ব প্রদান
দেশপ্রেমে পরীক্ষিতদের মূল্যায়ন...
কসম.. দেশ বদলে যেতে দুই টার্মের বেশী লাগবে না।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম...
ট্রানজিট , এইটা পড়েন, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের এমপিদের কি অবস্থা ! তারা আবার ইকোনমিক রিপোর্ট পড়বে?
দোষতো আমাদেরই, আমরাইতো এদের নির্বাচিত করি...