নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
দরিদ্র দূরীকরণে যাকাতের কোনো ভূমিকা নেই।
যাকাত দিয়ে দারিদ্রতা দূর করা যায় না। যাকাত বহু বছর আগের সিস্টেম। এই সিস্টেম আজকের আধুনিক যুগে কাজ করবে না। বিশ্ব অনেক এগিয়ে গেছে। আমাদের দেশ তো কোরআন হাদিসের নিয়মে চলে না। দেশ চলে সংবিধান অনুযায়ী। মুসলমানরা বছরে একবার রমজান মাসে যাকাত ফেতরা দেয়। একটা কমদামি শাড়ি আর লুংগি। যা তিন মাস ব্যবহার করা যায় না। একটা শাড়ি বা লুংগী দিয়ে মানুষের কি হয়?
ইসলাম ধর্মের নিয়ম কানুন দিয়ে দেশ থেকে গরীবি দূর করা যাবে না।
দারিদ্রতা দূর করতে হবে আধুনিক নিয়মে। দারিদ্রতা দূর করার জন্য সবার আগে নিশ্চিত করতে হবে শিক্ষা। সবার জন্য শিক্ষা। শিক্ষা ছাড়া অভাব দূর হবে না। দরিদ্রদের জন্য শিক্ষাই সম্পদ। আমাদের পুরো জাতিকে টেকনোলজিতে এগিয়ে থাকতে হবে। উন্নত দেশ গুলোর দিকে তাকালে সব টের পাওয়া যায়। আমাদের দেশে দরিদ্র দূর করার জন্য ১৯৭২ সালেই শিক্ষা ফ্রি করে দেওয়ার প্রয়োজন ছিলো। শেখ মুজিব এই কাজ করেন নাই। এবং তার কন্যা শেখ হাদিনাও এই কাজ করেন নাই।
আজ জাতীয় পথশিশু দিবস।
পথশিশুরা বড় অবহেলিত। মানুষের তো কিছু করার কথা নয়, এদের জন্য খোদাও কিছু করেনি। সমস্যা কে ঠিকমতো বুঝে নিয়ে সেটার সমাধানের চেষ্টা সরকারের নেই, তবে সমস্যা উদযাপনের ব্যাপক উৎসাহ আছে।সব মন্দেরও কিছু ভালো দিক থাকে। সরকার এত সুন্দর সুন্দর পথ বানাচ্ছে আর সেখানে পথশিশু না থাকলে কেমন হবে! পথশিশু না থাকলে সভা সেমিনার কিভাবে করবে আমাদের আমলারা।
মগজহীন সরকার ও প্রশাসন।
কয় লাখ শিশু রাস্তায় ঘুমায়? সমস্যা না দেখলে সমাধান আসেনা। আপনারা কি চোখ বুজে সমস্যা নেই 'ওল ইজ ওয়েল' বলে থাকতে চান? টিআইবি'র মতে বাংলাদেশে একদম ছোটখাটো দূর্নীতি হয় ছয় হাজার কোটি টাকা। এ টাকা দিয়ে পথশিশুদের জন্য কয়েক হাজার আশ্রয় কেন্দ্র ও স্কুল তৈরি করা সম্ভব।
নবীজি যখন যাকাতের নিয়ম করলেন, তখনকার বিশ্ব আর আজকের বিশ্ব এক নয়।
তখন বিশ্বে লোকসংখ্যা ছিলো কম। সেই সময় আরব জ্ঞান বিজ্ঞানে উন্নত ছিলো না। কুসংস্কারে আচ্ছন্ন ছিলো। আইনস্টাইন, এরিস্টটলের মতো জ্ঞান নবীজির ছিল না। নিজে যা ভালো বুঝতেন সেটাই বলতেন, সেটাই করতেন। নবীজির চিন্তা ভাবনা আজকের বিশ্বে অচল। কাজেই বছরে একবার জাকাত ফেতরা দিয়ে দরিদ্রতা দূর করা যাবে না।
মানুষের দরকার কাজ। চাকরি সৃষ্টি করতে হয়।
আমাদের দেশের মন্ত্রী এমপিরা চাকরি সৃষ্টি করতে জানেন না। দেশে বেকারের অভাব নেই। যার জমিজমা আছে অথবা নগদ টাকা আছে সে বিদেশ চলে যাচ্ছে। একটা চাকরির জন্য তিন হাজার সিভি জমা পড়ে। অভাব দূর করার জন্য সমবায়ের মাধ্যমে স্বল্প ঋন দিয়ে বেকারদের উদ্যোক্তা হওয়ার সুযোগ দিতে হবে। মানুষের দরকার কাজ। যেসব দেশে চাকরি নেই, সেসব দেশই দরিদ্র। তাই শিক্ষাকে সম্পূর্ণ ফ্রি করে দিতে হবে। শিক্ষিত জনগোষ্ঠী পারবে জাতিকে দারিদ্রতা থেকে মুক্তি দিতে।
০৫ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ০৫ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৪
নতুন বলেছেন: বাংলাদেশে 103,597 ব্যাংক একাউন্টে ১০ লাখের বেশি টাকা জমা আছে।
মুসলমানের উপরে ফরজ জাকাত ২.৫% তার সম্পত্তির উপরে।
তাহলে আপনি একটু হিসাব করুন যদি দেশে সবাই জাকাত দিলে কতটাকা জাকাত হয়?
দেশে খুবই কম মানুষ আছে যারা তাদের পুরো জাকাত দেয়।
০৫ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫
রাজীব নুর বলেছেন: যাকাত দিয়ে দারিদ্র্যতা দূর করা সম্ভব না। কার ব্যাংকে কত টাকা আছে, সেটা বড় কথা নয়।
৩| ০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আপনার টায়ার্ড লাগে না? একই বিষয়ে আর কত বছর নিজের এনার্জি নষ্ট করবেন? মানসিক ডাক্তার দেখান প্লিজ।
৪| ০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৫
মুনতাসির বলেছেন: আমাদের পার ক্যপিটা আয় যদি ২৭৮০ ডলার হয়। আর এই হিসেবে যদি আমি, আপনি, বাড়ির দারোয়ন এবং একজন রিকশাওয়ালা থাকেন, তবে এই চার জনের গড় হলো ২৭৮০ ডলার। আমি নিশ্চিত আপনি এটা জানবেন। কিন্তু যদি একক ভাবে হিসাব করা হয় তবে আমাদের কার কাছে এই পরিমান ডলার আছে বা ইনকাম আছে? হয়তো একজনের আছে কিন্তু বাকিদের? জাকাত মনে হয় এই গ্যাপ টা পুরন করে বা করতে পারতো কিছু টা হলেও। ইকনমিক ডিসপারেটি যত বাড়বে, কম টাকা কামানো মানুষের সংখ্যাও বাড়বে আবার জাকাতের পরিমানও বাড়ার কথা। এখানে কতজন দিবে তার থেকে মূল মূলধনের কত অংশের জাকাত আমরা দিচ্ছি সেটা গুরুত্বপূর্ন।
আমি যুক্তি দেয়ার চেষ্টা করেছি। ধর্ম এবং যুক্তি এক সাথে আসে না। তাই ধর্ম তর্কে না যাওয়াই শ্রেয় মনে হয়।
৫| ০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৯
আহরণ বলেছেন: ইসলামের দান, সদকা, ফিৎরা, জাকাত দিয়ে কেবল ভিক্ষুকের হাত প্রসারিত হয়। উদাহরণ : আমাদের কাঙাল দেশ। রাজিব ভাইয়া?
৬| ০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৭
আহরণ বলেছেন: সাইফুলসাইফসাই বলেছেন : তাহলে আপনি একটা নিয়ম সৃষ্টি করুন যাতে সবার সমস্যা দূর হতে পারে। আপনার কাছে ইসলাম ধর্মের বিধি বিধান এত অপছন্দ। আল্লাহ ও নবীরা মানুষের কল্যাণের জন্যই সবসময় তাদের সময়ে চেষ্টা করে গেছেন। আপনিও ভালো মানুষ মানুষ নিয়ে চিন্তা করেন। তাহলে মানুষের সমস্যা সমাধান করেন। ধরুণ পৃথিবীতে কোনো ধর্ম নেই। আপনার সুযোগ আপনি কী করবেন ভাবুন করুন। এই সুন্দর পৃথিবী কীভাবে পরিচালনা করবেন। মানুষের দুঃখ দুর্দশা কীভাবে দূর করবেন।
চীন, জাপান, সিঙ্গাপুর, রাশিয়া, সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ড............ কী ভাবে চলছে একটু ভাবেন। পাশাপাশি বাংলাদেশ, ফাঁকিস্তান.... !! বলেন তো ভাইয়া?
৭| ০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:১৫
পুরানমানব বলেছেন: আপনার নাম খানা দেখিলেই আমাগো মসজিদের জুতা চোরের কথা মনে পড়িয়া যায়। বেটা যদি জুতা চুরি না করিয়া নামাজ পড়িত তবে এতদিন মানুষের লাত্থি খাইতো না।
চোর যখন ধর্ম লইয়া আলোচনা করিতে আসে তখন এরকম ডেলিভারি স্বাভাবিক।
৮| ০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বড়লোকের জাকাত নেয়া আর ভিক্ষা নেয়া একই কথা।
৯| ০৫ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৬
নাহল তরকারি বলেছেন: আপনারে অনেকদিন পরে দেখলাম। কেমন আছেন? আপনারে কতদিন দেখি না।
১০| ০৫ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৬
প্রামানিক বলেছেন: সবাই যদি ঠিকঠাক মতো যাকাত দেয় এবং সেই যাকাতের টাকা সঠিকভাবে বন্টন করা হয় তাহলে কেউ কষ্ট পাবে না। আমরা যাকাত দেই ভিক্ষা হিসাবে, কিন্তু ভিক্ষা না দিয়ে যাকাতের টাকায় যদি মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ নেয়া হতো তাহলে দারিদ্রতা অনেক কমে যেত।
১১| ০৫ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫০
কামাল১৮ বলেছেন: যাকাত দারিদ্র বাড়ায়।মানুষকে সাবলম্বী হতে সাহায্য করে না।
১২| ০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:০৯
নতুন বলেছেন: লেখক বলেছেন: যাকাত দিয়ে দারিদ্র্যতা দূর করা সম্ভব না। কার ব্যাংকে কত টাকা আছে, সেটা বড় কথা নয়।
সরকার দাবিদ্রতা দুর করতে পারেনা, তাইলে আমেরিকা বা অন্য সব ধনীদেশে দরিদ্র মানুষ থাকতো না।
কেউ নিজের টাকা অন্যকে দিতে চায় না। কিন্তু যাকাতের ব্যবস্থাটা মানুষকে ধর্মীয় ভাবে মটিভেসন করে তাই সবাই জাকাত দিলে সেটা ঠিক মতন দারিদ্রদের মাঝে বন্টন করতে পারলে তার মাধ্যমে তারা কর্মসংস্থান করলে অনেকেই সাভলম্বি হতে পারে।
১৩| ০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৪
বিষাদ সময় বলেছেন: যাকাতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যাকাত আয়ের উপর ধার্য্য না হয়ে মোট সম্পদের উপর ধার্য্য হয়। ফলে কোন ব্যাক্তি যদি তার সম্পত্তি থেকে পর্যাপ্ত আয় করতে না পারেন তবে যাকাত দিতে গিয়ে অচিরেই তিনি নিজে যাকাত গ্রহীতায় পরিণত হবেন।
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩৪
সাইফুলসাইফসাই বলেছেন: তাহলে আপনি একটা নিয়ম সৃষ্টি করুন যাতে সবার সমস্যা দূর হতে পারে। আপনার কাছে ইসলাম ধর্মের বিধি বিধান এত অপছন্দ। আল্লাহ ও নবীরা মানুষের কল্যাণের জন্যই সবসময় তাদের সময়ে চেষ্টা করে গেছেন। আপনিও ভালো মানুষ মানুষ নিয়ে চিন্তা করেন। তাহলে মানুষের সমস্যা সমাধান করেন। ধরুণ পৃথিবীতে কোনো ধর্ম নেই। আপনার সুযোগ আপনি কী করবেন ভাবুন করুন। এই সুন্দর পৃথিবী কীভাবে পরিচালনা করবেন। মানুষের দুঃখ দুর্দশা কীভাবে দূর করবেন।