নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় মুক্তিযোদ্ধা

সায়েমুজজ্জামান

কাজী সায়েমুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। দক্ষিণ কোরিয়া সরকারের স্কলারশিপ নিয়ে কিউং হি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড পলিসি বিষয়ে মাস্টার্স। জন্ম ১৯৮১ সালে চট্টগ্রাম শহরের দামপাড়ায়। তার পূর্বপুরুষ ছিলেন দক্ষিণাঞ্চলের বাউফলের ঐতিহ্যবাহী জমিদার কাজী পরিবার। ছাত্রজীবন থেকেই লেখালেখিতে হাতে খড়ি। তবে ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত হন। তিনি যুগান্তর স্বজন সমাবেশের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক। ২০০৪ সালে তিনি দৈনিক মানবজমিন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। পরে ইংরেজী দৈনিক নিউ এজ এ সিনিয়র প্রতিবেদক হিসেবে কাজ করেন। পরবর্তীতে ২৮ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সদস্য হিসেবে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রেক্টর (সচিব) এর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতিসংঘের সংস্থা ইউএনডিপিতে লিয়েনে চাকরি করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। শিল্প সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন৷বর্তমানে সরকারের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা ছাড়াও ইংরেজী, আরবী, উর্দ্দু ও হিন্দী ভাষা জানেন। ছোটবেলা থেকেই কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে পরিচিত ছিলেন। যেকোনো প্রয়োজনে ইমেইল করতে পারেন। [email protected]

সায়েমুজজ্জামান › বিস্তারিত পোস্টঃ

মাজার ভাঙ্চুরের দর্শন কী!

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০০

বর্তমানে দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙ্গা হচ্ছে। এই মাজার ভাঙ্গার দর্শন খুঁজতে হলে ২০০ বছর পেছনে যেতে হবে। ইতিহাস খুঁজলে আমরা সৌদ বংশের তিনটি সৌদী রাষ্ট পাই। প্রথম সৌদী রাষ্ট্রের শেষ শাসক ছিল আবদুল্লাহ বিন সৌদ। তার নেতৃত্বে মক্কা ও মদিনা দখল করা হয়। ১৮০১ সালে কারবালায় হামলা করে হযরত হুসাইন রা. এর মাজার ভেঙ্গে দেয়। পরে মসজিদে নববীতে ধ্বংসযজ্ঞ চালিয়ে আগুন লাগিয়ে দেয়। এতে মহানবী দ. এর রওজা মুবারকের গিলাফ আগুনে পুড়ে যায়। পরে তারা মসজিদে নববী ভাঙ্গার উদ্যোগ নেয়। ওই সময়ে আরবে একদল কাওয়ালি ছিলেন যারা পথে পথে ঘুরে বেহালা বাজিয়ে হযরত মুহাম্মদ দ. এর শানে মানে নাত গাইতেন। আহলে বায়েতের সম্মানে কাসিদা গাইতেন। এছাড়াও সুরে সুরে হযরত হুসাইন রা. এর মর্মান্তিক শাহাদতের শোকগাঁথা প্রচার করতেন। পাপিষ্ঠ আবদুল্লাহ বিন সৌদ তাদেরকে খুঁজে খুঁজে হত্যা করে। হযরত হুসাইন রা. এর মাজার ধ্বংস ও মদিনার মসজিদ ও রওজা ক্ষতিগ্রস্থ করায় সারাবিশ্বের মুসলমানদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর প্রতিক্রিয়ায় ওসমানীয় খলিফা দ্বিতীয় মাহমুদ সৌদীদের শায়েস্তা করার উদ্যোগ নেন। ১৮১৮ সালে ইব্রাহিম পশার নেতৃত্বে মিশরীয় বাহিনী আবদুল্লাহ বিন সৌদকে পরাস্ত করে রাসুল দ. যেই নজদের জন্য দোয়া করেন নি সেই নজদ থেকে গ্রেফতার করে তৎকালীন কনস্টান্টিনোপালে প্রেরণ করেন। পরে তুরস্কের ঐতিহাসিক হাইয়া সোফিয়া মসজিদের সামনে চারপুত্রসহ তাকে নেয়া হয়। উপস্থিত হয় লাখ লাখ সুন্নী মুসলিম জনতা। এরপর তাদের সামনে বেহালা পরিবেশন করা হয়। গান শুনানো হয়। তারপর আবদুল্লাহ বিন সৌদকে চার পুত্র ও দুইজন সহচরসহ প্রকাশ্যে শিরোচ্ছেদ করা হয়।

কোন দর্শনের ভিত্তিতে এই মাজার ভাঙ্গা হচ্ছে- কারা ভাঙ্গছে এই ইতিহাস জানলে আপনিও বুঝতে পারবেন। চলুন ইতিহাস জেনে আসি।

মদিনায় নবীপ্রেমিকদের ঠিকানা রওজা ছাড়াও মুসিলিম বিশ্বে সাহাবা, আওলিয়া কেরামসহ ইসলামের বিশিষ্ট ব্যক্তিদের মাজার রয়েছে। সৌদী আরবেও সাহাবাদের মাজার ছিল। এসব মাজার ভেঙ্গে ফেলা হয়েছে। এই মাজার ভাঙ্গার সাথে সৌদ বংশের শাসকরা জড়িত রয়েছে। আল সৌদ রাজবংশের প্রথম পূর্বপুরুষ ছিলেন শেখ সৌদ ইবনে মুহাম্মদ ইবনে মুকরিন। তিনি নজদের পার্শ্ববর্তী দিরিয়ার অধিবাসী ছিলেন। ১৭২৬ সালে তার মৃত্যু হয়।  তার মৃত্যূতে তার পূত্র মুহাম্মদ বিন সৌদ ক্ষমতায় আসেন।

ওই সময় নজদে মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহাব নামের একজন ব্যক্তির আবির্ভাব ঘটে। হাদীসে এসেছে এই নজদের জন্য আল্লাহর নবী দ. দোয়া করেননি। এ কারণে বর্তমানে নজদের নাম পরিবর্তন করা হয়েছে। বর্তমান রিয়াদই সেই অভিশপ্ত নজদ। আব্দুল ওয়াহাব প্রথম দিকে হাম্বলী মাজহাবের অনুসারী ছিলেন। পরে ইবনে তাইমিয়ার মতবাদে প্রভাবিত হন। মাজার নিয়ে প্রথম প্রশ্ন তুলেছিলেন ইবনে তাইমিয়া। তিনি মাজারের বিপরীতে সুকৌশলে মসজিদকে সামনে আনেন। তিনি বলেছেন, ‘তাদের মাজারগুলো জৌলুশ ও জমজমাট থাকে আর মসজিদগুলো থাকে জনশূন্য, বিরাণ’। ইবনে তাইমিয়া মাজারের বিরুদ্ধে ‘আর রাদ্দু আলাল বাকরি’, ‘আর রাদ্দু আলাল আখনাঈ’, 'আল ওয়াসেতাতু বায়নাল হক্ক ওয়াল খলকি' শিরোণামে বইও লেখেন।

ইবনে তাইমিয়ার দর্শনের গোড়া অনুসারী ছিলেন আব্দুল ওয়াহাব। তার সমাজ সংস্কারের আহ্বানের মূল ভিত্তি ছিল তওহীদ। তার অনুসারীদের তৌহিদী জনতা সম্বোধন শুরু হয়। তিনি ইমামদের অনুসরণ বা তাকলিদের বিরোধিতা করেন এবং ইজতিহাদ প্রয়োগের আহ্বান জানান। পরবর্তীতে আব্দুল ওয়াহাব নজদি ক্রমাগতভাবে বহু জনপ্রিয় সুন্নি অনুশীলন যেমন সুফিজম, ওলী-আউলিয়া, মুর্শিদ, মাজার জিয়ারত ও আদব-সম্মান-শ্রদ্ধা ইত্যাদির বিরোধী হয়ে ওঠেন। তিনি সুন্নীদের এসব আচারকে বিদআত কিংবা এমনকি শিরক হিসেবে আখ্যা দেন।

মুহাম্মদ বিন সৌদ ছিলেন নজদে প্রথম সৌদ বংশের প্রথম শাসক। তার সাথে আব্দুল ওয়াহাব নজদির একটি ধর্মীয়-রাজনৈতিক চুক্তি হয়। আব্দুল ওয়াহাবের প্রয়োজন ছিল রাষ্ট্রীয় নিরাপত্তা। আর সৌদের প্রয়োজন ছিল দর্শন। চুক্তি মোতাবেক ওয়াহাবি মতবাদের ভিত্তিতে প্রথম সৌদি রাষ্ট্র দিরিয়া আমিরাত প্রতিষ্ঠা করা হয়। তাঁদের দুই পরিবারের মধ্যে একটি শক্তিশালী পারিবারিক বন্ধন তৈরি করতে ১৭৪৪ সালে মুহাম্মদ বিন সৌদের পুত্র আবদুল আজিজের সাথে মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহাবের কন্যার বিয়ে হয়। এটিই অধুনা সৌদি আরব প্রতিষ্ঠার ভিত্তি। ১৭৬৫ সালে তার মৃত্যু হয়। এই ইবনে সৌদের নামেই সৌদি আরবে ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে।

মুহাম্মদ বিন সৌদের মৃত্যু পর তার পুত্র আবদুল আজিজ দিরিয়া ও নজদের প্রথম সৌদ বংশের দ্বিতীয় শাসক হন। তিনি মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহাব নজদীর জামাতা ছিলেন। তখন মক্কা মদীনা ওসমানীয় খেলাফতের অধীনে ছিল। ওই সময় ওসমানীয়রা ইউরোপে অভিযান নিয়ে ব্যস্ত ছিলেন। এই সুযোগ কাজে লাগিয়ে আবদুল আজিজ ওসমানীয়দের কাছ থেকে মক্কা মদীনা দখল করে নিজেকে খাদেমুল হারমাইনে শারিফাইন ঘোষণা করেন।  ১৮০৩ সালে তার মৃত্যু হয়।

তবে মৃত্যূর আগেই ১৭৮৭ সালে তৃতীয় শাসক হিসেবে পুত্র সৌদ বিন আব্দুল আজিজকে ক্ষমতার উত্তরাধিকারী ঘোষণা করে যান। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার নানা আব্দুল ওয়াহাব নজদী। কারণ তিনি তাকে ওয়াহাবী মতবাদে দীক্ষা দেন। এর মাধ্যমে সৌদ বিন আব্দুল আজিজ ওয়াহাবী মতবাদের একজন গোঁড়া ইমাম হয়ে ওঠেন।  সৌদ ১৮০২ সালে তিনি ১২ শত ওহাবী সৈন্য নিয়ে কারাবালা আক্রমণ করে এর অধিবাসীদের হত্যা করেন। এছাড়াও কারবালায় অবস্থিত প্রিয় নবীর দৌহিদ্র হযরত হুসাইন রা. এর মাজার ধ্বংস করেন। মাজারের মূল্যবান সামগ্রী লুট করেন। পরে ইরাকের ওসমানীয় গভর্ণরের কাছে চিঠি লিখে বিষয়টি জানান।

কারবালার পর তিনি মক্কা শরীফ আক্রমণ করেন। মক্কার আশপাশে সাহাবাসহ আগের নবীদের মাজার ধ্বংস করেন। মক্কা দখল ও মাজার ধ্বংসের পর তিনি অটোমান সুলতান তৃতীয় সেলিমকে একটি চিঠি পাঠান। চিঠিতে তিনি মক্কা দখলের ঘোষণা দেন। জানান, সেখানকার সকল মাজার ধ্বংস করেছেন। তিনি সেলিমকে ওয়াহাবি মতবাদ অনুসরণ করার আমন্ত্রণ জানান। আরো ঘোষণা দেন, লোকদেরকে খেলাফতের প্রতীক মহমাল, ভেরী ও দফ নিয়ে মক্কায় প্রবেশ করতে দেবেন না। এই চিঠির মাধ্যমে ওয়াহাবীরা আনুষ্ঠানিকভাএ খেলাফতকেও অস্বীকার করে।

১৮১৪ সালে সৌদের মৃত্যু হয়। তার মৃত্যুতে পুত্র আব্দুল্লাহ প্রথম সৌদ বংশের চতুর্থ ও শেষ শাসক হিসেবে ক্ষমতায় আসেন। ইনিই সেই ওহাবী শাসক যাকে ওসমানীয়রা হাইয়া সোফিয়ার সামনে নিয়ে প্রকাশ্যে শিরোচ্ছেদ করেছিলেন। আব্দুল্লাহর বাবা সৌদ মক্কার মাজার ধ্বংস করেছিলেন। আবদুল্লাহ মদিনা আক্রমন করেন। হাদীস গ্রন্থ মিশকাত শরীফে আছে, আল্লাহর নবী দ. বলেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়া সানান ইউবাদু আশতাদ্দা গাজাবুল্লাহি কওমিন এত্তাখাজু কুবুরা আনবিয়ায়িহিম মসজিদা। মানে হলো- আল্লাহ! তুমি আমার কবরকে ইবাদতের স্থানে পরিণত করো না। যারা তাদের নবীর কবরকে মসজিদে পরিণত করে ওই জাতির ওপরে আল্লাহর গজব কঠোরতর হয়। আব্দুল্লাহ দেখলেন, রাসুল দ. এর রওজা মসজিদে নববীর ভেতর। এ কারণে তিনি মসজিদে নববী ধ্বংস করতে চাইলেন। মসজিদে হামলা করে ভাঙ্চুর শেষে আগুন ধরিয়ে দিলেন। এতে প্রিয় নবীর রওজার গিলাফ পুড়ে যায়। তাছাড়া সুফি সাধক ও বেহালা দিয়ে কাসিদা-কাওয়ালী গায়কদের হত্যা করেন। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে মুসলিম বিশ্ব। লেখার শুরুতেই বলেছিলাম, তখন ওসমানীয় খলিফা ছিলেন দ্বিতীয় মাহমুদ। তিনি আব্দুল্লাহকে শাস্তি দেয়ার জন্য মিশরের গভর্ণরকে নির্দেশ দেন। ১৮১৮ সালে মিশরীয় সেনাপ্রধান ঐতিহাসিক কামাল পাশা আবদুল্লাহকে পরাজিত করে মিশরে নিয়ে যান। পরে তাকে মিশরে ছয়মাস রেখে তুরস্কে পাঠানো হয়। তার চার সন্তান ও দুই সহযোগীসহ সবাইকে তুরস্কের হাইয়া সোফিয়া মসজিদের সামনে শিরোচ্ছেদ করা হয়। মৃত্যুর আগে তাদের বেহালার সুর শুনানো হয়। আর এভাবেই পতন হয়েছিলো- মাজার ধ্বংসকারী প্রথম সৌদী শাসনের।

পরবর্তীতে আবদুল্লাহর ভাই খালিদ ওয়াহাবীদের ঘাটি নজদে ফিরে গিয়ে দ্বিতীয় সৌদী শাসন চালু করেন। তবে তিনি মিশরের ওসমানীয়দের গভর্ণর মোহাম্মদ আলীর অধীনে ছিলেন। দ্বিতীয় সৌদী শাসন ছিল ১৮৯১ সাল পর্যন্ত। দ্বিতীয় সৌদী শাসনের সর্বশেষ শাসক ছিলেন আবদুর রহমান। পরবর্তীতে তার পুত্র আবদুল আজীজ সৌদীর ক্ষমতায় আসেন। তারপর তার পাঁচ পুত্র পর্যায়ক্রমে সউদ, ফয়সাল, খালিদ, ফাহাদ, আব্দুল্লাহ সৌদী আরব শাসন করেছেন। আরেক পুত্র সালমন বর্তমানে ক্ষমতায় আছেন। সালমনের পুত্র মুহাম্মদ বিন সালমনই এখন সৌদী আরবের প্রধানমন্ত্রী। এই মুহাম্মদ বিন সালমন ওহাবীবাদ নিয়ে বোমা ফাটিয়ে দিয়েছেন। তার সেই বক্তব্য ২০১৮ সালে ২২ মার্চ দ্য ওয়াশিংটন পোস্ট প্রকাশ করেছে। মুহাম্মদ বলেছেন, পশ্চিমাদের কথায় ওয়াহাবিবাদ প্রচার করেছে সৌদি আরব। ওয়াহাবিবাদের প্রসারের জন্য বিদেশের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় বিনিয়োগ করেছিল তাঁর দেশ। পরমতসহিষ্ণু সুন্নিদের উগ্র ওয়াহাবিবাদে দীক্ষিত করতে ১৯৭০ থেকে চার দশকে ১ হাজার কোটিরও বেশি ডলার ঢেলেছে সৌদি আরব। এবার বুঝতে পেরেছেন কীভাবে মাজার ভাঙ্গার দর্শন কোথা থেকে এদেশে এসেছে!ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়ার আর দরকার নেই।

২.০
মহানবীর রওজায় আক্রমন হলে উসমানীয়রা এগিয়ে এসেছিলেন। একারণে মদিনার বুকে রওজাটা অক্ষত রয়েছে। তবে লোকজন যাতে কাছে না যেতে পারে তার ব্যবস্থা করা আছে। রওজার সামনে হাতও তুলতে দেয়া হয়না। ভেতরে ঢুকতে দেয়া হয়না। একবার তাসাউফপন্থী সুফিবাদী চেচন প্রেসিডেন্ট রমজান কাদিরভ রওজার ভেতরে ঢোকার সুযোগ পেয়েছিলেন। সাথে সাথে তিনি হযরত দ. এর পায়ে লুটিয়ে পড়ে চুমুর পর চুমু দিয়েছিলেন। এখন আর উসমানীয়রা নেই। উসমানীয়দের স্থানে সাদ্দাম হুসাইনের নেতৃত্বে ইরাক একসময় সুন্নীদের অভিভাবক ছিল। সাদ্দাম হোসেনও ইতিহাস। এদেশে মন্দির ভাঙ্গা হলে পৃথিবীর বহু দেশ রয়েছে তার প্রতিবাদ করার। সুন্নীদের জন্য; সুফিবাদের জন্য কেউ নেই। সুফিবাদ বা তাসাউফপন্থীরা ভালোবাসায় বিশ্বাস করে। তারা কাউকে আক্রমন করেছে বিশ্বের ইতিহাস ঘাটলে এমন তথ্য বের করা যাবেনা। বরং ভালোবাসার মাধ্যমে ধর্ম প্রচার করেছে তারা। দেশের মাজারে মাজারে এত আক্রমন হলো- তারা আক্রমনকারীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়নি। এটাই সুফিজম। এটাই তাসাউফ। তবে ইতিহাস বলে, কেউ আক্রমনের শিকার হলে তাকে থামানো যায়না। বরং প্রভাব বাড়ে। আক্রমনকারীর পতন হয়। মাওলানা মুহাম্মদ আলী জওহার বলেছিলেন,

‘কাতলে হুসাইন আসল মে মারগে ইয়াজিদ হ্যায়,
ইসলাম জিন্দা হোতা হায় হার কারবালা কে বাদ।’

হযরত ইমাম হোসাইনের (রা.) শাহাদাতের মাঝে আসলে এজিদের অপমৃত্যুই নিহিত ছিল; কেননা প্রতিটি কারবালার পরেই ইসলাম পুনর্জীবন লাভ করে।

কাজী সায়েমুজ্জামান
১৫ সেপ্টেম্বর ২০২৪
ঢাকা।


মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

আমি সাজিদ বলেছেন: চমৎকার পোস্ট।
পশ্চিমাদের উদ্দেশ্য কি ছিল ওয়াহাবিবাদ প্রচারে? এমবিএসের কথা বিশ্বাস কেমনে করি? সে তো ক্ষমতার জন্য নিজের স্বজনদেরই বন্দী করেছে।

বাংলাদেশে কিছু লালসালু ধরনের মাজার নেই কি? সেগুলোতে তো কিছু কাজ হয় যা ধর্মের সাথে যায় না।

আমাদের দেশের মাজার সংস্কৃতি আর মধ্যপ্রাচ্য, মিশর, তুরস্কের মাজার সংস্কৃতি কি একই? জানার জন্য প্রশ্ন রেখে গেলাম।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৬

সায়েমুজজ্জামান বলেছেন: এটা নিয়ে এর আগে লিখেছি। পশ্চিমাদের উদ্দেশ্য ছিল ইসলামিক কালচার ধ্বংস করা। যেহেতু ওহাবিরা বেদআত বলে মুসলমানদের চৌদ্দশ বছরের সংস্কৃতি ধ্বংস করতে চাইছে; এ কারণে ইংরেজরা তাদের ক্ষমতায় যেতে সহায়তা করেছে। আপনি দেখবেন এ কারণে আধুনিক আরবের জনক লরেন্স অব অ্যারাবিয়া।

এমবিএস পশ্চিমাদের সাথে একটু আগাতে চাইছে। তবে পশ্চিমারা ওহাবিবাদের মতো মৌলবাদি ও উগ্র মতবাদ ছড়িয়ে দেয়ার জন্য সৌদী বংশধরদের প্রতি অভিযোগ তুলেছে। এই অভিযোগটা খন্ডন করতেই এমবিএস বলেছে যে পশ্চিমারাই এই ওহাবীবাদের মূল সূত্র। তারাই এই মতবাদ মুসলিম বিশ্বে ছড়িয়ে দিতে বলেছে। এ কারণে উগ্রতার জন্য সৌদীদের দোষ দিয়ে লাভ নেই।


সৌদী বংশে ক্ষমতার দ্বন্দ্ব রয়েছে। সৌদী বাদশাহ আবদুল আজিজ মারা যাওয়ার আগে ৪৭ জন পুত্র ও
কন্যা রেখে যান। এদের মধ্যে কন্যা ১১ জন। এদের মধ্যে রাজা হতে পেরেছেন ৬ জন। তাদের মধ্যে এমবিএসের বাবা সালমান বর্তমান রাজা। সালমানের মৃত্যুর পর তার ভাইদের পর্যায়ক্রমে রাজা হওয়ার কথা। তবে এমবিএস তাদের হতে দ্তে চান না। বাবা মারা যাওয়ার পর চাচাদের ক্ষমতা না দিয়ে নিজেই ক্ষমতা নিতে চান। এজন্য অন্য উত্তধিকারদের শায়েস্তা করছেন।

দেশে অনেক ভুয়া মাজার রয়েছে। মাজারে তারা তাদের মতো কর্মকান্ড করে। সেক্ষেত্রে কেউ কী ধর্মের ব্যাপারে কোনো কিছু করতে পারবেন না বলে বাধ্য করতে পারেন! তারা তাদের মতো থাকুক। সেখানে না গেলেই তো হয়। তারা তো সমাজের ক্ষতি করেনা। বোসাবাজি করেনা। উগ্র না। এরা মহবজুব শ্রেণির লোক। পাগলের আবার শরিয়ত কী! কেউ মজ্জুব হলে তার উপর শরিয়ত স্থগিত হয়ে যায়। এখন কেউ যদি বলে সবাই আমার মতো হবে সেটা কী সম্ভব!

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭

শাহ আজিজ বলেছেন: এই বিষয়টি আগে পড়িনি তাই খুব আগ্রহ নিয়ে পড়লাম , ভাল লেগেছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১১

সায়েমুজজ্জামান বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪০

কামাল১৮ বলেছেন: আইএসরা কোন পন্থি।মাজার পন্থি না মাজার বিরেধি পন্থি।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১০

সায়েমুজজ্জামান বলেছেন: মাজার বিরোধী পন্থী।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪৭

আমি সাজিদ বলেছেন: আমাকে করা প্রথম প্রতিমন্তব্য যে বলেছেন উগ্রতার জন্য সৌদিদের দোষ দিয়ে লাভ নাই, এই স্টেটমেন্টের সাথে আমি একমত হতে পারলাম না। সবকিছুতেই পশ্চিমকে দোষ দিয়ে নিজেদের ভিক্টিম কার্ড প্লে করা আমাদের একটা দোষ আমি মনে করি। মন্তব্যের এক্সপ্লেনেশনে আমি কনভিন্সড না।
এই সৌদি জাতের ঘরে ঘরে বাংলাদেশী, ইন্ডিয়ান, ফিলিপিনো, ইন্দোনেশিয়ান, আফ্রিকান মেইড/ কাজের মহিলা আছে। এরা আমাদের দেশের মেয়েদের সাথেই কি করেছে, অনেক প্রতিবেদন পাবেন। অন্যদের কথা বাদ দিলাম। এই জাত হিংস্র না হয়ে যায় না। আমাদের প্রফেট দুনিয়ার সবচেয়ে বর্বর জাতকেই আলো দেখাতে এসেছিলেন।

১৬ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:১০

সায়েমুজজ্জামান বলেছেন: ভাইরে "উগ্রতার জন্য সৌদিদের দোষ দিয়ে লাভ নাই" এটা আমার কথা নয়। এটা এমবিএস এর ন্যারেটিভ। আপনার মন্তব্যের সাথে একমত। দারুন বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.