নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি বিজ্ঞানকে।। তাই বিজ্ঞান নিয়ে সকল পোষ্ট করার চেষ্টা করি।।

দীপংকর চক্রবর্ত্তী

যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবেই দেখা, দেখা হবে বিজয়ে।।।

দীপংকর চক্রবর্ত্তী › বিস্তারিত পোস্টঃ

বিদ্রোহী দুখু, তুমি জেগে উঠ

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:১৬



=====আজ আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের ৩৯তম মৃত্যু বার্ষিকী। শ্রদ্ধা রইল তাঁর প্রতি। সেই সাথে আশা করছি জেগে উঠবে আবার কোনো বিদ্রোহী দুখু, যার হাতে বিনাশ হবে যত অনাচার-দুর্নীতি =====


দাও শৌর্য, দাও ধৈর্য্য,
হে উদার নাথ, দাও দাও প্রাণ,
দাও অমৃত মৃত জনে,
দাও ভীত-চিত জনে
শক্তি অপরিমাণ
হে সর্বশক্তিমান।।

দাও স্বাস্থ্য, দাও আয়ু
স্বচ্ছ আলো, মুক্ত বায়ু,
দাও চিত্ত অনিরুদ্ধ
দাও শুদ্ধ জ্ঞান
হে সর্ব শক্তিমান।।

দাও দেহে নিত্য কান্তি,
দাও গেহে দিব্য শান্তি,
দাও পুণ্য-প্রেম-ভক্তি, মঙ্গল-কল্যাণ।
ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির
রহি যেন চির উন্নত শির,
যাহা চাই যেন জয় করে পাই
গ্রহণ না করি দান।
হে সর্ব শক্তিমান।।
==========
নজরুল ইসলাম

মন্তব্য ১৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: দাও শৌর্য, দাও ধৈর্য্য,
হে উদার নাথ, দাও দাও প্রাণ,
দাও অমৃত মৃত জনে,
দাও ভীত-চিত জনে
শক্তি অপরিমাণ
হে সর্বশক্তিমান।।

মহান কবি জাতীয় কবি নজরুলের স্মরণ দিনে তাঁর জন্য অনি:শেষ মুক্তির প্রার্থনা।

আমরা কবে রাঙবো নজরুল চেতনায়!!!!!!!!!!!!!!!!

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৯

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: আসবে! অবশ্যই সেই দিন অতি শীঘ্রই আসবে।
যবে উৎপিরিতের ক্রন্দনরোল আকাশে বাতাশে ধ্বণীবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না।

চারদিকে বিরাজ করবে এক অতীন্দ্রীয় শান্তি।।

২| ২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ দীপংকর দা। কেমন আছেন?

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৩

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রামানিক সাহেব।



মুটামুটি ভালো আছি। অনেকদিন পর ব্লগে ফিরলাম।


ভালো থাকবেন।

৩| ২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৫১

বাড্ডা ঢাকা বলেছেন: প্রিয় কবিকে নিয়ে লেখা ভালো লাগলো ।

৪| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৭

কাবিল বলেছেন: বিদ্রহী কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকিতে গভীর শ্রদ্ধাঞ্জলী

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৪

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: কাবিল সাহেব ভালো আছেন?

৫| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

প্রিয় কবির প্রতি শ্রদ্ধাঞ্জলী।

৬| ২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

সুমন কর বলেছেন: জাতীয় কবির প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৯

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: ধন্যবাদ দাদা!!

অনেক দিন পর সাক্ষাৎ।
ভালো থাকবেন।

৭| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২৫

শতদ্রু একটি নদী... বলেছেন: উনার বেশিরভাগ কবিতা গানই আমার কাছে কঠিন মনে হয়। কিন্তু বিদ্রোহী কবি কেন বলে এইটা উনার নানা গান কবিতা আবৃত্তি শুনলেও বোঝা যায়। অন্যরকম ঝঙ্কার তোলে মনে। শ্রদ্ধ্যা রইলো উনার প্রতি।

৮| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৪

মনিরা সুলতানা বলেছেন: জাতীয় কবি নজরুল ইসলামের ৩৯তম মৃত্যু বার্ষিকী শ্রদ্ধাঞ্জলি ।

৯| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১১

হাসান মাহবুব বলেছেন: কবির প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।

১০| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২১

শায়মা বলেছেন: অনেক অনেক শ্রদ্ধা আর ভালো লাগা জাতীয় কবির প্রতি!!!!!!

১১| ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রিয় কবির উপর বর্ষিত হোক শান্তি

১২| ২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৮

রিকি বলেছেন: যাহা চাই যেন জয় করে পাই
গ্রহণ না করি দান।
হে সর্ব শক্তিমান।।


++

১৩| ১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: আমার প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.