কিছুদিন আগে মোহাম্মদপুর থেকে কলাবাগান যাবার পথে আসাদগেটে প্রায় ২০ মিনিট যাবৎ বাস জ্যামে আটকা ছিল। আসাদগেট যাত্রী ছাউনির পাশে দেখলাম, ৩/৪ জন ছোট ছেলে-মেয়ে, যাদের প্রত্যেকের বয়স ৫/৬ বছর হবে। তাদের হাতে ৭-৮ টি কোমল পানীয় এর খালি বোতল। ভাল করে লক্ষ্য করলাম, খালি বলতে একেবারে খালি নয়, তলানীতে ৩/৪ ফোঁটা করে হয়তো ছিল। যেটা এভাবেই আমরা খেয়ে ফেলে দেই। এই শিশুরা কয়েকটি বোতল থেকে সেগুলি একটি বোতলে নিলে তা চায়ের কাপে অর্ধেক কাপ পরিমাণ হয়। এবার তারা সবাই একটু একটু করে পরম তৃপ্তি সহকারে তা পান করলো।
এটা দেখে চিন্তা করলাম, ধনীরা বিলাসীতায় কতভাবে অর্থ-সম্পদ অপচয় করে থাকে, অথচ তাদের চোখের সামনে কত মানুষ আজ না খেয়ে দিনযাপন করছে। ধনীরা তাদের বিলাসীতায় এত সম্পদ অপচয় না করে দরিদ্রদের দান করলে এদেশের মানুষের অবস্থার অনেক উন্নতি হতো।
আমরা যেকোন অনুষ্ঠানে যে বিপুল পরিমাণ অর্থ নষ্ট করি, তার খুব সামান্য কিছু অংশ গরীবদের দান করলে এবং স্কুল, কলেজ, মসজিদ, এতিমখানা প্রভৃ্তিতে অনুদান দিলে দেশের অনেক অগ্রগতি হতো।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১৩