নাটোরের দর্শনীয় স্থান:
নাটোরের রয়েছে সুবিশাল ইতিহাস ও ঐতিহ্য । এখানকার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে রাজা প্রমাধানাথের প্রতিষ্ঠিত রাজবাড়ি যা বর্তমানে উত্তরা গণভবন নামে সুপরিচিত । আরও রয়েছে অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর রাজবাড়ি, ফকির মজনু শাহের আশ্রম, বুড়া পীরের মাজার, ওহাবী আন্দোলনের স্মৃতি পলসূরা পাটপাড়া মসজিদ, শেরশাহের সরাইখানা, ফকির চাঁদ বৈষ্ণবের আশ্রম, হযরত শাহ সুফী দানেশ মন্দের মাজার, রানী ভাবানীর জাংগাল, তিশিখালী মাজার (সিংড়া চলনবিলের মাঝখানে), চলনবিল যাদুঘর (খুবজিপুর, গুরুদাসপুর), রাজা দয়ারাম-এর উত্তরসরীদের তৈরী রাজবাড়ি (দয়রামপুর, বাগাতিপাড়া), জেনাইল ও বণপাড়ায় খ্রিষ্টানদের নির্মিত গির্জা, নাটোর শহরে জয়কালী বাড়ি, সুকুলপট্টির মহাকালী ও জোড়া শিব মন্দির মাধনগরস্থ পিতলে নির্মিত রথ, জোয়ারির বিশি পরিবারের জমিদার বাড়ি, সিংড়ার করচমারিয়া গ্রামে স্যার যদুনাথ সরকারের পারিবারিক মন্দির, গুরুদাসপুরের চাপিলা শাহী জামে মসজিদ, ভেল্লাবাড়ির মসজিদ ও তাঁর গায়ের আজ্ঞত প্রাচীন লিপি, বৃগরিলা জামে মসজিদ, চৌগ্রাম রাজবাড়ি, দি পাকুরিয়া গ্রামে নাটোর রাজের নির্মিত মন্দির পুকুর, ইটালীর প্রাচীন মন্দির, লালপুর থানার বিলমাড়িয়া গ্রামে নীলকরদের নির্মিত নীল কুঠি প্রভৃতি। এছাড়াও রয়েছে দেশের সর্ববৃহৎ গ্রাম-কলম, বিল- চলন ও হালতি বিল।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২০