দেবব্রতকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ। যেখানে উৎপল শুভ্র কোহলী শচিনদের ছেড়ে এই পাড়ে আসতে পারেন না, সেখানে দেবব্রত বাংলা টাইগারদের সাথে থেকে লড়াই করেন প্রতি নিয়ত। যেখানে উৎপল শুভ্র খেলার হেডিং লাগায় -"মুশফিক ভালো, কোহলী আরও ভালো" সেখানে দেবব্রত হেডিং দেন- "একা লড়লো মুশফিক" । যেখানে উৎপল শুভ্র মেলবোর্ণে ভারত-বাংলাদেশ ম্যাচের পর ফুরফুরে মেজাজে সেমিফাইনাল কাভার করতে যায়, সেখানে দেবব্রত বাংলাদেশ টীমের সাথে থেকে দুঃখের ভাগীদার হোন।যেখানে উৎপল শুভ্র মেলবোর্ণে ভারত-বাংলাদেশ ম্যাচে ভারতের সাংবাদিকদের সাথে মিশে গিয়ে বাংলাদেশের ভুল ট্যাকটিস বের করেন, সেখানে দেবব্রত ভারতের সাংবাদিকদের চোখে চোখ রেখে তাদের চুরি চামারী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন।
যেখানে উৎপল শুভ্র শচিন ছাড়া কাওকে নিয়ে বই লেখার প্রয়োজন মনে করেন না, সেখানে দেবব্রত বই লিখেন মাশরাফিকে নিয়ে।
দেশপ্রেম মুখে বললেই হয় না, দেশপ্রেম অন্তর থেকে বোঝার মতো ব্যাপার। দেবব্রত কে পরানের গভীর থেকে আবারও কৃতজ্ঞতা।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৫