বাংলাদেশের রাজনীতির বাজার বেশ কিছুদিন ধরেই অনেক গরম । হরতাল মারামারি ও রাজনৈতিক প্রতিহিংসার কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছে এদেশের অনেক সাধারণ ও খেটে খাওয়া মানুষ । প্রতিবাদের আগুন বাঙলার আকাশে যেন দাউদাউ করে জ্বলছে । দেশের সকল চিন্তাবিদগণ একযোগে চিন্তা করছেন যে কিভাবে এই সংকটময় অবস্থা থেকে রক্ষা পাওয়া যায় । ঠিক সেই মুহুরতে আমার মাথায় আসল একটা চরম বুদ্ধি । আবারে আসুন আপনাদের সাথে শেয়ার করি । :-)
আমাদের এখন প্রধান সমস্যা কি ?
উত্তর ঃ- দেশটা দুই দলে ভাগ হয়ে গেছে ।
( আওয়ামীলীগ ও বিএনবি ) এদের জড় বেশি তাই এই দুই দলের পাশে বাম দল গুলোকে চোখে দেখা যায়না। তাই ধরে নিলাম দেশটা দুই দলে ভাগ হয়ে গেছে । :-)
ছোটবেলায় টিপুসুলতান দেখতাম সেখানে দেখা যেত ,এক রাজ্যের রাজা অন্য রাজ্য দখল করার জন্য , দলবল নিয়ে যুদ্ধ করতে ফাঁকা মাঠে অবস্থান নিত সেই ফাঁকা মাঠে দুই দলের দুই রাজা হাতির পিঠে চড়ে বলত আক্রকম । ঠিক সেই সময় দুই দলের মধ্যে শুরু হতো তুমুল যুদ্ধ । যারা বেঁচে থাকে তারাই বিজয়ী হন এবং সেই রাজ্যের মালিক হন ।
এখনও ঠিক তাই হওয়া উচিৎ , আওয়ামীলীগ ও বিএনপির চাপ্টেনদের হাতির পিঠে চড়িয়ে দিতে হবে । তিনি থাকবেন সবার পেছনে । তার সামনে থাকবেন মন্ত্রিরা ঠিক তার সামনে থাকবে মাঠকর্মী ও অন্য সকল রাজনৈতিক নেত্রীবিন্দু সোলজার এর মত । কারো হাতে কোন অস্ত্র থাকবে না , সমানে কিলাকিলি করবেন সবাই , যেই দল সবাইকে মেরে টিকে থাকতে পারবে তারাই বিজয়ী হবেন । ঠিক রাজাবাদশাদের মত । তারাই রাজ্য চালাবেন । আর এই যুদ্ধটি লাইভ টিভিতে দেখানো হবে । দেশের সাধারণ জনগণ যারা কোন দলের হয়ে কাজ করেন না শুধুই দুর্ভোগ পোহান তারাই লাইভ ঘরে বসে যুদ্ধ যুদ্ধ খেলা দেখবে। আর ঘরে বসে দোয়া করবেন যে, আল্লাহ্ যেই মানুষ গুলো সত্যি দরকার তাদেরকে তুমি বাঁচিয়ে রাখো । এই যুদ্ধের খেলাটি হতে হবে যেকোনো একটা ইস্টেডিয়ামে ।
এর ফলে যা হবে ।
* দেশে নতুন শাসন বাবস্থা চালু হওয়ারা সম্ভবনা দেখা দিবে।
* দুর্নীতি ও হরতাল মুক্ত জীবন ।
* ক্ষমতার লড়াই কমে যাবে ।
* সাধারণ মানুষের মুখে হাসিফুটবে ।
আরও অনেক কিছুই হবে যা আমার আপনার চিন্তার বাহিরে ।
ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
সবাই বলে আলোচনার মাধ্যমে সমাধান ইত্যাদি ইত্যাদি ।
আমার কাছে এইটাই উত্তম সমাধান মনে হয়েছে যদি বাস্তবে সম্ভব নাহ ।