আমরা জানি বাংলাদেশে পেপাল ও অন্য সকল ইন্টারন্যাশনাল ভ্যালিডিটি সম্পূর্ণ মাস্টার কার্ড এর সুভিদা নেই । বাংলাদেশে প্রচলিত কিছু ব্যাংক ডুয়েল কারেন্সি কার্ড দিতে আগ্রহী কিন্তু, সেই ডুয়েল কারেন্সি কার্ড গুলো সবার জন্য উন্মুক্ত নয় । তাই আমাদের মত সাধারণ মানুষ যারা দেশে থেকে অনলাইনের মাধ্যমে বিদেশী পণ্য কিনতে চাই তাদের সেইরকম কোন সুভিদা নেই। যদি ব্যাংকের কাছে জানতে চাওয়া হয় যে "কেন সবার জন্য ডুয়েল কারেন্সি ইন্টারন্যাশনাল ভ্যালিডিটি সম্পূর্ণ মাস্টার কার্ড দেয়া হচ্ছেনা " উত্তরে ব্যাংকের কর্মকর্তাবিন্দুগণ বলেন। বিশেষ কিছু কারনে ইন্টারন্যাশনাল ভ্যালিডিটি সম্পূর্ণ মাস্টার কার্ড বাংলাদেশে সবার জন্য দেয়া হয় না । প্রথম ও প্রধান কারন হচ্ছে দেশের অর্থ বিদেশে পাচার হয়ে যাওয়ার আশঙ্খাই তারা মনে করেন । যাই হোক এইসব কথা বাদ দেই এখন আসি কাজের কথায় । এত কিছুর পরেও আমাদের ইন্টারন্যাশনাল ভ্যালিডিটি সম্পূর্ণ মাস্টার কার্ড দরকার । এর মাঝে বেশ কিছু দিন ধরে ফেসবুক ও গুগলে বেশ কিছু বাংলাদেশী ভন্ড ওয়েবসাইটের প্রচার প্রচারণা চলছে । বলতে গেলে প্রথমেয় যে ওয়েবসাইটির নাম বলতে চাই সেটি হচ্ছে পেওনেন ডটকম ওয়েবসাইটি ভিজিট করে দেখুন সম্পূর্ণ বাংলাদেশী ইন্টারফেস, তারা তাদের কার্ড বিক্রি করছেন বিকাশের মাধ্যমে কার্ড এর দাম নিচ্ছেন ৩৬০ টাকা মাত্ত্র । মজার বেপার দেখুন তাদের ওয়েবসাইটে কোন লগিন অপশন নেই। আপনি যে তাদের মাধ্যমে কার্ড তৈরি করবেন সেই জন্য তাদের ওয়েবসাইটে আপনার নিজের অ্যাকাউন্ট করার বাবস্থা থাকা উচিৎ সাথে কত থাকা আছে জানার জন্য লগিন করার সিস্টেম থাকা উচিৎ কি বলেন ? তারা মানুষকে কার্ড দেয়ার আগে নানা জিনিস বুঝিয়ে দিচ্ছে । তারপরে যখন মানুষ তাদেরকে বিকাশের মাধ্যমে ৩৬০ টাকা দিচ্ছে তারা তাদেরকে নেটলার / Net+ ফ্রী ভার্চুয়াল কার্ড দিচ্ছেন । সাথে তারা ডলালের দাম নিচ্ছেন ১ ডলার = ১০০ টাকা, যেখানে নেটলার এর ডলার ৮৭ থেকে ৯০ টাকার মধ্যে বাহিরে সবসময় পাওয়া যায় । আমার কথা হচ্ছে ফ্রী জিনিস বিক্রি করা একধরনের প্রতারণা এবং তারা সেইটাই করছে। যে কার্ড আপনি ফ্রীতে পাবেন তারা সেই কার্ড এর দাম ৩৬০ টাকা নিচ্ছে তারপর আবার ডলার এর দাম বেশি । ওয়েবসাইটে লেখা আছে যেকোনো পরিমান ডলার আপনি নিতে পারবেন কিন্তু তাদের কাছে ডলার চাইলে তারা বলে ৫০ ডলার এর নিচে আমরা দেইনা । ৫০ ডলার এর দাম ৫ হাজার টাকা নিচ্ছে তারা সাথে বিকাশের মূল্য । আপনি যদি ডলার বেশি দামে কিনেন তাহলে আপনি যেই পণ্যটা কিনছেন সেই পণ্যটার দামও বেড়ে যাচ্ছে , ঠিক এইরকম আরও একটি ওয়েবসাইটে সন্ধান পেলাম আজ ফেসবুক স্পন্সার বিজ্ঞাপন থেকে ওয়েবসাইট এর নাম হচ্ছে নেটলার মাস্টার কার্ডস ডটকম দেখেন এরা কার্ড এর নামেই ওয়েবসাইট বানিয়েফেলছেন ও তারা তাদের ওয়েবসাইটের লেখনিতে দাবি করছেন তারা নেটলার এর বাংলাদেশী শাখা । ওয়েবসাইট দুইটি দেখতে একই রকম , তারাও ডলার এর দাম বেশি নিচ্ছেন একই দাম ১ ডলার = ১০০ টাকা । হতে পারে ২টি কম্পানির মালিক একই বাক্তি । এই ধরনের কম্পানির পাল্লায় পরে প্রতারিত না হয়ে নিজেই ফ্রীতে নেটলার এ অ্যাকাউন্ট করুন। আমি নিজেও নেটলার ব্যবহার করি, নেটলার কার্ড দিয়ে খুব সহজেই অনলাইন থেকে জিনিস কেনা যায় হা ডলার এর দাম একটু বেশি তাই বলে আত বেশি না । যারা ওডেস্ক এ কাজ করেন তারা আপনার কার্ড আপানার অ্যাকাউন্ট এ অ্যাড করে নিতে পাড়েন এবং খুব সহজেই কার্ড ব্যবহার করতে পাড়েন । আর একটা কথা আমি মুলত আপনাদেরকে বলতে চাই যে সিকিউর ওয়েবসাইট ছাড়া কোন দিন লেনদেন করবেন না করলেই আপনাকে ধরা খেতে হতে পারে। আর সেই জন্য কেউ দায়ভার নিবেনা টাকা আপনার তাই দায়ভার ও আপনার । নেটলার কার্ড এর বিষয় যদি কোন প্রকার হেল্প দরকার হয় তাহলে আমার সাথে ফেসবুক সরাসরি যোগাযোগ করতে পাড়েন আমার ফেসবুক আইডি এখানে ক্লিক করুন
ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১১