আমার সামনের ফ্ল্যাটে একটা পিচ্চি মেয়ে থাকে।
এই ক্লাস ওয়ানে পরে সম্ভবত। একটা কাজের মেয়ে
ওর দেখাশুনা করে। সারাদিন তার হাস্যউজ্জ্বল মুখে
বাসার বেলকুনি দিয়ে দৌড়াদৌড়ি অনেক উপভোগ
করি।
সেইদিন কারেন্ট চলে গেলে বাইরের
দিকে তাকাতেই ওদের রুমের দিকে চোখ পড়ল।
মেয়েটার হয়ত ঘুম পেয়েছে, প্রচণ্ড গরমে সম্ভবত ঘুমাতে
পারছে না, তাই কাজের মেয়েটা তাকে বাতাস করছে।
কিন্তু একটা কথা আমার বারংবার মনে হচ্ছিল -
কাজের মেয়েটার একবার হাত পাখা ঘুরাতে সেই ছট্ট
মেয়েটার যখন শরীর থেকে এক এক ফোঁটা করে ঘাম
, একটু করে ক্লান্তি নিঃশেষ হয়ে যাচ্ছিল ঠিক তখনি
সেই সেবিকার শরীরে এক এক ফোঁটা করে
ঘাম, একটু একটু করে ক্লান্তি হয়ত জমা হচ্ছিল।
হয়ত কোনদিনও কেউ তার ঘাম শুকানর জন্য বাতাস
করবেনা।হয়ত কেওই তার ওই ক্লান্তিময় শরীরের কথা
ভাববেনা, কারন আমাদের জগতের নিয়মটাই যে এমন।
আমরা আসলে সত্যই বড়ই স্বার্থপর,বড়ই স্বার্থপর৷