আমি যখন ক্লাস ফোর বা ফাইভে পড়ি তখন বইতে বিপরীত
শব্দ পড়তে গিয়ে সর্বপ্রথম নাস্তিক কথাটার সাথে পরিচিত হই।
তখন সেখানে লিখা ছিল -
প্রদত্ত শব্দ :: আস্তিক
বিপরীত শব্দ:: নাস্তিক
যখন সেই ছোট সময়ে জানতে পারলাম আস্তিক হল সেই যে
বিশ্বাস করে আল্লাহর অস্তিত্ব আছে এবং নাস্তিক সেই যে কিনা
আল্লাহর অস্তিত্তে বিশ্বাস করে না।তখন ছোট বেলায় আমি
খুবই অবাক হয়েছিলাম যে মনে এমন আবার
মানুষ হয় নাকি যে আল্লাহতালাকে অবিশ্বাস করে।
কিন্তু এই একটু বড় হওয়ার পর বুঝলাম এই দুনিয়ায় সবি
সম্ভব। কিন্তু এই পর্যায়ে এসে দেখছি নাস্তিকতা এখন পাইকারি
দামে বিক্রি হচ্ছে।নাস্তিকতার মত একটি বিশাল ভারবাহী শব্দকে
আমারা এখন নিজেদের স্বার্থে ব্যাবহার করছি।
কিন্তু কোন জিনিসের ওজন না বুঝে সেই জিনিশ মাথায়
তুলে নেওয়া যে কত বড় আবালিও কাজ সেইটা
মাথায় নিলেই বুঝা যায়।
কার লিখার হাত ভাল হইলেই বর্তমানে যেন তাদের কৃমি রোগে ধরে।
যতই ইস্টার, ডাবল ইস্টার , গুল্ডেন পাবলিক হউক না ক্যান
যারা ধর্মকে কটাক্ষ করে কিছু বলে আমি তাদেরকে
সমাজের সস্তা ভুদাই হিসেবেই মনে করি।এতে সে যেই দলেরই
পাবলিক হউক না কেন।