আমার এলাকায় এক বিশ্ব চাপাবাজ কাহা(কাকা) আছে
উনার মুখের জোর এতই বেশি উনার চাপা শুনলে বাঘ ও
লজ্জা পাইয়া পালাইব।
কাহার বয়স এহন অনেক বেশি ।
তো এইবার বাড়িতে গিয়া কইলাম তুমি এত পেটোর পেটর কর যুদ্ধের সময় তুমি কি করছিলা।
কয় ভাইস্তা আর কইয়া না, আমিত কাচি ফিক্কা (নিক্ষেপ করা) দেশ স্বাধীন
করছি!!!
আমি কইলাম এইডা আবার কি??
আমারে কয় তায়লে শোন, আমি মাঠে ঘাস কাটতাছিলাম
দেহি কি মাথার উপার দিয়া পাকিস্তানি হেলিকাপ্টার
যাইতাছে।
আর কইস না ভাইস্তা এত কাছ দিয়া হেলিকপ্টার
যাওয়া জীবনে কুনদিন
দেহি নাই।
হাতের কাছে কিছুই পাইনা যে ফিক্কা মারমু।
আর কি করার,
তহন হাতের কাচি মারলাম ফিক্কা আর হেলিকাপ্টার
হইয়া গেল বাস্ট। পুরা এলাকায়ত মনে কর আমার নাম
ডাক পইরা গেল।
পড়ে হুনলাম এইডাই নাকি পাকিস্তানি গো শেষ হেলিকাপ্টার
আছিল।
তার মানে আমি কাচি ফিক্কা দেশ স্বাধীন
কইরা হেলাইলাম!!!:-