প্রথমেই দেখি চিলি জাতীয় ফুটবল দল সম্পর্কে-
চিলি জাতীয় ফুটবল দল হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে চিলির প্রতিনিধি। ১৮৯৫ সালে প্রতিষ্ঠিত চিলীয় ফুটবল সংস্থা ফেদেরাসিওন দে ফুটবল দে চিলি হচ্ছে এই দলটির নিয়ন্ত্রক সংস্থা। এখন পর্যন্ত দলটি ৭ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। ১৯৬২ সালে চিলি বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছিলো। সেবার চিলি বিশ্বকাপে তাদের সর্বোচ্চ সাফল্য তৃতীয় স্থান অধিকার করে। ১৯৮০-এর দশক থেকে দলটি সাধারণ লা "রোজা" নামে পরিচিত। ফেদেরাসিওন দে ফুটবল দে চিলি হচ্ছে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় প্রাচীন ফুটবল ফেডারেশন। এর ইতিহাস প্রায় ১০০ বছরেরও বেশি পুরোনো। চিলির বন্দর নগরী ভ্যালপারাইসোতে ১৯ জুন, ১৮৯৫ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। ডেভিড স্কট ছিলেন প্রতিষ্ঠানটির প্রথম প্রেসিডেন্ট।
এক নজরে চিলিঃ
ডাকনাম : লা রোজা, (দ্য রেড ওয়ান), রেড-হট চিলি
অ্যাসোসিয়েশন : ফেদেরাসিওন দে ফুটবল দে চিলি
কনফেডারেশন : কনমেবল (দক্ষিণ আমেরিকা)
প্রধান কোচ : মার্সেলো বেইলসা
অধিনায়ক : ক্লডিও ব্রাভো
শীর্ষ গোলদাতা : মার্সেলো সালাস (৩৭)
ফিফা কোড : CHI
ফিফা র্যাঙ্কিং : ১৮
সর্বোচ্চ ফিফা র্যাঙ্কিং : ৬ (এপ্রিল ১৯৯৮)
সর্বনিম্ন ফিফা র্যাঙ্কিং : ৮৪ (ডিসেম্বর ২০০২)
বিশ্বকাপে অংশগ্রহণ: ৭ বার
শ্রেষ্ঠ ফলাফল: তৃতীয় স্থান, ১৯৬২ সালে
এবার আসেন দেখি ব্রাজিল জাতীয় ফুটবল দল-
ব্রাজিল জাতীয় ফুটবল দল হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের প্রতিনিধিত্বকারী ফুটবল দল। এই দলটিকে নিয়ন্ত্রণে করে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ১৯২৩ সালে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা’র সদস্য হয়। এরপূর্বেই ১৯১৬ সাল থেকে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন কনমেবলের অন্যতম সদস্য দেশ। ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফলতম দলটি হচ্ছে ব্রাজিল। এ পর্যন্ত দলটি পাঁচবার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২) বিশ্বকাপ জয় করেছে যা একটি রেকর্ড। ফুটবলের ব্যাপারে একটি সাধারণ উক্তি হচ্ছে: ‘The English invented it, the Brazilians perfected it.’, অর্থাৎ, ‘ইংল্যান্ডের আবিষ্কার, আর ব্রাজিলের পরিপূর্ণতা দান’। ফিফা’র বিশ্ব র্যাঙ্কিংয়ে বর্তমানে দেশটির অবস্থান তৃতীয়। কিন্তু অধিকাংশ সময়ই দলটি শীর্ষস্থানে ছিল। এছাড়া এলো’র রেটিং অনুসারে ব্রাজিল বিশ্বের অন্যতম শক্তিধর ফুটবল জাতি। এখন পর্যন্ত ব্রাজিল-ই একমাত্র দল যারা বিশ্বকাপের সবগুলো আসরেই অংশগ্রহণ করেছে।
এক নজরে ব্রাজিলঃ
ডাকনাম : ক্যানারিনিয়ো
অ্যাসোসিয়েশন : কনফেদারাকাও ব্রাসিলিরা দে ফুতবল
কনফেডারেশন : কনমেবল (দক্ষিণ আমেরিকা)
প্রধান কোচ : লুইজ ফেলিপে স্কলারি
অধিনায়ক : থিয়াগো সিলভা
শীর্ষ গোলদাতা : পেলে (৭৭)
ফিফা কোড : BRA
ফিফা র্যাঙ্কিং : ১৩
সর্বোচ্চ ফিফা র্যাঙ্কিং : ১ (১৫১ বার, ধারাবাহিকভাবে ৭ বার) (মে ২০১০)
সর্বনিম্ন ফিফা র্যাঙ্কিং : ২২ (জুন, ২০১৩)
বিশ্বকাপে অংশগ্রহণ: ৭৩২ (প্রথম ১৯১৬)
শ্রেষ্ঠ ফলাফল: বিজয়ী, ১৯১৯, ১৯২২, ১৯৪৯, ১৯৮৯, ১৯৯৭, ১৯৯৯, ২০০৪, ২০০৮।
আজ ব্রাজিল বনাম চিলির খেলা রাত ১০ টায়। তাই খেলা দেখার ডাইরেক্ট লিংক নিচে দিয়ে দিলাম।
এইখানে খেলা দেখুন।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৪ রাত ৯:৪৭