আগে ব্লগ কি জিনিস বুঝতাম না! এখনো সে রকম বুঝি না বললেই চলে, তারপরো অ্যাকাউন্ট খুলে ফেললাম একটা। এতো দিন ফেসবুকে একগাদা বিচ্ছু ব্লগারের সাথে আড্ডা দিয়ে আর ব্লগের লোভ সামলাতে পারলাম না! প্রথম পোস্ট, তাই কি লিখব বুঝতে পারছি না! তবে আমার প্রথম পোস্ট পড়ার জন্য ধন্যবাদ! আচ্ছা, আমি এখন ব্লগার হইসি?
সবার জন্য ফ্রি রেসিপি দিলাম
আলু ডিম ভর্তা
উপকরণঃ
- ডিম ২টি,
- আলু ১টি (মাঝারি সাইজের),
- কাঁচামরিচ কুচি ১ চা চামচ,
- পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ,
- ধনেপাতা কুচি ১ চা চামচ,
- লবণ পরিমাণমতো।
প্রস্তুত প্রণালীঃ
- আলু এবং ডিম সেদ্ধ করে নিন।
- খোসা ছাড়িয়ে আলু এবং ডিম আলাদাভাবে চটকে নিন।
- এবার পেঁয়াজ কুচি, লবণ এবং আধা চা চামচ সরিষার তেল দিয়ে ডিম ও আলু ভালোভাবে মেখে ভর্তা তৈরি করুন।
Source: Click Here
ওকে, তো হয়ে গেলো আলু ডিম ভর্তা! এখন সবাই মনের আনন্দে চেটেপুটে খেতে থাকেন! আমি যাই