জরুরী অবস্থায় পাবলিক টয়লেট না পেলে কি করবেন?
ছোটবেলা থেকেই আমার কমন রোগ হচ্ছে পেট খারাপ। সারাবছর লেগেই থাকে, আর রিচফুড পেটে গেলে তো কোন কথাই নাই। তাই রাস্তাঘাটে প্রায়ই জরুরী অবস্থার মুখোমুখি হতে হয়
এমন অবস্থায় আশেপাশে কোন পাবলিক টয়লেট না পেলে কি করবেন?
বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে সমাধান দিচ্ছেন "জনসেবক জাকারিয়া মুবিন"
১। মসজিদঃ মাথায় প্রথমেই যদিও আসে তবুও বলে রাখি নামাজের সময় ছাড়া অন্য সময় মসজিদের টয়লেটগুলো তালা মারা থাকে, আর জরুরী অবস্থা যদি কোন মহিলার হয় তাহলে এই অপশন বাদ।
২। ব্যাংকঃ ব্রাঞ্চ ম্যানেজারের কাছের লোক এমন ভাব নিয়ে ব্যাংকে ঢুকে দারোয়ানকে জিজ্ঞেস করেন "ফ্রেশরুম"টা কোন দিকে। ভুলেও টয়লেট বা পায়খানার কথা বলবেন না, তাইলে সন্দেহ করতে পারে।
৩। হাসপাতালঃ যদিও পাবলিক হাসপাতালের টয়লেটগুলোর অবস্থা করুণ তারপরও জরুরী অবস্থায় সেটাও চলবে।
৪। ক্লিনিকঃ টয়লেটের অবস্থা ভালো, বাট ভাব ধরতে হবে নতুন বাচ্চা দেখতে আসছেন। সেক্ষেত্রে হাতে মিষ্টি বা গিফ্টের প্যাকেট থাকলে সোনায় সোহাগা।
৫। ডায়াগনস্টিক সেন্টারঃ বিলাসবহুল এসি লাগানো টয়লেট পাবেন এখানে। তবে রিসিপশনের সামনে দিয়ে গটগট করে হেটে সোজা দোতলায় চলে যেতে হবে, এবার একটু খুজলেই পেয়ে যাবেন কাঙ্খিত স্থান।
৬। মার্কেটঃ বড় বড় মার্কেট গুলোতে মোটামুটি ক্যাটাগরির টয়লেট পাবেন। কোন ভাব ধরতে হবে না এখানে।
৭। রেস্টুরেন্টঃ কোন ব্যাস্ত রেস্টুরেন্টে ঢুকে পড়ুন। একটা টেবিলে ১ মিনিটের জন্য বসুন। তারপর হাত ধুয়ে এসেই অর্ডার দেবেন এমন ভাব নিয়ে টয়লেটে ঢুকে পড়ুন। কাজ শেষে ফোন কানে ধরে হুদাই কথা বলতে বলতে বেরিয়ে যান।
৮। স্কুল / কলেজঃ হেড স্যার বা প্রিন্সিপাল স্যারের কাছে আসছেন, আর পরিচয় বলার মত কিছু না পাইলে সাংবাদিক পরিচয় দিয়ে ঢুকেন। একটু পামপট্টি মারেন যে সংবাদপত্রে ফিচার করতে চান ওনার প্রতিষ্ঠান নিয়ে। স্যারের কাছে যাওয়ার আগে বা পরে টিচার্স রুমে একটা ঢু মারেন। ওখানেই পেয়ে যাবেন আপনার অনেক আকাঙ্খিত "টয়লেট"।
৯। কোচিং সেন্টারঃ বেশী জরুরী ভিত্তিতে রিকোয়েস্ট করেন, কাজ হওয়ার কথা।
১০। ডাচ-বাংলা ফাস্টট্র্যাকঃ অন-রিকোয়েস্ট, সত্যি কথাই বলেন। কাজ না হইলে আমার পরিচয় দিয়া ফোন ধরাইয়া দেন। আপনার এই কঠিন বিপদের সময় পাশে না দাড়াইলে কেমনে হবে বলেন
নোটঃ ইহা মোটেও কোন ফান পোস্ট নয়। অতিব জরুরী পোস্ট। এই পোস্ট টিকে ভুলেও হালকা ভাবে নিবেন না। একজন এই পোস্ট নিয়ে মশকরা করেছিলো, সে এখন পাবলিক টয়লেটের টাকা তোলে।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৫