#Being_Muslim
#পরনিন্দা
আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) কুরআনে বলেছেন,
আল-হুজরাত ৪৯:১২
"মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাক। নিশ্চয় কতক ধারণা গোনাহ। এবং গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তারা মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুতঃ তোমরা তো একে ঘৃণাই কর। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু।"
কুরআন ও হাদীস অনুযায়ী কারো সম্পর্কে কোন খারাপ কথা তার অবর্তমানে অন্যের কাছে বলাই হলো পরনিন্দা বা গীবত এবং তার তুলনা করা হয়েছে আপন মৃত ভাইয়ের মাংস খাওয়ার মত। আর কথাটি যদি মিথ্যা হয় তাহলে পাপ হবে তার চেয়েও বেশী*।
(*)"আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, বলা হল, হে আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ! গীবত কি?
তিনি বললেন, "তোমার ভাইয়ের প্রসঙ্গে তোমার এমন ধরনের কথা-বার্তা বলা যা সে অপছন্দ করে। প্রশ্নকারী বলল, আমি যে কথাগুলো বলি তা প্রকৃতপক্ষেই তার মধ্যে নিহিত থাকলে, এক্ষেত্রে আপনার কি মত? তিনি বললেনঃ তুমি যে কথাগুলো বল তা প্রকৃতই তার মধ্যে নিহিত থাকলে তবেই তো তুমি তার গীবত করলে। তুমি যা বল তার মধ্যে যদি সেগুলো না থাকে তাহলে তুমি তাকে মিথ্যা অপবাদ দিলে।
সহীহ, গাইয়াতুল মারাম (৪২৬) , নাকদুল কাত্তাণী (৩৬) , সহীহাহ্ (২৬৬৭) , মুসলিম।
সুনানে আবু দাউদ, হাদিস নং ১৯৩৪
হাদিসের মান: সহিহ হাদিস
Source: ihadis.com"
এবার চলুন দার্শনিক সক্রেটিসকে নিয়ে একটা গল্প শুনি...
"একজন লোক বিখ্যাত দার্শনিক সক্রেটিসের কাছে এসে বললো,’ সক্রেটিস, তুমি কি জানো এই মাত্র আমি তোমার বন্ধুর ব্যাপারে কি শুনে আসলাম….?’
সক্রেটিস বললো, ‘এক মিনিট দাঁড়াও, তুমি আমার বন্ধুকে নিয়ে ঘটনাটি বলার আগে আমি তোমাকে তিনটি প্রশ্ন করবো। আমি এর নাম দিয়েছি ‘ট্রিপল ফিল্টার টেস্ট’। প্রথম প্রশ্নটি সত্য মিথ্যা নিয়ে।
‘তুমি কি নিশ্চিত যে, তুমি আমাকে যা বলতে যাচ্ছ তা নির্ভেজাল সত্য?’
লোকটি উত্তর দিল, ‘না, আমি জানি না এটা সত্য কিনা,আসলে আমি শুধু শুনেছি এটা।’
‘ঠিক আছে’, সক্রেটিস আবার বললো, ‘ তাহলে তুমি নিশ্চিত না যে তুমি যা বলবে তা সত্য। এখন আমার দ্বিতীয় ফিল্টার। তুমি কি আমার বন্ধুকে নিয়ে ভাল কিছু বলবে?’
‘উম,নাহ, খারাপ কিছু’।
সক্রেটিস বললো, ‘তাহলে তুমি আমার বন্ধু সম্পর্কে আমাকে খারাপ কিছু বলতে চাও এবং তুমি নিশ্চিত নও যে তা সত্যি কিনা। ঠিক আছে, এখনো তৃতীয় প্রশ্ন বাকি, তুমি তৃতীয় পরীক্ষায় পাশ করলে আমাকে কথাটি বলতে পারো।’
‘তুমি আমাকে যা বলতে যাচ্ছ তা কি আমার জন্য উপকারী?’
‘না, আসলে তোমার জন্য তা উপকারী নয়।’
এবার সক্রেটিস শেষ কথাটি বললো,’ যদি তুমি আমাকে যা বলতে চাও তা সত্যও নয়, ভাল কিছুও নয় এবং আমার জন্য উপকারীও না হয় তবে তা আমাকে বলে কি লাভ।"
আসুন আজ থেকে ২টা কাজ করি।
১. কারো সম্পর্কে খারাপ কথা বলা বন্ধ করি। কারন আল্লাহ এব্যাপারে শাস্তি** ও পুরষ্কার*** দুটোই রেখেছেন।
২. আর কেউ যদি আমার কাছে বলতে চায়, তাহলে তা না শুনি।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক ভাবে ইসলাম মানার তাওফিক দিন, আমিন।
-Zakaria Mobin
05/07/17
(**)আবূ বারযাহ আল-আসলামী (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ হে সেসব লোক যারা কেবল মুখেই ঈমান এনেছে কিন্তু ঈমান অন্তরে প্রবেশ করেনি ! তোমরা মুসলিমদের গীবত করবে না ও দোষত্রুটি তালাশ করবে না। কারণ যারা তাদের দোষত্রুটি খুঁজে বেড়াবে আল্লাহও তাদের দোষত্রুটি খুঁজবেন। আর আল্লাহ কারো দোষত্রুটি তালাশ করলে তাকে তার ঘরের মধ্যেই অপদস্থ করে ছাড়বেন।
সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৮৮০
হাদিসের মান: হাসান সহিহ
Source: ihadis.com"
(***)সালিম (রহঃ) হতে তার পিতার বর্ণনা করেছেন, নবী (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ এক মুসলিম অপর মুসলিমের ভাই। কাজেই সে তার উপর নির্যাতন করবে না এবং তাকে অসহায় অবস্থায়ও ছেড়ে যাবে না। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন মিটাবে, আল্লাহ তার প্রয়োজন মিটাবেন। একইভাবে যে ব্যক্তি কোন মুসলিমের বিপদ দূর করবে, আল্লাহ ক্বিয়ামতের দিনে তার বিপদ দূর করে দিবেন। আর যে ব্যক্তি কোন মুসলিমের দোষ গোপন রাখবে, ক্বিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবেন।
সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৮৯৩
হাদিসের মান: সহিহ হাদিস
Source: ihadis.com"
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৪