Formula 1 Racing Car
গুগল ঘাটতে ঘাটতে হঠাৎ এই ছবিটা দেখে খুব মনে ধরলো।
তাও আবার গাড়ি, ছেলের প্রিয় খেলনা। কিন্তু কিভাবে বানাতে হবে কোন ইন্সট্রাকশন নেই ।
কিন্তু ঐ যে বললাম মনে ধরেছে, নিজেই শুরু করলাম ডিজাইন করা।
সাদা কাগজে গাড়ির পার্টস গুলো ডিজাইন করলাম
ডিজাইন অনুযায়ী কার্টুন কাগজ কেটে নিলাম।
এবার আঠা লাগানোর পালা। কিন্তু সাধারণ আঠায় তো কাজ হবে না, কি করা যায়? ফেব্রিক্সের দোকান থেকে কিনে নিয়ে এলাম গ্লু গান আর গ্লু স্টিক।
আঠা লাগানোর পর ছবিতে যেমন দেখেছিলাম তার কাছাকাছি শেপে চলে এল।
কিন্তু মন ভরলো না। মাথায় এল গাড়ি রং করবো। এবার কিনে আনলাম পোস্টার কালার আর তুলি।
গাড়ি মজবুত করতে আর রং যাতে ভালো ভাবে লাগে তাই খবরের কাগজ টুকরো টুকরো করে পুরো গাড়িতে আঠা লাগিয়ে নিলাম।
আঠা শুকানোর পর রং করার পালা। মনের মাধুরী মিশিয়ে রং করে ফেললাম। ব্যাস, নিজ হাতে তৈরি "ফর্মুলা ১ রেসিং কার" প্রস্তুত।"
Please don't ask me about feelings of my son after receiving this gift
প্রজেক্ট ১,২,৩,৪,৫ঃ
Superdad 01
Superdad 02
Superdad 03
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৭ দুপুর ২:০১