Whirligig (লাট্টু)
উপকরণঃ
১। পুরাতন কার্টুনের ৬/৬ ইঞ্চি টুকরা
২। কেচি
৩। খাতা সিলানো সুই এবং সুতা
৪। আঠা
৫। এই লিংক থেকে প্রিন্ট কৃত টেমপ্লেট / ডিজাইন
কিভাবে করবেনঃ
এই লিংকে গেলেই পাবেন সবকিছু (ভিডিও সহ)
ওদেরটা আর আমারটার মধ্যে শুধু সুতার কালার ছাড়া কোন পার্থক্য পাবেন না।
উপকরণ কোনটাই আপনার কাছে এই মূহুর্তে নেই অথবা ১০ মিনিটের মধ্যে চাইলেই যোগাড় করতে পারবেন না এমনটা যেহেতু নয়, তাহলে দেরি কিসের?!
বাচ্চাকে নিয়ে কাজে লেগে যান।
# কোন ডিজাইনটা নেবেন তাকে পছন্দ করতে দিন।
# ব্ল্যান্ক সার্কেলে তার নিজের হাতে কোন ডিজাইন করতে বলুন।
# তাকে দিয়ে টেমপ্লেট আঠা লাগানোর কাজ করান।
# কেচি দিয়ে কাটাকাটি বা খাতা সিলানো সুই দিয়ে কোন কাজ করতে দেবেন না, এগুলো থেকে দূরে রাখুন।
# কমপ্লিট হয়ে গেলে এবার তাকে শিখিয়ে দিন কিভাবে এটা দিয়ে খেলতে হয়।
নিশ্চিত থাকুন যেকোন দামী খেলনা কিনে দেয়ার চাইতে কম আনন্দ পাবে না আপনার সন্তান। আর বোনাস হিসেবে সে পাচ্ছে আপনার সংগ।
আর আপনি হয়তো ৩০ মিনিটের বন্ধুদের সাথে আড্ডা, অথবা টিভির কোন প্রোগ্রাম, অথবা আপনার পছন্দের অন্য কোন সময় কাটানোর অভ্যাস মিস করবেন। কিন্তু তার বিনিময়ে বাচ্চার চোখেমুখে যে আনন্দটুকু দেখতে পাবেন তা অমূল্য ...
প্রোজেক্ট ১ ও ২ এর লিংকঃ
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৭ ভোর ৬:৫৮