ভূমিকাঃ
সন্তানের কাছে মায়ের স্থান সবার উপরে। তারপর সে যার দৃষ্টি আকর্ষণ করতে চায় তিনি হচ্ছেন বাবা। সন্তান ও বাবার মধ্যে সম্পর্ক হওয়া উচিত বন্ধুর মত। ভয় নয়, ভালবাসা প্রয়োজন। আর সেজন্যে প্রথমত যা প্রয়োজন তা হচ্ছে সময় দেয়া।
একজন বাবা হিসেবে সন্তানকে সময় দেয়া খুবই জরুরী। আপনি বুড়ো হয়ে যাবেন, আপনার সন্তানও বড় হয়ে যাবে। আপনি তাকে সময় দিন বা না দিন এটা হবেই। পার্থক্যটা হলো আপনি এখন তাকে সময় দিলে সে বড় হবে বাবার সাথে ছোটবেলার কিছু মধুর স্মৃতি নিয়ে, আর সময় না দিলে তার বড়বেলার মস্তিষ্কে আপনার কোন ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ থাকবে না, থাকবে 404 নেটওয়ার্ক এরর।
আজ আপনি তাকে সময় দেবেন না, আবার আশাও করবেন বৃদ্ধবয়সে সে আপনাকে সময় দেবে! বি লজিক্যাল ম্যান!!! আপনার সন্তানের স্মৃতির পাতায় জায়গা করে নিন, এখনই সময়।
সন্তানের কাছে বাবা সবসময় হিরো। এই সময় দেয়াটা যদি হয় সৃজনশীল তাহলে সেই হিরোকে সুপারহিরো হতে কে ঠেকায়! Be the Superhero of your child.
শুরুর প্রজেক্টঃ
আমি একজন বাবা হিসেবে চেষ্টায় আছি সুপারহিরো হবার। ছোটবেলা থেকেই আমার ছেলের খেলনা গাড়ির শখ। হেন কোন মডেলের গাড়ি নেই যা তাকে কিনে দেয়া হয়নি। ১০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা দামের গাড়ি, সব। আর তার একটা ভালো দিক হচ্ছে সে তার গাড়ি ছাড়া ঘরের অন্যকিছু ভাংচুর করে না । তাই আমার ঘরে অন্য কিছুর অভাব থাকলেও ভাঙ্গা গাড়ির অভাব নেই। শুরুটা হয়েছিল হঠাৎ করেই। একটা কলমের প্যাকেট নিয়ে এসে সে আমাকে বলছে বাবা গাড়ি বানিয়ে দাও । শুরু হলো প্ল্যান, ড্রয়িং। তারপর কেচি নিয়ে কাটাকাটি। একটা শেপ দাড়ানোর পর এখন আবার আবদার রং করতে হবে। কি আর করা ওয়াটার কালারের সেট কিনে আনা হলো। তারপর বাবা ছেলের রং করা শুরু। শেষমেষ যেখানে গিয়ে দাড়ালো তা ছবিতে দেখতে পাচ্ছেন।
রং হাতে পাওয়ার পর মনে হলো আর কি বানানো যায়? শুরু হলো সিরাপের প্যাকেট কাটা। কিউব আকারে কেটে সাদা কাগজ আঠা দিয়ে লাগিয়ে রং করা হলো অতি উৎসাহ নিয়ে। ছয়টি ঘরে ছয়টি ভিন্ন রং আর তার উপর সাদা রংয়ের ফোটা। ব্যাস, হয়ে গেল কাগুজে "ছক্কা"।
ছেলে খুবই আনন্দিত, তার দুই মামা, উপর তলার নানু, মামা, বাসার কাজের বুয়া এমনকি বাসায় কেউ এলেও সে তাকে দেখাচ্ছে, "বাবা বানিয়েছে"
এই অসাধারণ আত্মতৃপ্তি পেতে হাতের সামনে যা পান তাই নিয়ে, হাতে ৩০ মিনিট সময় নিয়ে কাজে নেমে পরুন বাচ্চার সাথে। আইডিয়া পেতে গুগল মামু আর ইউটিউব ভাগিনা তো আছেই।
আরো অনেকগুলো প্রজেক্ট আছে, একে একে আসবে ইন-শা-আল্লাহ।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৭ বিকাল ৩:২৬