ধর্মের কোন রুপ নেই। কিন্তু প্রত্যেকটি ধর্মেরই লেবাস বা নির্দিষ্ট পোষাক রয়েছে।
যেমন দাঁড়ি, টুপি বা পাগড়ি, পাঞ্জাবি-পায়জামা বা জোব্বা এগুলো মুসলিম ভাইদের লেবাস। আপাদমস্তক কালো বোরকা মুসলিম বোনদের লেবাস।
ঠিক একইভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও ইহুদীদেরও নির্দিষ্ট লেবাস রয়েছে যা দেখে আমরা বুঝতে পারি তিনি বা তারা কোন ধর্মের অনুসারী।
ধার্মিক লেবাস ধারণকৃত মানুষ তার ধর্মের প্রতীক বা প্রতিনিধিত্ব করেন।
এই পোস্ট আমার সেই মুসলিম লেবাস ধারণকারী ভাই ও বোনদের উদ্দেশ্যে প্রসূত।
গোপন পাপ আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু প্রকাশ্য পাপকারী অধিকতর ক্ষতিগ্রস্ত। কারন প্রকাশ্য পাপ অন্যদের পাপকাজে উৎসাহিত করে। ঠিক তেমন ভাবে লেবাসধারী ব্যাক্তির কৃত প্রকাশ্য পাপ সাধারণ মুসলিমদের পাপকাজে অতি উৎসাহিত করে।
তার মানে ব্যপারটা এমন হলো,
১। গোপন পাপ = ১ পয়েন্ট
২। প্রকাশ্য পাপ = ২ পয়েন্ট
৩। লেবাসধারীর প্রকাশ্য পাপ = ৩ পয়েন্ট।
সুতরাং, হে আমার মুসলিম ভাই ও বোনেরা আসুন আমরা চেষ্টা করি সর্বনিম্ন পয়েন্ট অর্জন করতে। কারন এই খেলায় নিঃসন্দেহে সর্বনিম্ন পয়েন্টধারী ই জয়ী হবে। তাই আসুন,
১। পাপকাজ থেকে বিরত থাকি
২। না পারলে প্রকাশ্য পাপ থেকে বিরত থাকি
৩। তাও যদি না পারি আসুন লেবাস ছেড়ে দেই।
কারন আগেই বলেছি, ধার্মিক লেবাস ধারণকৃত মানুষ তার ধর্মের প্রতীক বা প্রতিনিধিত্ব করেন। নিজের পাপের জন্য দয়া করে ধর্ম বা ধর্মের লেবাসকে গালি খাওয়াবেন না।
আল্লাহ আমাদের সকলকে ধর্মের সঠিক জ্ঞান দিন। আমিন।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫২