ঘুমাচ্ছিলাম...রাত ২ টায় এক নাম্বার থেকে ফোন আসলো...!!! দেখলাম, জানি হাহাকার শুনতে হবে তাই ধরলাম না...!!!
টেক্সট আসলো- "তুমি এমন ক্যান? এতো ভাব কেন? একটু ফোন দিলাম ধরতে কি হয়?"
২০০৯ সালে ঠিক জীবনে একই ভুল করেছিলাম,
আজ থেকে ৫ বছর আগে।
ছোট ছিলাম, ভিতরের পাগল মনের সারল্যকে কাজে লাগায় মায়াবতীরা, তারা মায়া বাড়াতে জানে, এটা না জেনেই তারা কতদিন মায়া ধরে রাখবে। মায়াবতীরা স্বার্থপর, অনেক !!
পাগল পাগল লাগে মাঝে মাঝে, ফ্যামিলির বড় ছেলেকে পাগল হওয়া মানায় না, ছোট ভাই আছে, অসুস্থ মা আছে আর বয়সের সাথে সাথে শিশু হয়ে যাওয়া আবেগী বাবা আছে। তারা বড় ছেলের উপর আশা করে যে ছেলে তাদের ভবিষ্যতের হাল ধরবে, সংসারের বড় ছেলের কোন আবেগ থাকতে হয়না, তারা চাইলেও মায়াবী জগতে ভুল করে ২য় বার পা রাখতে পারেনা, তাদের পিছুটান আছে, ভালোবাসার ঋণ শোধ করার পিছুটান।
মানুষ অনেক জানে, শুধু জানেনা ভালোবাসা কি,অনেক বুঝে শুধু বোঝেনা দায়িত্ব কি, মায়া চিনে কিন্তু জানেনা মায়া কোথায় থাকে।
তবুও সান্ত্বনা-
গভীর রাতে অল্পবয়সী মায়াবিনীর ফোন এসে ঘুম ভাঙ্গায় যদিও সেটা কষ্ট দেয়, কষ্ট দেয় ফিরিয়ে দেবার যন্ত্রণা, কষ্ট দেয় মিছেমিছি স্বপ্ন দেখার ইচ্ছা, আকাশের দিকে আনমনা হয়ে তাকিয়ে পার করে দেয়া বিকেলের স্বপ্ন, কোন নষ্ট রঙিন প্রেম না শুধু একটু দীর্ঘশ্বাসের ভাগীদার না পাবার কষ্ট...!!!
ভালো থাকুক যন্ত্রণা, মায়াবিনী ভালো থাকুক অন্যের হাত ধরে, এ জীবন ঋণ শোধের, কাউকে ঋণী করার জন্য নয়...!!! যদি কেউ জোর করে ঋণী করত, আমি শোধ করতাম...!!!
কে জানে হয়তো ঋণী হতে চাই।