" মাকে ফিরে পেতে চাই "
আমি আবার আমার সেই মাকে ফিরে
পেতে চাই, যে কিনা আধ ময়লা
আটপৌরে একখানা শাড়ির
আঁচলে ঘর্মাক্ত মুখে
সারাদিন,
গাধার কাটুনি খেঁটে
মুখ লুকিয়ে সবার প্রয়োজন
মিটিয়েছিলো।
আমি সেই মাকে ফিরে পেতে
চাই,
যে কিনা নির্ধিদায়,
নিজের সবচেয়ে শখের শেষ সম্বলটুকু, ফেরত পাবে না
জেনেও সন্তানের হাতে তুলে
দিতে পারে অবলিলায়।
দিন, মাস,বছরে,
অপেক্ষা করে সেই শখের
জিনিসটা না পাওয়ার
আশা ছেড়ে, পাড়ি দিতে
পারে পরপারে।
আমি আবার সেই মাকেই ফিরে
পেতে চাই,
কিছু দাম্ভিক, স্বার্থপর আর
কুরূচিপুর্ন অমানুষের ভয়াল
থাবায় ,
জর্জরিত আমাকে আমি,
মাঝেমধ্যে এখনো আবিষ্কার
করি,
নিরন্তর সেই ভালোবাসার
মাতৃছায়ায়।
যার শ্নেহের পরশে সিক্ত
হয়েছিলো আমার হ্রদয়।
আমি আবার ও সেই মাকেই
ফিরে পেতে চাই,
যার ছায়ায় বাঁচা মরার লড়াইয়ে
হা পিত্যেশ করছিল কিছু
অমানুষ।
খুবলে খাচ্ছিলো নোনাজলে
মাতৃত্বের আশ্বাস।
পরিযায়ী পাখিদের মতো,
বারবার ঘুরে ফিরে স্থায়ী হতো
সেই মাতৃস্নেহেরই আঁচলে।
আমি আবার ও সেই মাকেই
ফিরে পেতে চাই,
যে কিনা অবহেলা, আর
অনাদরে ও দৃঢ় হাতে বুকে
আগলে রেখেছিল তাঁর
মাতৃত্বের আশীর্বাদ।
আমি সেই মাকে ফিরে
পেতে চাই,
যে কিনা সন্ধ্যে হলে পিদিম
হাতে, ক্লান্ত মুখে উদবিঘ্ন
চাহনিতে, বুঝিয়ে দিত
আমায়, স্নেহময়ী মায়ের
অনন্ত আস্বাদ।
আহারে!
যদি এখন এমন হতো,
হঠাৎ করে মাগো, তুমি এসে
ধরতে আমার হাত।
জীবন আমার পালটে যেত,
কেটে যেত
বেদনাহীন রাত।
যাকে তুমি শূন্য হাতে
দিয়েছিলে ঠাঁই
স্নেহের জঠরে,
তার কোলেই মাথা রেখে
কেমন করে,
চলে গেলে ওপারে।
--------------
জিনাত নাজিয়া
২৮- ৩-২৩ ইং
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:২৫