এই চূড়ি কিনে দেবে ..
অনেক নীল চূড়ি..
দুহাত ভাসবে নীলপদ্ম জলে ...
তখন অনেক বৃষ্টি দিও প্রভু
আমরা মেঠো পথে বৃষ্টিধারার সাথে হেটে যাব
এই তুমি যাবে তো
আজ কাল তোমার আমার মতে ,
বড্ড ব্যবধান...
ভয় হয় মনে যদি জমে অমিলের মেলা!
আজকাল টাকার স্বপ্নে চাপা পড়ে যায় ভালোবাসা...
কথপকথনে সিড়ি বাওয়ার নেশা
সমুদ্র,চূড়ি,বৃষ্টিরা রোমান্স জাগায় না মনে
আচ্ছা !কখনও খুব বৃষ্টি হলে আমার মুখটা তোমার চোখে ভাসে তো...
নাকি ল্যাপটপটাই চোখে পড়ে...
তুমি হারিয়ে যাচ্ছ কোথায়
এই ইট পাথেরর শহরে..
.একি ছাদেরতলায়
তবু কেন তুমি আমি দূর বহুদূর