ক
কবির মাতৃভাষা প্রেম, রোগীর মাতৃভাষা জ্বর
তোমার মাতৃভাষা বুঝিনি, তাই বাঁধা হয়নি ঘর।
খ
তুমি সুন্দর, চাঁদ হয়ে মেঘের আড়ে গড়েছো তোমার বাস
আমি নস্যি, জীবনের ক্ষেতে গড়ি বারমাসি শব্দের চাষ।
গ
আমি বর্গা চাষী, নেই তোমার মতো জমিদারী মন
লাঙ্গল-জোয়াল টেনে তাই করি সুখের হালকর্ষণ।
ঘ
তোমায় ভালোবাসি, বেসে যাবো, জ্বলে-পুড়ে হবো ট্রয়
আমি প্রজা সাধারণ অহেতুক করি না গুপ্ত হত্যার ভয়।
ঙ
আমি এঁটেল নতুবা বেলে, আর তুমি দোঁআশ
তাই তোমাতে ভালো হয় নিষিদ্ধ ভ্রুণের চাষ।
চ
তুমি গান হও, ক্ষতি নেই, আমি হবো অন্তরা
তুমি প্রাপক হলে, হয়ে যাবো ডাকহরকরা।
ছ
অবশেষে আমি শান্ত হলাম, তুমি জ্বলে-পুড়ে হলে ছাই
আমার বাজেয়াপ্ত যৌবনে যখন জ্বালালে দেয়াশলাই।
মূল পোস্ট এখানেঃ প্রেমের উদ্বায়ী দ্বিপদী