“ঐ কোন হারামি আমার স্যন্ডেল নিছে জলদি বল ”
বন্ধুর এই চিল্লানিতে ছেলেটার কোনো কর্ণপাত নেই । ব্যাপারটা এটা না যে বন্ধুর কিছু হারানোতে সে সাহায্য করতে চায় না বা অন্য কিছু । সরকারি ভার্সিটির হল এর ৩০ এর এই গনরুমে নিজের বলে কিছু মনে করা দায় ।সবই গন । তার নিজের স্যান্ডেল এর একটা আছে তার কাছে :3 ।ছেলেটার আক্ষেপ , স্যান্ডেল নিবি তো ভাল কথা ,দুটা একসাথে নে । একটা রেখে যাস কি জন্য । যাই হোক আপাতত তার অপেক্ষা একটা ম্যাসেজ এর । সেই মানুষটির ম্যাসেজ এর ।
নাম্বারটা 786 দিয়ে সেভ করা । airtel এর কাস্টমার কেয়ার এর নাম্বার । বাবার আবার এই কাস্টমার কেয়ার এর প্রতি দারুন এলারজি । এটা থেকে কল , sms আসলে তাকানো তো দূরের কথা ,পারলে ছুড়ে ফেলে দিতেন । এই জন্য এই পন্থা । সবচেয়ে নিরাপদও বলা চলে :v ।
ফোন এর স্ক্রিন এ ম্যাসেজ ভেসে উঠল , “আমাদের ব্রেক আপ করে ফেলাই বেটার, আমরা past হিসেবে ভুলে যাই , আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি না? ”
মাথা কাজ করছে না তার , কি বলবে বুঝতে পারছে না । চুপ করে ফোন এর দিকে তাকিয়ে থাকল ।
কিছুক্ষন পর,
আরেকটি ম্যাসেজ এসেছে । হয়ত ও তার ভুল বুঝতে পেরেছে,মত পাল্টিয়েছে ।জলদি করে খুলে দেখল ম্যাসেজটা ।
“dear customer, pay minimum 80 taka to resume outgoing service ”
রাগে দুঃখে এখনই ভাংচুর শুরু করবে ,কিন্তু তখনই আরেক বন্ধু এসে বলে ,
-দোস্ত এটা তোর জন্য
-পেন্সিল কম্পাস ? এটা কেন?
- আরে এই গনরুমে আসার পর একে একে জ্যামিতি বক্স এর স্কেল,চাদা,সেটস্কয়ার even বক্সটাও নাই হয়ে গেছে ,মাঝখান দিয়ে কম্পাসটা বেঁচে গেছে ,ভাবলাম নাই যখন হবে আগেই দান করে দেই :3 -_- তাই নাই হওয়ার সুযোগ নাই ।
বন্ধুর কথায় এই রাগের মাঝে একটু হেসেই ফেলল ।ততক্ষনে আরেক বন্ধু চিল্লায়ে উঠল , “পাইছি ,একটা স্যন্ডেল পাইছি ”
“হারামি ঐটা আমার স্যন্ডেল” ,বলে শুরু হয়ে গেল ধস্তাধস্তি আর রুমের আতেল গোষ্ঠী হতাশার নিঃশ্বাস ফেলতে লাগল “উফফ কি শুরু করলি :3”
এক সময়ের কিছু সুন্দর স্মৃতি মানুষকে কাঁদায় ,অতীত হিসেবে ভুলে যেতে হয় । কিন্তু কিছু মানুষের সাথে কাটানো অতীত মানুষকে ভবিষ্যতের জন্য টিকে থাকার অনুপ্রেরণা দেয় ,এই স্মৃতির কারণেই মানুষের আনমনেও হেসে উঠে ,এরাই বন্ধু । হারিয়ে যাওয়া স্যান্ডেলের মত করে এই জীবনসংসারের নানা দাবদাহে হারিয়ে যাওয়া হাসি ফেরত আনতে পারে এই বন্ধু গুলো ।তবে এই জন্য তাদের ধন্যবাদ কাম্য না , কাম্য একটা গালি। এই জন্য দেখা হলে গালির তুবড়ি ছোটাই “ কিরে হারামি কেমন আছিস ?” ।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৫