“চ্যাম্পিয়ন ব্লেড , ফেলে দিন সব আরামসে । ”
এমনই বিলবোর্ড দেখেছিলাম চুয়েটের পরীক্ষা দিতে গিয়ে ।প্রথমে যখন দেখলাম বিশ্বাস হয় নি , তাই সিএনজি থামিয়ে পিছনে গিয়ে কতক্ষন বিলবোর্ডটার দিকে চেয়ে রইলাম । বিলবোর্ডটায় একটা ছেলে অনন্ত সেজে বাইকে বসে আছে আর পিছনে আছে একটা মেয়ে । আর নিচে লিখা ,
“চ্যাম্পিয়ন ব্লেড , ফেলে দিন সব আরামসে । ”
ভাইরে তোরা কি আর ডায়লগ খুজে পাস নাই?
আবার আরেকটা দেখলাম যে দুধের অ্যাডের বিলবোর্ড । একটা মহিলা দুধের প্যাকেট নিয়ে দাঁড়ায়ে আছে আর নিচে লিখা ,
“মিষ্টি ভাবীর দুধ । ”
এইটা সম্পর্কে কিছু বলার নাই । তবে শুধু একটা কথা , তোরা কি ইচ্ছা করে ইতরামি করে লিখেছিস এটা ? যদি লিখেই থাকিস তো বিলবোর্ড এর নিচে লিখে দিস এর meaning কিন্তু ১৮+ , তো আগেই ওইডাই ভাবা শুরু করব ।
প্রায়ই দেখি ১ ঘন্টায় টাক সমস্যার সমাধান ,দুটা ছবি থাকে আগে চুল নাই , পরে চুল চলে আসছে । এইটা দেখে শুধু মনে হয় ১ ঘন্টায় তো সমাধান সম্ভব না , নিশ্চয়ই ছবিটা উলটা লাগানো হইছে ।আসলে আগে চুল ছিল , লাগানোর পর চুল নাই হয়ে গেছে । you have to বুঝতে হবে ।
আবার ফার্মগেটে দেখি বিলবোর্ডে সাকিব বসে আছে ,চারপাশে ৩/৪ টা মেয়ে আর একটা ছেলে । সবাই আইসক্রিম হাতে ,আর নিচে লিখা
“সাকিবের রহস্য । ”
আইসক্রিম কারো ভাল খেলার রহস্য হতে পারে জানতাম না তো । শচীন , ধনি বলে, “boost is the secret of my energy .” আর সাকিব ভাই কে বলতে হবে , “polar ice cream is the secret of my energy ” ।অবশ্য একসময় সাকিব ভাই ও boost খাইতেন ।
হম জানি এইসব অ্যাডের দোষ । অ্যাড যেমন তৈরি বিলবোর্ডটাও তেমন । অবশ্য একটা অ্যাডের কথা খুব মনে পরতেছে আজ , মেয়ে পাহাড় থেকে পড়ে গেছে ,একটা ছেলে গিয়ে বাঁচায় তাকে আর হয়ে যায় হিরো । কিন্তু ঐ হিরো শেষ পর্যন্ত কোন হিরো হয়ে যায় কমবেশি সবাই জানি । এর বিলবোর্ড এর দেখা পাইলে বলিস তো ।
পরিশেষে বলতে চাই ,
‘জয় বাংলা , বিলবোর্ড সামলা’