কম্বলের নিচে ল্যাপটপ টিপতেছিলাম । অন্য রুমে গান বাংলা চ্যানেলটা অন করা ছিল । আব্বু ঐ রুমে ঢুকেই চিল্লাচিল্লি , “বাংলা চ্যানেলে এইসব কি চলে? দেশ রসাতলে গেছে, জিহাদ এই চ্যানেল সরাবি বললাম । ” আমি কম্বল থেকে একটু মুখ বের করে শুনলাম , চলতেছে নাইলা আপার সেই গান
“ঠোঁট ”
বুঝা হয়ে গেছে । comment করার প্রয়োজন নাই । আস্তে করে আবারও কম্বলের নিচে গমন করলাম । তবে খুব বলতে ইচ্ছা করছিল
“নাইলার ছবি , নাইলার কাপড় ,
নহে ছবি, নহে কাপড় , দেখার মতন । ”
নতুন একটা ছবি দেখলাম তার, “রান আউট ”ছবির প্রমোশন হিসেবে তিনি তার ছবি দিয়েছেন । তার এই রান আউট করা ছবি দেখে এতদিনে বুঝলাম মুভির নাম “রান আউট ”দেয়া হয়েছে কেন ।
কয়দিন আগে যখন শীত নামল মাত্র তখন আমার id এর এক মহান ব্যক্তি নাইলা আপার ছবিতে লাইক মারল । সেই সুবাদে তার একটা ছবি দেখার সৌভাগ্য হয় । comment গুলোতে দেখি পোলাপাইন পচানি দিচ্ছে । আমি গিয়ে লিখলাম, “ভাইসব , দেশে সবাই যদি বেশি করে কাপড় পড়ে তাইলে দেশে তো কাপড়ের সংকট পড়ে যাবে । এই জন্য কেউ কম কাপড় পড়ে দেশের উন্নতি করতে সাহায্য করছে ।তাছাড়া কম কাপড় পড়ে গরীবদের প্রতি সমবেদনা জানাচ্ছেন ।তাই পচাবেন না ওনারে , আপনাদের পিলিজ লাগে ” তারপর থেকে দেখি আমাকে ban মারছে ।
দেখছেন, কত্তগুলা পচা !