- তো বুয়েটের পরীক্ষা ছিল সেদিন ।তাই বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হলাম ।
- Barishal University of engineering and technology আর কি ।
- হ্যাঁ , তো বাসে উঠলাম । তারপর বাস চলতে লাগল আর চলতে লাগল । চলতে চলতে একজায়গায় থামালো । জানালা দিয়ে তাকায়ে দেখি রাস্তায় অনেক জ্যাম । time spend হচ্ছিল না,সাথে লেগেছিল মারাত্মক খিদে । তাই ভাবলাম নেমে নাস্তা করে নিই ।
- খাবার পাইলেন কই ? ও বুঝছি , খাবার হোটেল এর সামনে থেমেছিল আর কি । কি ভাগ্য আপনার ।
- আরে নাহ থেমেছিল তো মুদি দোকানে ।
- তো খাবার পাইছিলেন কই? আপনি না কইছিলেন আপনি যাত্রাপথে পরিচিত লোকদের পাঠানো খাবার খান না ।
- একটু আগে বললাম না রাস্তায় অনেক জ্যাম পাইছিলাম ? ওগুলো আর কি ।
- ও আমি তো ভেবেছিলাম traffic jam ।
- তুই তো দেখি কিচ্ছু English পারিস না , ওটা হচ্ছে জাম ...J U M ,জাম ............আর যেটা খায় সেটা হচ্ছে জ্যাম ।
- হ্যাঁ বুঝছি , তো তারপর?
- তারপর আবারও বাস চলতে লাগল আর চলতে লাগল । চলতে চলতে আরো একজায়গায় থামালো । জানালা দিয়ে তাকায়ে দেখি রাস্তায় অনেক জাম ।
- Traffic jum আর কি ।
- হ্যাঁ , তো তখন একটু পর অনুভব করলাম যে ,
ডাক দিয়াছেন প্রকৃতি আমারে,
পারব না আর বেশিক্ষণ ধইরা রাখতে রে ।
- তো কি করলেন তখন ?
- কি আর করার ,আশেপাশে তাকায়ে দেখি অনেক লাউ গাছ ,ভাবলাম কেউ দেখবে না ,গিয়ে হালকা হয়ে আসি ,গেলাম ...... কিন্তু তখনই ঘটল বিপত্তি ।
- কি বিপত্তি ভাই ?
- আরে বলতে দে রে , হালকা হচ্ছিলাম কিন্তু তখন দেখি একটু দূরে মুন্নি সাহা btv এর camera দিয়ে selfie তুলতেছে ।
- ও selfie তুললে আপনার বিপত্তি কিসে?
- আহা !!কইলাম না বলতে দে আমারে , তো আমারে দেইখাই ও দৌড়ায়ে আসল আমার কাছে ,আইসা কইল ,
“আপনার অনুভূতি কি ? ”আমি আর কি কইতাম । থতমত খাইয়া কইলাম,
“প্রকৃতি মানুষের বন্ধু , যখন তা ডাক দেয় তখন সাড়া না দিতে পারলে অনেক ক্ষতি হয়ে যায়, মানুষের আর কি । আর সাড়া দিতে পারলে অনেক হালকা লাগে । ”
- এরপর?
- এরপর আর কি ?কয়দিন পর শুনলাম যাত্রাপথে গাছকে পানি দেয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে “ বৃক্ষরোপণ ও পরিচর্যায়” নোবেল এর জন্য আমি মনোয়ন পেয়েছি ।
- কিন্তু নোবেল পাইলেন না কেন?
- আরে আরেক বেটা পানির সাথে সাথে সার ও দিয়েছিল । এই জন্য ও পেয়ে গেছে আর হয়ে গেছে মালওয়ালা । ইশ !!
- আরে ভাই !! tension নিয়েন না , next year try করবেন । ব্যাপার না ।
- আরে জানিস না আমি ১৪ ব্যাচ ? আর ১৪ ব্যাচের next year কোন সুযোগ থাকে না ।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৪