প্রথমেই জানিয়ে রাখি ক্রেমার রোচ যতই বলুক বাংলাদেশের থেকে তারা ভাল দল, এবং হয়ত কথাটা সত্যি কিন্তু তারপরেও আমি মনে করি বাংলাদেশ চাইলে তাদের জিতার সম্ভাবনা ১০০%। অতিমানবীয় কিছু করা লাগবেনা কিন্তু খেয়ালী কোন ভুলও করা যাবেনা। গত ছয় মাসে বাংলাদেশের খেলার মান দেখে আমি পুরাপুরি আশাবাদী। তবে কিছু কিছু ব্যাপার আছে অবশ্যঃ
* ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংটা অন্য যে কোন সময়ের থেকে ভাল। ক্রিস গেইল একাই একটা খেলা চেঞ্জ করে দিতে পারে। তাকে যত বেশি সম্ভব ডানহাতি অফ স্পিনার ফেস করতেই দেওয়াই মনে হয় ভাল।
* চন্দরপাল আর সারোয়ান দুইজনেই স্পিন ভাল খেলে। তবে তারা তাদের সেরা ফর্মে নেই।
* সামি স্পিন ভাল খেলে। পোলার্ড টাইপ ব্যাটসম্যান ২৭ বলে ৬০ করে দিয়ে সব শেষ করে দিতে পারে। তবে এই টাইপ ব্যাটসম্যান চান্সের উপর খেলে। এটাই ভরসা। সব দিন তো আর ব্যাটে লাগেনা। বিগ শট খেলতে গিয়ে মিস শট হতে পারে।
* ক্রেমার রোচ বাংলাদেশের সাথে ৩ ওয়ানডেতে ১০ উইকেট নিয়েছিলেন তবে ৩ টাতেই বাংলাদেশ জিতেছিল। বলে দারুন গতি তবে সেই অনুপাতে বাজে বলও দ্যান। দেখে শুনে খেললে সমস্যা হওয়ার কথা না।
* কালকে আয়ারল্যান্ড ৩১ তম ওভারে পাওয়ার প্লে নিয়ে চান্স নিয়েছিল এই কাজটা বাংলাদেশ ভারতের সাথে করতে পারত। ২০ ওভারে রান ছিল ১২০ ক্রিজে জুনায়েদ আর তামিম। আয়ারল্যান্ডের মত ৫ ওভারে ৬২ তুলতে পারলে রান হয়ে যেত ২৫ ওভারে ১৮০ এর মত। আমি বলছিনা যে হতই কিন্তু চান্স তো নেওয়া লাগবে। পাওয়ার প্লেতে রাজ্জাক আর শাফিউল কে ক্রিজে রেখে লাভ কি!!
* নিউজিল্যান্ডের সাথে একটা খেলায় মুশফিক রহিম ৬৬ রান করার পর ৪৪ দশমিক ৫ বলের সময় তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পরেন। ২ বল পরেই পাওয়ার প্লে শুরু হওয়ার কথা তখন মারলেই হত। এই একই কাজ জিম্বাবুয়ের সাথে মাহমুদুল্লাহ রিয়াদ করেছিলেন (বাংলাদেশ ৯ রানে হেরেছিল)। ৪৪ ওভারের দিকে পাওয়ার প্লে না নিয়ে তুলে মারার মানেটা কি? মারতেই যদি হয় পাওয়ার প্লে নাও।
* আয়ারল্যান্ডের সাথে জুনায়েদ সিদ্দিকীর ক্যাজুয়াল রান আউটটা খুবই বিরক্তিকর ছিল। ১৬ কোটি মানুষ তাকিয়ে আছে। নিজের সর্বোচ্চ ঢেলে দাও। আত্মপ্রসাদের কোন সুযোগ এখানে নেই।
* বাংলাদেশ ফিল্ডিং ভাল করছে। দুর্দান্ত ক্যাচ ধরেছেন তামিম। নিজেদের সর্বোচ্চ ঢেলে দিচ্ছে তারা। এটার সুফল আমরা পাব।
* ক্রিকেটের ব্যাসিক হচ্ছে সোজা ব্যাটে খেলা যতক্ষন পর্যন্ত কনফিডেন্স না পাওয়া যাচ্ছে। মুশফিক রহিম আর আশরাফুলের আগের ম্যাচের পুনরাবৃত্তি চাই না।
আমি পুরাপুরি বিশ্বাস করি বাংলাদেশ চাইলে কালকের ম্যাচ জিততে পারে। ইনশাল্লাহ টাইগারদের জয়ের রথ থামবেনা। আর কোন ভাবে ওয়েস্ট ইন্ডিজের টেল অর্ডার উন্মোচন করতে পারলে বাকি কাজ রাজ্জাক একাই করে দিবে। তবে ব্যাটসম্যানদের কোন ভুল করা চলবেনা। আর যেই ব্যাটসম্যান দাঁড়িয়ে যাবে তাকে শেষ করে আসতে হবে। একটা সেট ব্যাটসম্যান ৩৫ করে আউট না হলে অনায়াসে সে পাওয়ার প্লেটা কাজে লাগিয়ে আসতে পারে।
সব কিছুর পরেও ভাগ্য একটা ব্যাপার। সেই জন্য ১৬ কোটি মানুষের প্রার্থনাও লাগবে। আয়ারল্যান্ডের ক্যাপ্টেন বলেছেন, " বাংলাদেশের সমর্থকরা নিজেদের উজার করে দেয়। এরকম অবস্থায় পরিস্থিতি কতটা কঠিন হতে পারে আমরা দেখেছি।" চলুন কালকেও ওয়েস্ট ইন্ডিজের পরিস্থিতি কঠিন করে ফেলি।