আমার দেওয়া কিছু স্ট্যাটাস এখানে দিয়ে দিলাম। অনেক গুলো আগের পেজের সাথে হারিয়ে গেছে।
"ভালো বাসলেই ঘর বাধা যায় না" (সাকিব খানের একটি সিনেমার নাম) ।
Note: কোন কিছু বাধার জন্য সুতা বা দড়ি লাগে। ..................... |Z|
The original name of Shakib Khan is Masud Rana. The original name of Sohel Rana is Masud Parvez.
মাসুদ নামটা কি তবে লাকি না??? ............................ |Z|
"মনের মাঝে তুমি" সিনেমায় রিয়াজ মরে যায়। পরে ছোটবেলার পূর্ণিমার ঘড়ির আওয়াজ শুনে সে বেঁচে উঠে। ............... |Z|
"ভয়ংকর সাত দিন" সিনেমায় নায়ক নায়িকাকে নিয়ে ৭ দিন পালিয়ে বেরিয়েছিল। কারন নায়িকার বয়স ১৮ হতে সাতদিন
বাকি ছিল ৭ দিন পরে তারা কোর্ট ম্যারেজ করতে পারত। ....... |Z|
"চাঁদ আর সূর্যের কসম খেয়ে বলছি আমি তোমাকে ভালবাসি"
That is the reason behind solar Eclipses............ |Z|
যদি কখনো শাহরুখ খান, সালমান খান, আমির খান ৩ জন একসাথে শাকিব খানের বাসায় আসে তাহলে বুঝবেন সেটা টিচার'স ডে। এই দিনে ছাত্ররা টিচারের বাসায় যায়।
(শাকিব খান ওই ৩ জনেরই বাংলা কপিতে অভিনয় করেছেন। উনি 3 in 1)........ |Z|
চৌধুরী বংশের চৌধুরীদের মগজ চাচা চৌধুরীর থেকেও প্রখর।
কারন সিনেমায় চৌধুরী ৬৪ কিলোবাইট র্যাম দিয়ে উইন্ডোজ সেভেন চালায়। ..............|Z|
বিদেশী সংস্কৃতির ভীড়ে দেশী সংস্কৃতিকে অবজ্ঞা করা হবে এটা আগের থেকে বুঝতে পারার কারনে শাকিব খান SRK কনসার্টে যাননি। ( সুত্রঃ আজকের নয়া দিগন্ত, পৃষ্ঠা -৮ )........ |Z|
সাধারনত মানুষের হার্টবিট পালস স্টেথোস্কোপে মাপা হয়। তবে মুনমুন আর ময়ুরীরটা মাপা হয় রিকটার স্কেলে। ....................... |Zico|
গ্রামের সব গরু পালায় গেসে। কারন গ্রামে মুনমুন শুটিং করতে আসছিল যেই গানের সাথে গানটি হল , " আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে"। গ্রামে এখন আর কোন গরু পাওয়া যাইতেসেনা। গাড়ি টানার ভয়ে সব পালায় গেসে। ............. |Zico|
ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় মনের মানুষ মানুষ নির্মিত হয়েছে। এরকম যৌথ প্রযোজনায় একদিন হয়ত হিমেশ রেশামিয়ার সুর দেওয়া গানে কন্ঠ মিলাবেন ইভা রহমান।
Surely that will be the best creation on earth...................... |Zico|
"তেল আর জলে কখনও মিশ খায় না। তোমার সাথেও রাজার বিয়ে কখনও হতে পারেনা।" ..................। |Z|
" পৃথিবীর কোন শক্তি আমাকে আর রাজাকে আলাদা করতে পারবেনা"
Einstein took that a personal insult as this dialogue challenged E= m c (square).................. |Z|
ব্যাকগ্রাউন্ডে কার কন্ঠের সাথে শাকিব খান পর্দায় ঠোট মিলাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? ইভা রহমান?? নাকি মমতাজ?? ......................... |Z|
Stare at me, guess my heart. I am yours and you are my Heart.
চোখেতে চোখ রেখে দিলটাকে চিনে নাও। উরিবাবা, উরিবাবা, উরিবাবা উরিবাবা। আমি যে তোমারি, তুমি যা আমারি দিল দিল দিল দিল।
(শাবনাজ নাইমের দিল সিনেমার গান) ............................. |Z|
" আমার বুকের ভেতর যে আগুন তা মেটানোর মত কোন দমকল তোমার কাছে নেই" ( নায়কের মায়ের ডায়লগ, সিনেমার নামঃ বুকের ভেতর আগুন)
Someone please give her an ANTACID PLUS..................................... |Z|
"ছিঃ ড্যাডি ছিঃ! তোমাকে ড্যাডি বলতে আমার ঘৃনা হচ্ছে" (নায়িকা হুমায়ুন ফরীদিকে)
তাহলে কি বলে ডাকা যায়? পাপা? আব্বা? নাকি অন্যকিছু? any suggestion? ........... |Z|
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে এ জীবনে আমার আপন জন।
I tried so hard and got so far but in the end it doesn't even matter.
It is proven that Linkin Park stole the lyrics from the movie "Valobashi Tomake".... |Z|
টাইটানিকের রিমেক যদি ঢালিউডে বানানো হয় তাহলে জাহাজের ভুমিকায় কে থাকবে? মুনমুন না ময়ুরী ?? জবাব দিন। চুপ করে থাকবেন না। ........................... |Z|
You are my moon and I'm your moonlit. My love for you is not that short bit.
তুমি আমার চাঁদ আমি চাঁদেরি আলো। যুগে যুগে আমি তোমায় বাসবো ভাল।
(১৯৯৩ সালের চাঁদের আলো সিনেমার গান।)............... |Z|
হাতিদের যখন Short-Term Memory Loss হয়। তখন মাঝে মাঝে তারা নিজেদের বাংলা সিনেমার নায়িকা মনে করে। ............ |Zico|
অক্টোপাস পল মারা যাওয়ার কারন হল, তাকে প্রেডিক্ট করতে বলা হয়েছিল ময়ুরী কবে জিরো ফিগারের অধিকারী হবেন। এরপর অক্টোপাসের দুনিয়ার প্রথম অক্টোপাস হিসেবে তিনি আত্মহত্যা করেন। .................. |Zico|