আর এমনিতে ড্যাতরিনা কাইফ, ডেগান ফক্স এরা তো আছেই।
ছেলেদের আর মেয়েদের ফেসবুক স্ট্যাটাস নিয়ে ক্যাচালময় পোস্ট পরলাম। মজা পাইলাম। মেয়েদের একটা কমন ব্যাপার ধরায় দেই। এটা স্ট্যাটাস এ না। তাদের description এ থাকে। “I am a very simple girl………………………….” এই যে এত ডট ডট দেখতে পাইতেসেন!! এগুলাতে আসলে সবাই বুঝানোর চেস্টা করে কিভাবে তারা আর ১০ টা মেয়ের থেকে আলাদা। অবশ্য এটা একটা খুব সাধারন ব্যাপার যে, “ Every boy loves to think every girl loves him, every girl loves to think she is completely different from others” (কথাটা আমার)
একবন্ধু ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল কয়েক দিন আগে। তখন রোজা ছিলনা। “ উহ আর কত! আর পারিনা”। সবার মধ্যে বেশ তোলপাড় অবস্থা! কিরে কি করিস তুই? সবাই কমেন্ট এর পর কমেন্ট। কোন জবাব নাই। লাস্ট এ একজন আবার লিখল, কিরে কয়বার করলি!! অবশেষে জানা গেল কাহিনি কি! মেডিকেল এ পরা বন্ধুর খালি পরীক্ষা থাকে। উহ আর পারিনা। আর কত পরীক্ষা!!
ফেসবুক এ আরেকটা এপ্লিকেশন আছে “ Who will be your future wife?” এইটাতে প্রথমবার যার নাম আসছিল তার নাম “উকুম্বু”। এইটারে খুঁজতে যে এখন কই যাই তাই ভাবতেসি। উগান্ডা গেলে পাওয়া যাইতে পারে। ভাগ্যে মেয়ে আসে না ওরাং ওটাং এইটাই এখন দেখার বিষয়।
এইমাত্র এক মেয়ের স্ট্যাটাস আপডেট হইল “ সারাদিন নেট এ বসে থাকি আর কিছুই করিনা”। এই কথাটার মানে কি? সে নেট এ বসে থাকে কিভাবে!! অবশ্যই সে চেয়ারে বসে থাকে। নাহ মেয়েদের স্ট্যাটাস নিয়ে আর পারা গেল না।
স্ট্যাটাস আপডেট খুব বেশি হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ফেসবুক থাকলে তিনি স্ট্যাটাস দিতেন "নীল নবঘনে ফেসবুক হোম পেজ এ তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা স্ট্যাটাস আপডেট আর দিসনে"………………
তবে ছেলে-মেয়েদের স্ট্যাটাস এর থেকেও অনেক বেশি ইন্টারেস্টিং হল মেয়েদের ছবিতে ছেলে-মেয়ে উভয়েরই কমেন্ট। সইত্যকারের উপভোগ্য ব্যাপার।
ব্লগ এ কিছু একটা লিখতে ইচ্ছা করল তাই লিখলাম। এটাও একটা সিরিজ ই হবে। পরের গুলাতে ডিটেইলস মজা করে লিখব। এটা কোনোরকমই থাক।
খলিল-১৩ নিয়ে কি করা যায় তাই চিন্তা করতেসি।