পরবর্তী বিষয়: আল্লাহ্ : একটি কাল্পনিক ধারনা নাকি রূঢ় বাস্তবতা?
সারমর্ম: গনতন্ত্রের বুদ্ধিভিত্তিক ভিত্তি হলো, ধর্মকে জীবন থেকে বিচ্ছিন্নকরন, যা পুঁজিবাদেরও মতবাদ। এই মতবাদের উপর ভিত্তি করেই গনতন্ত্রের সব ধারনা, বুদ্ধিভিত্তিক দিকদর্শনা ও জীবনের দৃষ্টিভঙ্গি। প্রাচীন পোপ ও ধর্মযাজকদের একচেটিয়া আধিপাত্য থেকে মুক্তির জন্যেই ইউরোপ ও রাশিয়ার দার্শনিক ও মুক্তচিন্তকরা এ মতবাদের সফল আবি্রভাব ঘটায়। যেহেতু এই মতবাদ ধর্মকে জীবন ও রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে ফেলে তদরুপ সংবিধান ও আইন থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়ে ধর্ম।
Contradiction between Islam and democracy
মন্তব্য বা আলোচনা এখনাই কাম্য
বিঃ দ্রঃ: আমি খুবই দুঃখিত এই পোষ্টটি বাংলায় পোস্ট না করতে পারার জন্য।
বিঃ দ্রঃ ২: এই সাইটের কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে অনুরোধ করে বলছি ইংলিশ ফন্টের সাইজটি ডিফল্ট থেকে দয়া করে একটু ছোটো করুন।