অনেক গুরুগম্ভির পোস্ট তো হল, এবারের পোস্ট টা কিছু পরিচিত মানুষের অভিজ্ঞতার আলোকে শুধুমাত্র রসিকতা করার উদ্দেশ্যে দেয়া হল!
ছেলেদের বিয়ের আগের কবিতা
তোমার জন্যে আকাশ থেকে নামবে ঝরে বৃষ্টি,
পাহাড়ের কোলে হবে নতুন ঝর্ণার সৃষ্টি
তোমার স্পর্শে সাদা পাথর হয়ে যাবে খাঁটি স্বর্ণ
তোমায় দেখে রঙ্গিন প্রজাপতি হারাবে তার বর্ণ
তোমার জন্য নীল পাখিটা গাইবে মধুর গান
চারিদিকে তার সুর শুনে বইবে আনন্দের বান
তোমার জন্যে চাঁদ তারা ছড়াবে স্বর্নালী আলো
তোমার জন্যে জোনাকীরা মুছবে রাতের কালো
তোমার জন্য ছোট্ট কলি হয়ে যাবে লাল গোলাপ
তোমায় নিয়ে বনের পাখিরা করবে শত আলাপ
এত কিছু,এসব শুধু তোমারি জন্যে
তোমার স্থান আমার মনের অরণ্যে।
বিয়ের পরে ছেলেদের মনের কবিতা
তোমার জন্য পেঁয়াজ কেটে চোখ থেকে নামে বৃষ্টি
সিরিয়াল দেখার চ্যানেল সরালে নতুন ঝগড়ার সৃষ্টি!
তোমার আবদারে কিনতে গিয়ে কত দামী-খাঁটি স্বর্ণ
পকেট খালি আমার এখন,মুখখানা বিবর্ণ!
তোমার কন্ঠের বেসুরো আওয়াজে ফেটে যায় আমার কান
গান তো পারো না, গাইলে বের হয়ে যায় আমার জান!
তোমার ধমক শুনে চোখে দিনেও দেখি কালো
তুমি যখন ঘুমিয়ে থাকো,শান্তিতে লাগে ভালো!
তোমায় ছাড়া করতে গেলে বন্ধুদের সাথে আলাপ
সেদিন ঘরে ঢোকা বন্ধ আমার,হাতে থাকলেও গোলাপ!
এত কিছু,এত ঝামেলা শুধু তোমার জন্য
তোমার জন্য অস্থির হয়ে এখন আমি বন্য!
[লেখাটি শুধুমাত্র হাসানোর জন্য রসিকতা করে লেখা,তাই কেউ কিছু মনে করবেন না,প্লিজ! বিবাহিত ব্লগাররা বাঁশ দিবেন কিনা ভাবছি!]
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩১