একাকী আমি চেয়ে আছি ওই আকাশের পানে
আমার কি যে কষ্ট-ব্যথা তা কি কেউ জানে?
রাতের আকাশের তারাগুলো সব মিটিমিটি করে জ্বলে
"কাঁদছো কেন মেয়ে তুমি" ঠিক তাই যেন ওরা বলে!
সে প্রশ্নের জবাব আমি নিজেও যে খুঁজে পাই না
তীব্র যন্ত্রণা হৃদয়ে, তাই যে কি করে বলি বা!
আকাশ,নদী,চাঁদ-তারা আর কিছুই আমার হৃদয় কে স্পর্শ করে না
শুধু ঘিরে ধরে আমায় একাকীত্বের একরাশ নীল বেদনা!
এ পৃথিবী, আজ আমার কাছে অর্থহীন
জীবনের পথ যেন মনে হয় অন্তহীন।
কখনও দু'নয়ন বেয়ে অশ্রু নামে অঝোর ধারায়
আবার, আশায় বুক বাঁধি যদি কেউ হাত বাড়ায়!
পরক্ষণেই, বাস্তবে ফিরে সান্তনা দেই নিজেকে.....
...থাক না! আমার যে এখন ভালই লাগে কাঁদতে!
অভ্যেসও হয়ে গেছে এই একাকীত্বে!
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৮