সবাই তো দেখে আমাদের,
কিন্তূু
কাছে তো কেউ টানে না!
সবাই তো চিনে আমাদের,
কিন্তূূূু
কেউ জানতে তো চায় না!
সবাই তো দয়া করে আমাদের,
কিন্তূু
আপন তো কেউ করে না!
আমাদের নিয়ে কত চিন্তা নাকি তাদের!
কিন্তূু
কেন যেন কিছু করতে পারে না তারা!
অনাহার-অর্ধাহার,সহায়-সম্বলহীন
এভাবেই কাটে যে জীবন আমাদের সারা!
সকল সুযোগ-সুবিধা তোমরা কর ভোগ,
কিন্তূু
আমাদের সাহায্যেই তোমাদের কত অভিযোগ!
এসব দুঃখ-দূর্দশা, আর কষ্টের চিত্র কি তোমাদের চোখে ভাসে?
এ তো আমাদের ব্যাপার, তাতে তোমাদের কি বা যায় আসে!
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১১